আমার তোলা আলোকচিত্র:) বারান্দা বাগান। || My nature photography.
বারান্দা বাগান |
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আশাকরি সবাই ভালো আছেন, আমি মোটামুটি রয়েছি। তবে মনটা বেশ খারাপ গত সপ্তাহে বাসা পরিবর্তনসহ অফিসের ঝামেলায় তেমন এনগেজমেন্ট করতে পারিনি তাই সুপার একটিভ লিষ্ট থেকে বাদ পরেছি। যাইহোক কিছু বলার নেই, এই বিষয়ে তবে ভালো লাগার জায়গা থেকে আসলে ব্লগিং করি।
আজকে আবারো ফটোগ্রাফী পোস্ট করার সিদ্ধান্ত নিলাম কারন শুক্রবার দিনটি ফটোগ্রাফী করে থাকি আমি। এ সাপ্তাহে আমার বাগানের তোলা কিছু ছবি নিয়ে পোস্ট সাজিয়েছি। চলুন দেখে নেয়া যাক ছবিগুলো।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এটা আমার বাগানে থাকা ক্যাকটাস। এর নাম আমি জানি না, তবে ভীষণ ভালো লাগে দেখতে এটাকে। পুরো শরীরে কাঁটা ভর্তি তাই খুব সাবধানে বারান্দার এক পাশে রাখতে হয়। আমার ছেলে ইয়ান ভীষণ ছুটোছুটি করে বারান্দায়, তবুও এটাকে রেখেছি কারন দেখতে সুন্দর লাগে এটা।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
মরিচের ফুলের খুব কাছ থেকে তোলা ছবি। ছবিগুলো ম্যাক্রোলেন্স দিয়ে তোলা। আপনি যদি কোন জিনিসের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করেন তাহলে সত্যিই সৌন্দর্য খুঁজে পাবেন।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই গাছের নাম জানিনা, তবে পানির ফোঁটা পরার পর বেশ চমৎকার দেখাচ্ছিল। তাই আর দেরি না করে খুব কাছ থেকে ছবিগুলো তোলার চেষ্টা করেছি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
তুলশি গাছ, এটা আমার বাগানের শোভা বর্ধনের পাশাপাশি বিভিন্ন রোগের উপশম করতে ব্যাবহার করি। বিশেষ করে সর্দি কাশি হলে এটা অব্যর্থ ওষুধ। আর ফুলগুলো ভীষণ সুন্দর দেখায়।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
এই ফুল গাছগুলো কিনেছিলাম বেশ কিছুদিন আগে, এখন কেমন যেন মরতে বসেছে। তবুও সময় পেলেই যত্ন করার চেষ্টা করি, জানিনা কতদিন গাছগুলো বাঁচবে তবে আমি চেষ্টা করি যত্ন করার।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আপনার বাগানের ক্যাকটাসের ছবিটি ভীষণ ভালো লাগলো। মরিচের ফুলের মাঝে পিঁপড়ার ছবিটি জাস্ট অসাধারন লাগতেছে। আপনি সব সময়ই চমৎকার চমৎকার ফটোগ্রাফি নিয়ে ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে থাকেন। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আমি বিশ্বাস করি যে আপনি আবার ও সুপার অ্যাক্টিভ লিস্টে ফিরে আসবেন।আপনি পরিস্থিতির শিকার হয়েছেন ভাইয়া। বাসা পরিবর্তন আবার অনেকে ঝামেলা সব মিলিয়ে। ইনশাআল্লাহ আপনার জন্য অনেক দোয়া রইল যেন সুদিন আবার ফিরে আসে । আপনি আজকে আমাদের মাঝে ফটোগ্রাফি পোস্ট করেছেন। যা ভীষণ ভালো লাগলো। মরিচের ফুলটি এত সাধারন কিন্তু আপনি একটা অসম্ভব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে তুলে ধরলেন।আপনার ক্লিক টি অসাধারণ ছিল। জ্বি ভাইয়া কোন জিনিসের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করলে অনেক সৌন্দর্য খুঁজে পাওয়া যায়। যাই হোক সময় পেলেই আপনি গাছেত যত্ন করার চেষ্টা করেন। খুব সুন্দর ভাবে সাজিয়েছেন পোস্টটি। শুভেচ্ছা রইল আপনার জন্য।
বারান্দার বাগান থেকে দেখছি বেশ সুন্দর সুন্দর গাছের দৃশ্য আজকে আপনি আমাদের মাঝে ফটোগ্রাফি করে দেখানোর চেষ্টা করেছেন ভাইজান। আসলে এই জাতীয় গাছগুলো আমার অচেনা, তবে আপনার পোষ্টের মধ্যে থেকে দেখে বেশ ভালো লেগেছে আমার।
বাসা পরিবর্তন করা আসলেই অনেক বড় ঝামেলার কাজ। যাইহোক আশাকএই সপ্তাহে আপনি আপনার পারফরম্যান্স এর মাধ্যমে পূণরায় চলে আসবেন সুপার একটিভ লিস্টে। আপনার ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার ছিল ভাই। ক্যাকটাস টা বেশ দারুণ। বাড়িতে একটা তুলসি গাছ থাকা মোটামুটি দরকার। সবমিলিয়ে দারুণ ছিল ভাই।।
ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আবারো চেষ্টা করবো সুপার এক্টিভ লিষ্টে থাকার চেষ্টা করবো।
ধন্যবাদ তোমাকে সুন্দর মন্তব্যের জন্য।
আমরা প্রায়ই না চাইতেও অনেক সমস্যার সম্মুখিন হই। ফলে নিজের কাজ ঠিকভাবে করা সম্ভব হয় না। বাসা পরিবর্তনের জন্য ঠিকভাবে কাজ করতে না পারায় সুপার এক্টিভ লিস্টে থাকতে পারেননি। সেটা কোন বিষয় না। আমরা সবাই ব্লগিং করি ভালো লাগে বলে। তা যাই হোক আশাকরি আবার ফিরে আসবেন সুপার এক্টিভ লিস্টে। বরাবরের মতো সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন।ম্যাক্রোলেন্স ব্যবহার করে ফটোগ্রাফি করায় মরিচ ফুলের সৌন্দর্য ফুটে উঠেছে। ধন্যবাদ ফটোগ্রাফিগুলো শেয়ার করার জন্য।
আশা করছি আপনার কাজের মাধ্যমে সামনে সপ্তাহ থেকে সুপার অ্যাক্টিভ লিস্টে আসতে পারবেন । যাই হোক আপনি আজকে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন ভাইয়া । বিশেষ করে ক্যাকটাস ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে ভালোই লেগেছে । বৃত্তাকার সেপের মতো ক্যাকটাস গাছটি ।
আপনার বারান্দা বাগান থেকে বেশকিছু ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। ভীষণ ভালো লাগলো দেখে। আপনার ফটোগ্রাফি সব সময় আলাদা রকমের হয়।আপনি খুব কাছ থেকে মরিচ ফুলের ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া। দারুন লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতি শুক্রবার আসলে অপেক্ষায় থাকি আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো দেখার। কারণ আপনার ফটোগ্রাফি গুলোর মধ্যে ভিন্নতা খুঁজে পাই। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। বারান্দার বাগান থেকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। প্রতিটি ফটোগ্রাফি প্রশংসনীয় ছিল। অনেক ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।