আমার তোলা আলোকচিত্র :) ফুলের মাঝে। || My photography: Among Flower.

in আমার বাংলা ব্লগlast month
:) আমার তোলা আলোকচিত্র :)
ফুলের মাঝে

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। আজ শুক্রবার এবং শুক্রবার দিনটি আমি ফটোগ্রাফি দিবস হিসেবে পালন করি। আজকের ফটোগ্রাফি দিবসে বেশ কিছু চমৎকার ছবি নিয়ে হাজির হলাম আজকের ফটোগ্রাফির থিম হলো ফুল। ফুল মোটামুটি আমাদের সবার কাছে ভীষণ ভালো লাগে এবং ফুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়ে থাকে। যাই হোক বেশ কিছুদিন আগে আমি চমৎকার কিছু ফুলের আলোচিত্র সংগ্রহ করেছিলাম, আর আমার সেই সংগ্রশালা থেকেই আজকের ছবিগুলো নির্বাচন করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন শুরু করা যাক।

1000074573.jpg

1000074572.jpg

চমৎকার দেখতে ডালিয়া ফুল। তবে এই ফুলটি কোন কালারের আমি সঠিকভাবে বলতে পারলাম না কারণ এই কালারটিকে না বলা যাচ্ছে কমলা কালার না বলা যাচ্ছে গোলাপী কালার। তবে যাইহোক দেখতে কিন্তু ভারী সুন্দর বলতেই হচ্ছে।

1000074564.jpg

1000074563.jpg

1000074562.jpg

গোলাপি কালারের চমৎকার ডালিয়া। এই ফুলটা আমার কাছে বিশেষভাবে ভালো লেগেছে। ফুলটির পাশে হয়তো চমৎকার বেশ কিছু সবুজ রঙের কলি দেখতে পাচ্ছেন। এই কলিগুলো হয়তো খুব জলদি চমৎকার ডালিয়া ফুল প্রস্ফুটিত করবে।

1000074565.jpg

1000074566.jpg

1000074567.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।

26uUsAjKTsXCDw7zixZR182JbFKvgzJ9YwsFpTVcRaGCmsqhA1unTgprBuaFXCr82CTsKbNB2mnNaEN5pcM3XgJqwJcVLgAYCJ5w4Ato9GkiZvkMEdbqpeT7vKb2czdSZrxpKp9pGvaq3xDR4V7YvjBZ1Qhx7RZ2BRJj98.png

সাদা এবং হলুদের মিশ্রণে চন্দ্রমল্লিকা ফুল। ফুলের নাম এমনিতেই আমার মনে থাকে না যদি নামটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সাদা এবং হলুদ রং দুটোই আমার কাছে ভীষণ ভালো লাগে আর এ ধরনের সাদা এবং হলুদের মিশ্রণের ফুলগুলো একটু অন্যরকম সুন্দর দেখায়।

1000074569.jpg

1000074571.jpg

1000074570.jpg

সাদা এবং লালের মিশ্রণে চমৎকার ডালিয়া ফুল এই ফুলটিতে সাদা রংটি ডোরাকাটা বর্ণের সৌন্দর্য এনে দিয়েছে। সত্যিই ভীষণ সুন্দর লেগেছে।

পরিশেষ

এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার তোলা ছবিগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

background-2029771_640.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Sort:  
 last month 

চন্দ্রমল্লিকা ফুল ও ডালিয়া ফুলের অসাধারণ সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে চমৎকার একটি ফটোগ্রাফির পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তোলা প্রত্যেকটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর দেখাচ্ছে। আর এরকম সুন্দর ফুলের মাঝে কিছুটা সময় কাটালে মনটা এমনিতেই সজীবতায় পরিপূর্ণ হয়ে ওঠে।

 last month 

ধন্যবাদ ভাই।
সত্যিই এতো চমৎকার ফুলের মাঝে সময় কাটাতে পারলে মন ভালো হয়ে যাবে।

 last month 

ফটোগ্রাফি দিবসে চমৎকার সব ফটোগ্রাফি উপহার দিয়েছেন। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ফুলকে সৌন্দর্যের প্রতীক বলা হয়। আপনার পোস্ট এর মাধ্যমে বেশ কিছু সুন্দর ডালিয়া ফুলের ফটোগ্রাফি দেখতে পেলাম। চন্দ্রমল্লিকা আমার পছন্দের একটি ফুল। চন্দ্রমল্লিকা ফুল গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।

 last month 

আপনার তোলা ফুলের আলোকচিত্র গুলো দেখে মুগ্ধ হলাম ভাই। প্রতি শুক্রবার আসলে আপনার ফটোগ্রাফির অপেক্ষায় থাকি। প্রতিটি ফটোগ্রাফি পরিষ্কার এবং স্বচ্ছ ছিল। বিশেষ করে গোলাপি কালারের চমৎকার ডালিয়া ফুল দেখে মুগ্ধ হলাম। তাছাড়া চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে, প্রতিটি ফটোগ্রাফির বর্ণনা খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last month 

খুবই সুন্দর সুন্দর ডালিয়া ফুলের ফটোগ্রাফি করেছেন। ডালিয়া ফুলগুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর সুন্দর ফুল আর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে।

 last month 

আপনার ফটোগ্রাফি গুলোর মাধ্যমে নতুন নতুন রঙের মিশ্রণের ফুল দেখলাম ভাই। প্রথমেই কি সুন্দর অদ্ভুত রঙের মিশেল এর ডালিয়া ফুলের ছবি শেয়ার করেছেন! মনে হচ্ছিলো আরেকটু ক্লোজ ভিউ দেখতে পারলে মন্দ হতো না বিষয় টা! প্রকৃতির কি অদ্ভুদ সৌন্দর্য 😍 আবার চন্দ্রমল্লিকা ফুলের অনেক রঙ ই দেখেছি, তবে এমন হলুদের সাথে হালকা মিশ্রণের কম্বিনেশন চন্দ্রমল্লিকা ফুলও আগে দেখি নি। আপনাকে ধন্যবাদ এমন দারুণ সুযোগ করে দেওয়ার জন্য ভাই!

 last month 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। সত্যিই ফুলের কালার গুলো অদ্ভুত সুন্দর। আমি নিজেও এই সৌন্দর্য্য প্রথম উপভোগ করলাম আর আপনাদের জন্য শেয়ার করলাম।

 last month 

ভাই আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আজকে আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফির মধ্যে চন্দ্রমল্লিকা সহ ডালিয়া ফুল মুগ্ধ করলো। এত সুন্দর কয়েকটি ফটোগ্রাফি আমাদের মাঝে খুব সুন্দরভাবে শেয়ার করে বর্ণনার সাথে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 last month 

আপনি বরাবরের মতই বেশ দারুণ ফটোগ্রাফি করেছেন। ডালিয়া ফুলটি দেখতে দেশের চমৎকার লাগতেছে আমার কাছে। গোলাপি ডালিয়া ফুলটি অনেক সুন্দর ছিল। সবথেকে ভীষণ ভালো লাগলো সাদা এবং হলুদের মিশ্রণে চন্দ্রমল্লিকা ফুল। আপনি বরাবরই বেশ দারুন ফটোগ্রাফি করে থাকেন ভাইয়া।

 last month 

ভাইয়া আপনার করা ফুলের ফটোগ্রাফি পোস্টটি দেখে খুবই ভালো লাগলো।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last month 

বিশেষ করে আপনি প্রতি সপ্তাহের শুক্রবারে ফটোগ্রাফি শেয়ার করেন। চেষ্টা করি আপনার ফটোগ্রাফি গুলো দেখার। কারণ আপনার ফটোগ্রাফি বলে কথা আলাদা সৌন্দর্য বহন করে। খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি মুগ্ধ করার মত ছিল। বিশেষ কোনো ফুলকে নয় প্রতিটি ফুল আমার কাছে প্রশংসনীয় মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 last month 

অনেক ধন্যবাদ আপু বরাবরের মতো আমার পোস্টটি দেখে চমৎকার মন্তব্য করার জন্য।
দোয়া রইল আপু।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.030
BTC 56523.53
ETH 2982.54
USDT 1.00
SBD 2.15