টাকার ডালা || উপহার দেয়ার ভিন্ন আয়োজন।
উপহার দেয়ার ভিন্ন আয়োজন |
---|
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
শুভ বিকেল #amarbanglablog পরিবার 🤗 সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। সবাই নিশ্চয়ই জানেন ছোট ভাইয়ের বিয়ে নিয়ে বেশ ব্যাস্ততা চলছে। আজকেও সকাল থেকেই বিভিন্ন কাজে দৌড়ঝাঁপ চলছে। আমার সকালের কাজ ছিল সুন্দর একটি টাকার ডালা তৈরি করে আনা। এটা দেয়া হবে বরকে যখন গেটে আটকানো হবে টাকা দেয়ার জন্য তখন। মূলত পরিকল্পনাটা আমার, চিন্তা করলাম এভাবে দিলে ব্যাপারটা ভিন্নধর্মী হবে এবং দেখতেও সুন্দর লাগবে।
আমার পরিকল্পনা হলো ফুলের দোকানে গিয়ে তাদের সাথে কথা বলে কাজটা সুন্দর করে বুঝিয়ে দেয়া। আমাদের ময়মনসিংহ শহরে ভালো ফুলের দোকান একমাত্র গাঙ্গিনাপাড়ে, তাই রিকশা নিয়ে চলে গেলাম।
প্রথমেই এক দোকানে কথা বললাম সে কাজটির কথা শুনেই চমকে যায়। আমি তাকে আশ্বস্ত করলাম আমি সহযোগিতা করবো কিন্তু তারপরও সে রাজি হলো না। এরপর সবথেকে বড় যে ফুলের দোকান রয়েছে সেখানে গিয়ে তাদের সাথে কথা বললাম। প্রথমেই রাজি না হলেও, যখন আমি সহযোগিতা করবো বললাম তখন সে সাহস পেয়েছে। তবে কাজের জন্য বেশ চড়া মুজুরি চেয়ে বসলো। যাইহোক আমার কাজ শুরু হয়েছে, চলুন দেখি কিভাবে তৈরি হলো এটি।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
প্রথমেই আমার পছন্দের একটি ডালা নিলাম। এরপর নতুন টাকার নোটগুলো তাকে দিলাম। এবার সে কাজ শুরু করলো তার এক সহকর্মীকে নিয়ে, কিন্তু সহকর্মীর কাজ আমার পছন্দ হলোনা। এরপর আমি নিজেই লোকটিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিলাম। প্রথমেই আমরা টাকার নোটগুলো গোল করে নিলাম এবং টেপ দিয়ে আটকিয়ে নিলাম।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
এবার একটি ককশিট গোল করে কাটা হলো এবং গ্লু গান দিয়ে আটকিয়ে নেয়া হলো। এরপর পিন দিয়ে গোল ককশিটের উপর টাকা আটকানো হলো। একটি থাক শেষ করার পর মাঝ বরাবর আবারো ককশিট দিয়ে আরো একটি থাক তৈরি হলো।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
এরপর আবারো টাকা লাগানো শুরু হয়েছে। টাকা লাগানো হলে এরপর রঙিন ফিতা দিয়ে লাগিয়ে দেয়া হলো। সাদা ককশিটের পাশে রঙিন রিবন দেয়া হয়েছে। এরপর একটি ফুল তৈরি করে উপরে লাগানো হলো।
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
সবশেষে উপরের দিকে স্বচ্ছ কাগজ দিয়ে মুড়িয়ে দেয়া হলো। হলুদ রঙের ফুল ধার ঘেঁষে লাগানো হয়েছে এবং সবশেষে উপরের দিকে আরো একটি চমৎকার ফুল তৈরি করে লাগানো হয়েছে। অবশেষে দুই ঘণ্টা পরিশ্রমে আমাদের কাজটি সমাপ্ত হয়েছে। কেমন লাগলো আমাদের টাকার ডালা 😊
ছবির অবস্থান :- ময়মনসিংহ সদর, বাংলাদেশ।
অবশেষে আমি উপহার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম, বিশ্বাস করুন নতুন ধরনের উপহার দেখে সবাই আমার দিকে তাকিয়ে ছিল 😄 আমি তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

https://twitter.com/emranhasan1989/status/1654078104003031040?t=nRi6L4_JUD3m7zo5D4qqQw&s=19
সত্যি আপনার আজকের পোস্ট দেখে চমকে গেলাম। আগে এভাবে কখনো টাকার ডালা আয়োজন দেখিনি। আপনার ইউনিক আইডিয়ার প্রশংসা করতে হয়। আশাকরি আপনার ভিন্ন ধর্মী আয়োজন সবাই ভীষণ পছন্দ করবে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ লিমন।
সবাই বেশ অবাক হয়ে গেছে উপহারটি দেখে।
টাকা দিয়ে খুব সুন্দর একটি টাকার ডালা তৈরি করেছেন। দেখতে খুবই সুন্দর লাগছে এবং ইউনিক হয়েছে। টাকা দিয়ে এভাবে ডালা তৈরি করতে আমি কখনো দেখিনি। আশা করি যাদেরকে এই উপহার দেওয়া হবে তারা নিশ্চয়ই অনেক খুশি হবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি টাকার ডালা তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য শুভকামনা রইল আপনার জন্য।
অনেক ধন্যবাদ আপু।
চেষ্টা করেছি ইউনিক একটি উপহার তৈরি করতে। সবাই বেশ পছন্দ করেছে এটি।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ভাই অবাক হওয়ার কথাই এমন উপহার কেউ দেখেছে কি না সন্দেহ আছে ৷ তবে আপনার আইডিয়া সত্যি অসাধারণ ৷ টাকার ডালা দেখতে ও বেশ লাগছে ৷ দুইশো ২০০ আর ১০০একশো আর ৫০ টাকা দিয়ে এমন সুন্দর একটি ডালা বানিয়েছেন ৷ অসংখ্য ধন্যবাদ ভাই
সত্যিই সবাই বেশ অবাক হয়ে গেছে ভাই।
আমি তাড়াতাড়ি গাড়ি নিয়ে বাসায় চলে এসেছি।
বাহ!! ভাই কি আইডিয়া আপনার, আপনার এই ইউনিক আইডিয়া দেখেতো আমার কাছে খুবই ভালো লাগছে। উপহার দেয়ার জন্য এরকম ভিন্ন চিন্তা-ভাবনা আমি আগে কখনো দেখিনি। তাই আপনার এই টাকার ডালা দেখে, আমিও পরবর্তী সময়ে বিয়ে বাড়িতে গেলে এরকম টাকার ডালা উপহার দেবার চেষ্টা করব ভাবছি। দারুন একটি উপহার দেয়ার টিপস শিখিয়ে দিলেন ভাই, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
টাকা তো দিতেই হবে, তাই একটু ভিন্নভাবে কেন নয় 😊
সবাই হা হয়ে শুধুই তাকিয়ে থাকবে। 😄
ভাইয়া আপনার আইডিয়া দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। ছোট ভাইয়ের বিয়েতে আপনার চমৎকার আইডিয়া করেছেন। বিয়েতে গেটে যখন যাওয়া হয় তখন ফুলের মালা দিয়ে গেটে সালামি নেওয়া হয়। আর গেট সালামি আপনের ভিন্ন রকম ভাবে আয়োজন করেছেন। তবে এর উপর চিন্তাভাবনা মনে হয় কারো মাথা আসবেও না। ফুলের দোকানদার গুলো রেডি করার জন্য রাজি হচ্ছে না আপনার হেল্প করবেন বিদায় হয়তো বা তারা রাজি হয়েছে।আপনাকেই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই খুব চমৎকার একটি চিন্তাভাবনা করে টাকার ডালা আয়োজন করার জন্য।
গাঙ্গিনার পাড়ে যে এরকম একজনকে খুঁজে পেয়েছেন এটাই অবাক লাগছে আমার কাছে। বিভাগীয় শহর হলেও ময়মনসিংহ ভীষণ ছোট এবং গিঞ্জি লাগে আমার কাছে। তবে ভাই আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না 👌👌🙏। আমি প্রথমে ভেবেছিলাম কাগজ দিয়ে প্রিন্ট করে হয়তো টাকাগুলো বানিয়েছেন। পরে তো দেখছি সব একদম সত্যিকারের নোট। যা চমৎকার আয়োজন হয়েছে তাতে করে সবাই যে তাকিয়ে থাকবে এটাই স্বাভাবিক 😊