কল্প কবিতা: আমি আর অনন্যা। || Dreamy poetry by me.

in আমার বাংলা ব্লগ5 months ago
কল্প কবিতা: আমি আর অনন্যা


ছবিটি আনস্প্লেস থেকে নিয়ে কেনভা দিয়ে তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

অনন্যাকে নিয়ে সুখের সংসার। তার রুপের আগুনে পুড়ে ভালোবাসা খাঁটি হয়েছে সৌমিকের। বিকেলগুলো ভীষণ মনোমুগ্ধকর আর প্রানোছ্বল। ছোট্ট টোনা টুনির মতো সারাক্ষণ ওরা মেতে ওঠে মিষ্টি খুনসুটিতে। ভালোই চলছিল নিঃসন্তান দম্পতির, মাঝে মাঝেই অনন্যার মন খারাপ হয় এটা ভেবে তাদের কোন সন্তান নেই। কিন্তু সৌমিক তাকে বুকে আগলে নিয়ে সান্তনা দেয়।

হঠাৎ একদিন অনন্যা জ্ঞান হারিয়ে মাটিতে পরে যায়। সাথে সাথেই সৌমিক তাকে উন্নত চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি করে আর পরীক্ষা করে জানতে পারে তার প্রিয়তমার শরীরে মরণ ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। চিকিৎসক মোটেও আশার বাণী শোনালেন না, ধীরে ধীরে অনন্যা নিস্তেজ হতে থাকে।

আজ অনন্যা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। না সৌমিক কাঁদছে না, একদমই চুপচাপ হয়ে গেছে। মনে হচ্ছে যেন সে নিজেও একটা জীবন্ত লাশ হয়ে গেছে।

"আমি আর অনন্যা"

স্নিগ্ধ বিকেলে অনন্যার ভেজা চুলে
চারিপাশ ছেঁয়েছে প্রশান্তির ভালোলাগায়
বাতাসে ছড়িয়েছে মিষ্টি সুবাস
না এতো কোন ফুলের সুবাস নয়!

মিষ্টি দেখতে প্রিয়তমা অনন্যা
রুপের আগুনে পুড়ে আমার এই দশা
না না, সেও ঠকায়নি আমায়,
পেয়েছি ভালোবাসা যোজন যোজন।

দম্পতি মোরা সন্তান হারা
মানিকজোড় নেই, তাইতো কপাল পোড়া
তাতে কি দুজনেই দুজনার সহায়
গড়েছি মনপ্রাসাদ ভবের দুনিয়ায়।

মুক্ত বিহঙ্গ যেথায় মেলেছে ডানা
দুজনার ভালোবাসা যেন সীমানা ছাড়া,
সুখের মাঝে হঠাৎ দুঃখের হানা
ক্যান্সার বেঁধেছে বুকে দানা।

অনন্যা আজ ভিষম শয্যাসায়ী
রুপ হারিয়েছে, শরীর ভীষণ ভারি
তার নাকি হায়াত খুব সীমিত
সুখের আলো হয়েছে বড্ড ক্ষীন।

চলে গেছে অন্যন্যা আজ পরপারে
হারিয়েছি আমি কষ্টের নীল আঁধারে
কেড়ে নিল মাটি আমার সুখের ঘর
খুঁজবে না ভালোবাসা আর হৃদয় প্রহর।

❤️‍🔥 পরিশেষ ❤️‍🔥

নিজের মতো গুছিয়ে লিখার চেষ্টা করলাম, আশাকরি পুরোট পড়ে মন্তব্য করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।




Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

আপনি সবসময় দারুন কবিতা লিখেন। আপনার লেখা আমি আর অনন্যা শিরোনামের কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। কবিতার প্রতিটি লাইন দুর্দান্ত ছিলো। সবমিলিয়ে অসাধারণ একটি কবিতা আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 months ago 

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের জন্য।
চেষ্টা করে যাচ্ছি প্রতি সপ্তাহে একটি করে কবিতা উপহার দেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ভালোবাসার পূর্ণতা পাওয়া জীবনের অনেক বড় একটি পাওয়া। আসলে জীবনে এই ভালোবাসার পূর্ণতা পাওয়ার মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা বাধা হয়ে দাঁড়ায়। যেমনটা আপনার কবিতার মধ্যে অনন্যা এবং সৌমিকের ভালোবাসার জীবনের মধ্যে ক্যান্সার ব্যাধি হিসেবে সমস্যার সৃষ্টি করেছে। যেখানে কিছুই করার নেই। কবিতাটিতে সেই অনুভূতি প্রকাশ করেছেন খুবই ভালো লাগলো কবিতাটি পড়ে।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আমি আর অনন্যা চমৎকার একটি কবিতা উপহার দেওয়ার। এধরনের ভালোবাসার কবিতা গুলো পড়লে ভীষণ ভালো লাগে। যদিও প্রথমের দিকে কবিতার পটভূমি পড়ে ভীষণ ভালো লাগতেছিলো। তবে শেষের দিকে এসে একটু খারাপ লাগলো। প্রিয় মানুষ গুলো চলে যাওয়াতে কেউ সয্য করতে পারে না। শুভ কামনা রইল আপনার জন্য ভালো থাকবেন।

 5 months ago 

প্রত্যেকটা মানুষ তার ভালোবাসার মানুষের সাথে চলতে চাই। এই চলার পথে যদি প্রিয় মানুষটা হারিয়ে যায় তাহলে সত্যিই মানুষকে স্তদ্ধ হয়ে যায়। অনন্যা হঠাৎ করে পৃথিবী ত্যাগ করায় সৌমিক পাথর হয়ে গেছে। ভালোবাসার মানুষ হঠাৎ করে মারা গেলে এমনি হয়। ভাই আপনার এই কল্প কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। এত সুন্দর একটি কল্প কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 5 months ago 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।
আসলেই প্রিয় মানুষটি হারিয়ে গেলে ভীষণ কষ্ট হয়, আর সেই অনুভূতি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।

Posted using SteemPro Mobile

 5 months ago 

আসলে দাদা একটা কথা হলো একটা নারীর জীবনে প্রধান সুখ হলো মা হওয়ার স্বপ্ন ৷ কিন্তু সেটা যদি চিরতরে নিভে যায় তাহলে সে জীবন নয় ৷ যা হোক তবুও সৌমিক তাকে মন প্রান জুরে ভালোবাসে ৷ আসলে ভালোবাসা এটাই কিন্তু তবুও তাদের ভালোবাসা টিকলো মরন ব্যাধির কারনে ৷ কবিতাটি অনেক সুন্দর লিখেছেন ৷ অসাধারণ ছিল ভাই ধন্যবাদ

 5 months ago 

এরকম একটা পটভূমিকে কেন্দ্র করে আপনি কবিতা লিখেছেন দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। কবিতার পটভূমিতা সত্যি খুব সুন্দর ছিল। তবে প্রিয়তমা মারা যাওয়ার বিষয়টা অনেক কষ্ট করছিল। আমি আর অনন্যা কবিতা টা অনেক সুন্দর করে লিখেছেন আপনি ছন্দ মিলিয়ে। আপনার লেখা সম্পূর্ণ কবিতাটা পড়তে আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। আপনার কবিতাটা আমি একবার পড়ার পর বারবার পড়তে ইচ্ছে করতেছে।

 5 months ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখেছেন ভাইয়া। কবিতার নামটা যেমন চমৎকার কবিতাটিও খুবই চমৎকার হয়েছে। কবিতাটি পরে প্রথমদিকে সত্যি খুব ভালো লেগেছে তবে শেষের দিকে যখন ভালোবাসার মানুষটি হারিয়ে গেল সেই লেখাটি পড়ে সত্যি খুব খারাপ লাগলো। তবে সব মিলিয়ে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.14
JST 0.029
BTC 57382.38
ETH 3075.07
USDT 1.00
SBD 2.39