আমার ভিডিওগ্রাফী:) মদনটেক পাখি এবং কচ্ছপ।||My videography:) Madantek birds and turtles.

in আমার বাংলা ব্লগ4 months ago
:) আমার ভিডিওগ্রাফী :)
মদনটেক পাখি এবং কচ্ছপ

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজ চেষ্টা করছি একটি ভিডিওগ্রাফী উপস্থাপন করার।
ময়মনসিংহ চিড়িয়াখানা ভ্রমণকালে এই ভিডিওগ্রাফী করেছিলাম। আজ মূলত মদনটেক এবং কচ্ছপের ভিডিওগ্রাফী একসাথে উপস্থাপন করার চেষ্টা করেছি।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

মদনটেক পাখিটা আমি তেমন চিনতাম না। এটা বেশ বড় আকৃতির একটি পাখি। তবে এর সম্পর্কে আমার তেমন বিশেষ জ্ঞান নেই। এর আকৃতি বেশ বড় এবং শান্ত স্বভাবের মনে হয়েছে। আরো একটা ব্যাপার খেয়াল করলাম এর খাচার ভেতরটা বেশ অপরিষ্কার। এতে হয়তো রোগ জীবাণু আক্রমণ করে তাকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে।
আরো একটা ব্যাপার খেয়াল করলাম এদের হয়তো খাবারের স্বল্পতা থাকতে পারে। আমি একটি বাদাম খাঁচার পাশে ধরতেই ছোঁ মেরে খেয়ে নিয়েছে। বেশ ক্ষুধার্ত মনে হয়েছে এদের। তবে পাখিটা সামনাসামনি দেখতে কিন্তু বেশ।

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

কচ্ছপটা বেশ দারুন দেখাচ্ছিল, যদিও আকৃতি বেশ ছোট। আমি তবুও দূর থেকে ছবি এবং ভিডিও করার চেষ্টা করলাম। আশাকরি আপনাদের ভালো লাগবে, তো চলুন দেখে আসি ভিডিওগ্রাফী।

ভিডিওগ্রাফী

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

পরিশেষ

আশাকরি আমার আজকের ভিডিওগ্রাফী আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 4 months ago 

এই পাখি আমি দুইবার দুই চিড়িয়াখানাতে দেখেছিলাম। একবার দেখেছিলাম রাজশাহী চিড়িয়াখানাতে। আরেকবার দেখেছিলাম সাতক্ষীরা মুজাফফর গার্ডেনে। তবে এই পাখির নাম আমার জানা ছিল না। আজকে আপনার এই পোষ্টের মধ্য দিয়ে কিন্তু জানতে পারলাম। চমৎকার ছিল আপনার ভিডিও।

 4 months ago 

আপনি আজকে আমাদের মাঝে দারুন একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন ভিডিওটি দেখে ভীষণ ভালো লাগলো। তবে মদনটেক পাখির নাম আমার জানা ছিলো না আজকে আপনার পোস্টের মাধ্যমে জানতে পেরে ভালো লাগলো। পাখি এবং কচ্ছপের ভিডিও আপনি অনেক সুন্দর ভাবে করেছেন। ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন।

 4 months ago 

বেশ অসাধারণ ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এই ভিডিওগ্রাফি দেখে খুব ভালো লাগলো৷ আপনি সবসময় খুব সুন্দর কিছু ভিডিওগ্রাফি শেয়ার করে আসছেন। আজকের এই ভিডিওগ্রাফির মধ্যে আপনি যে মদনটেক পাখিটি শেয়ার করেছেন সেটি আমি আগে কখনো দেখিনি৷ আপনার কাছ থেকে এই প্রথম দেখতে পারলাম৷ কচ্ছপও আমি কখনো সরাসরি দেখতে পারিনি৷ অনেক ধন্যবাদ এরকম সুন্দর ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য৷

 4 months ago 

ময়মনসিংহ চিড়িয়াখানায় ভ্রমনকালে আপনি মদনটেক পাখি আর কচ্ছপের চমৎকার ভিডিও করেছিলেন।আজ সেই ভিডিওগ্রাফি শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। আমিও এই মদনটেক পাখি দেখিনি আগে।নামটা ও আনকমন লাগলো আমার কাছে।আর কচ্ছপটি ছোট হলে ও ভালো ই লেগেছে ভিডিওগ্রাফিতে।আপনি চমৎকার ভাবে তুলে ধরেছেন ভিডিওগ্রাফিতে।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।

 4 months ago 

মদনটেক পাখি আমি আগে কখনো দেখিনি। নতুন পাখি দেখে একটু বেশি ভালো লাগলো। কচ্ছপ আপনার পোস্ট এর মাধ্যমে আরো একবার দেখেছিলাম এখনো মনে আছে। অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.030
BTC 61599.36
ETH 3407.97
USDT 1.00
SBD 2.47