আমার ভিডিওগ্রাফি:) রঙিন পোকা 🐞। || Beauty of Small insect.
|
---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার চোখে যা ভালো লাগে তা সবসময়ই চেষ্টা করি সুন্দর উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। বুধবার দিনটি আমি ভিডিওগ্রাফি দিবস হিসেবে পালন করি এবং একটি করে ভিডিও প্রকাশ করার চেষ্টা করি। আমি যেখানেই যাই চেষ্টা করি নতুন কিছু খোঁজার। সত্যি বলতে মাঝে মাঝেই এমন কিছু জিনিস দেখতে পাই যা সত্যি ভীষণ ভালো লাগে। আর আমার সেই ভালো লাগাটাকেই মোবাইলের ক্যামেরায় ধারণ করার চেষ্টা করি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
আজকে আমি চমৎকার একটি রঙিন পোকার ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি। এ ধরনের পোকা আমি আগেও দেখেছি। বিশেষ করে এর গায়ের রং আমাকে মুগ্ধ করেছে। সবুজ পাতার মাঝে এ ধরনের চমৎকার পোকা দেখতে পেলে সত্যিই ভীষণ ভালো লাগে। আমি যখন পোকাটির ভিডিওগ্রাফি করার চেষ্টা করছিলাম তখন সে খুব বেশি নড়াচড়া করছিল না। আমি চেষ্টা করছিলাম হাত দিয়ে তাকে একটা নড়াচড়া করানোর জন্য যাতে তার চমৎকার কিছু মুভমেন্ট আমি করতে পারি।
ছবির অবস্থান :- ভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ।
যাই হোক অনেক চেষ্টা করার পরও পোকার খুব বেশি মুভমেন্ট আমি খেয়াল করতে পারিনি। যাই হোক আমি যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি ভীষণ সুন্দর এবং মনমুগ্ধকর। আমার ভিডিওটি দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন পোকাটি সত্যি ভীষণ সুন্দর দেখতে। যাইহোক আমি ভিডিওটি নিচে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওগ্রাফি।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আমার ভিডিওগ্রাফিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।
রঙিন পোকাটি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। এই পোকাটিকে জুয়েল বিটল বলা হয়ে থাকে। মানুষের নামে পোকার নাম বাহ্ দারুন। সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি ভীষণ সুন্দর এবং মনমুগ্ধকর একদমই ঠিক বলেছেন। মাঝে মধ্যে এধরনের চমৎকার পোকা গুলো দেখতে ভীষণ ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফি গুলো সব সময়ই ভালো লাগে। শত ব্যাস্ততার মাঝে ও সুন্দর পোস্ট গুলো উপহার দেওয়ার চেষ্টা করেন এটা আমার কাছে বেশি ভালো লাগে। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা সব সময়ই রয়েছে।
অনেক সুন্দর একটা রঙিন পোকার ভিডিওগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের কথাগুলো সাধারণত এখন আর দেখতে পাওয়া যায় না। অবশেষে আপনার ভিডিওগ্রাফিতে এটা দেখতে পেরে খুবই ভালো লাগলো।
আপনি ঠিক বলছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সত্যি ভীষণ সুন্দর এবং মনমুগ্ধকর। আপনি শত ব্যস্ততার মাঝেও যেখানেই যান চেষ্টা করেন নতুন কিছু খোঁজার। তার জন্য আপনি রঙিন পোকার খুবই সুন্দর ভিডিওগ্রাফি করেছেন। সবুজ পাতার মাঝে এ ধরনের চমৎকার পোকা দেখতে সত্যিই ভীষণ ভালো লাগে। দারুণ একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন খুব সুন্দর একটি রঙিন পোকার ভিডিওগ্রাফি। আপনার পোষ্টের মাধ্যমে এই রঙিন পোকার ভিডিওটি দেখতে খুবই ভালো লাগলো। আর আপনি খুব সুন্দর করে এই পোকাটি কে ভিডিওর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।
এই পোকাটি আমার কাছে বেশ পরিচিত মনে হচ্ছে ্গ্রাম অঞ্চলে প্রায়ই দেখা যায় এই পোকাটি। তবে নাম জানিনা😃। এই পোকার মত আরও কয়েকটি পোকা দেখা যায় একসাথে। যাইহোক রঙিন প্রকার ভিডিওগ্রাফিটা দেখে বেশ ভালো লেগেছে। চমৎকার ভাবে আপনি ভিডিও করেছেন ধন্যবাদ শেয়ার করার জন্য।
ছোট বেলায় এ ধরনের পোকা অনেক দেখেছি। তবে এখন তেমনভাবে আর দেখা যায় না। বিভিন্ন রং এর হয় এই পোকাগুলো। দেখতে বেশ সুন্দর। আপনি বেশ দক্ষতার সাথে পোকাটির ভিডিওগ্রাফি করেছেন ।বেশ ভালো লাগলো ভিডিওগ্রাফিটি। অনেক ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
এই পোকা গুলো আমি বেশ পছন্দ করি।
এই পোকাগুলো আমাদের এলাকায় আগে নজরে পড়ত। কিন্তু এখন সেরকম খেয়াল করে দেখা হয় না এইজন্যই হয়তো আর চোখে পড়ে না। কথাটা ঠিক বলেছেন এই পোকাটা খুব একটা নড়াচড়া করে না। বেশ সুন্দর করেছেন ভিডিওগ্রাফি টা ভাই। খুবই সুন্দর ছিল। ধন্যবাদ আভিধানিক সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।