জীবন যেখানে যেমন :( "আসুন মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি 🙏

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

" :( জীবন যেখানে যেমন :( "
" আসুন মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি 🙏"

IMG20220430061443_01~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- টংগী স্টেশন, ঢাকা

এটি টংগী স্টেশনের ছবি এবং ছবিটি তুলেছিলাম সকাল ছয়টার সময়। দেখলাম বেশ কিছু ছিন্নমূল মানুষ সেখানে ঘুমিয়ে আছে ময়লা আর অপরিষ্কার জায়গায়। তার ঠিক পাশেই রয়েছে ময়লার ডাস্টবিন। আমি যখন পাশ দিয়ে হেটে যাচ্ছিলাম তখন আমার নাকে ময়লার গন্ধ পেলাম। যেখানে আমি ময়লার গন্ধে হেটে যেতে পারছিনা সেখানে এই লোকগুলো দিব্যি ঘুমিয়ে আছে। কিভাবে সম্ভব নিজেকে নিজে প্রশ্ন করলাম। আসলে জীবন যেখানে যেমন, চরম বাস্তবতা আর বিপর্যয়ের শিকার এই ছিন্নমূল মানুষগুলো। তাদের না আছে থাকার জায়গা আর না আছে ভালো খাবার খাওয়ার অবস্থা। বাংলাদেশের প্রতিটি স্টেশনে এরকম ছবি অহরহ দেখা যায়। আর দিনকে দিন এই পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যাচ্ছে। এগুলো দেখার কেউ নেই কিংবা কেউ শোনার নেই তাদের কষ্টগুলো কোথায় আর কেনইবা এভাবে দিনযাপন করছে।

IMG20220430061352_01~2.jpgIMG20220430061337_01~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- টংগী স্টেশন, ঢাকা

পরিস্থিতি দিন দিন নিন্মবিত্ত মানুষের হাতের নাগালে চলে যাচ্ছে 😕 গ্রামের মানুষেরা গ্রামে আর টিকে থাকতে পারছেনা। জীবন জীবিকার তাগিদে ছুটে আসছে শহরের দিকে। প্রথমেই তাদের ঠাঁই হয় কোন রেল স্টেশনে কিংবা বস্তিতে, আর দিন যায় অনাহারে বা অর্ধাহারে। এভাবেই কিছুদিন থাকার পর কেউ হয়তো হয়ে ওঠে রিকশা ওয়ালা অথবা দিনমজুর। আবার কেউ কেউ বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে পড়ে অভাব সহ্য করতে না পেরে।

IMG20220430061332_01~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- টংগী স্টেশন, ঢাকা

এখানে একটা ব্যাপার হলো মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতিতে তাদের পরতে হয় যা কখনো কাম্য নয়। মাঝে মাঝে কিছু মানুষ তাদের এই ঘুমানোর জায়গাটুকু কেড়ে নিতে চায় আর চাঁদা দাবি করে আর মাঝে মাঝে তাদের জেল ও খাটতে হয়। এই সীমাহীন কষ্ট সহ্য করার পর যখন তারা রিকশা ওয়ালা হয়ে ওঠে তখনও কি ভালো দিন আসে ? না সেটা কখনোই হয়না। সীমাহীন দ্রব্য মূল্যের বাজারে প্রতিনিয়ত কোনঠাসা হয়ে পরে এই নিম্ন আয়ের মানুষগুলো, আর দুবেলা দুমুঠো খাবার যোগাতে হিমশিম খেতে হয় প্রতিনিয়ত।

IMG20220430061558_01~2.jpg

ছবি তোলার যন্ত্র:- রিয়েলমি সি-২৫
ছবির অবস্থান :- টংগী স্টেশন, ঢাকা

পৃথিবীতে যেকোন সৎ কাজ সম্মানের। কিন্তু আপনি একজন রিকশাচালকে কোন দৃষ্টিতে দেখেন ? ছোট্ট একটা গল্প বলি কয়েকদিন আগের কথা এক বয়স্ক রিকশা চালক তার যাত্রীর কাছে পাঁচটা টাকা বেশি চেয়েছিল বলে এক যুবক বৃদ্ধ মানুষটির গালে চড় বসিয়ে দিয়েছে 😕 বৃদ্ধ মানুষটির চোখের জল গড়িয়ে পড়ছিল। তবে আশেপাশের মানুষজন কিন্তু তাকে ছেড়ে দেয়নি বেশ গালমন্দ করলো। তবে বড়লোকের ছেলে বলে রক্ষা পেয়েছিল মারের হাত থেকে। কিন্তু একটা জিনিস চিন্তা করুন ঐ চড়টা কিন্তু শুধুমাত্র বয়স্ক মানুষটার গাঁয়ে মারেনি , সে মেরেছে মানবতার গালে। মানুষের মধ্যে এখন আর মানবতা বোধ নেই। শুধু নিজেকে নিয়েই সে ভাবতে ব্যাস্ত। এভাবে চলতে থাকলে আসলে মানবতা বা মনুষ্যত্ব নামক শব্দটা বিলীন হয়ে যাবে একসময়।

হয়তো দিনশেষে ঐ রিকশা চালক কিংবা স্টেশনের মানুষগুলো কোন না কোন ভাবে তাদের দিন পার করে নিবেই কিন্তু আমরা আমাদের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছি। যদি কোন গরিব মানুষকে সহযোগিতা নাও করতে পারি অন্তত সহানুভূতিশীল চোখে তাদের দিকে তাকানো উচিত। আর যদি সম্ভব হয় সহযোগিতা করলে উপর ওয়ালা আপনার প্রতি সন্তুষ্টির দৃষ্টিতে তাকাবেন, আপনার রিজিক বাড়িয়ে দেবেন। তাই আসুন দিনশেষে নিজের মানবিক গুণাবলী ধরে রাখার চেষ্টা করি।

"আসুন মানুষ হয়ে বাঁচার চেষ্টা করি 🙏"

Sort:  
 2 years ago 

আসলে ভাই দিন দিন আমাদের জীবনযাত্রার মান অনেক নিম্নমুখী হয়ে যাচ্ছে। সবকিছু যেন আমাদের এখন ক্রয়ক্ষমতার বাইরে। এখনো আমাদের দেশে অনেক লোক দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। তা না হলে স্টেশনে বা ফুটপাতে ছিন্নমূল লোক খোলা আকাশের নিচে কেন থাকবে। নিম্নবিত্তদের কথা কি বলছি ভাই আর কয়েকদিন পর আমাদের পকেটেই হয়তো পয়সা থাকবে না কিছু কেনার। আমরা যেন দিন দিন মনুষত্ব হারিয়ে ফেলছি। আসলে সেই ছেলেকে ধরে পিটুনি দেয়া উচিত ছিল।

 2 years ago 

মানুষ দিন দিন মনুষ্যত্ব হারাতে বসেছে। আসলে আমি জীবনের বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে আজ এখানে, কিন্তু দিনশেষে মানুষ খুঁজে পাইনা 😕
তবুও চোখের সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারিনা।
আর ভাই সত্যিই সবকিছু ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কিন্তু আমরা কিছু করতে পারছিনা 😕

 2 years ago 

পুরনো একটি গানের কথা মনে পড়ে যাচ্ছে :

এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই
মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই

 2 years ago 

এভাবে চলতে থাকলে আসলে মানবতা বা মনুষ্যত্ব নামক শব্দটা বিলীন হয়ে যাবে একসময়।

চমৎকার একটি বাস্তবতা নিয়ে পোস্ট করেছেন। দিনের পর দিন এমন হতে থাকলে আরো পরিস্থিতি খারাপ হবে। আপনার পোস্ট ভিজিট করে সব সময়ই কোন না বিষয় শিখতে পারি। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন সুস্থ থাকুন।

 2 years ago 

ধন্যবাদ লিমন।
বাস্তবতা নিয়ে লিখার চেষ্টা করেছি।
মূল বিষয়বস্তু উপলব্ধি করার চেষ্টা করতে হবে।
শেখার অনেক কিছু আছে।।।

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 2 years ago 

ভাইয়া আপনার লেখাগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। আমাদের সকলের উচিত মানুষ হয়ে আমাদের মনুষ্যত্ব বোধকে সদা জাগ্রত রাখা। আমাদের দেশের সকল গরিব মানুষের দিকে সকল বিত্তবানদের উচিত সহানুভূতির চোখে দেখা এবং তাদের সহযোগিতা করা। দারুন একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ ভাই।
আমার লিখা গুলো আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
আসলে দিনশেষে মানুষ খুঁজে পাওয়া কঠিন, তাই চেষ্টা করি সময় এগুলো নিয়ে আলোচনা করতে। কারন উপর ওয়ালা কাকে কখন কোন অবস্থায় রাখবেন সেটা তিনিই ঠিক করেন। তাই আজকের ভালো অবস্থানের দম্ভ দেখানো ঠিক নয়। সর্বোপরি মানুষ হয়ে বাঁচতে হবে আমাদের 🙏

 2 years ago 

খুব ভালো একটি বিষয় তুলে ধরেছেন দাদা। ভালো লাগলো আপনার চিন্তাভাবনা পড়ে । ভালো কথা বলেছেন সকল মানুষেরই এমনই মনোভাব রাখা উচিত।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
এখন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62102.06
ETH 2415.08
USDT 1.00
SBD 2.49