অরিগ্যামী:) লেডিবাগ পোকা 🐞

in আমার বাংলা ব্লগlast month
অরিগ্যামী:) লেডিবাগ পোকা 🐞

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি

শুভরাত্রি আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। আমার হাতে যে জিনিসটা সবথেকে কম তা হচ্ছে সময়। আমি নিজেকে দেয়ার মতই কোন সময় পাচ্ছি না। তারপরও সর্বোচ্চ চেষ্টা করে পোস্ট এবং এনগেজমেন্ট করার চেষ্টা করে চলেছি।
আমি কাগজ দিয়ে বিভিন্ন অরিগামি এবং ডাই পোস্ট করতে ভীষণ পছন্দ করি। কিন্তু সময়ের অভাবে এখন খুব বেশি ডাই প্রজেক্ট তৈরি করতে পারি না। যাইহোক আমাদের জীবনটা বৈচিত্র্যময় যখন যেমন ঠিক ঠিক তখন তেমনভাবেই আমাদের চলতে হয়। তবুও আমার খুব ইচ্ছে আছে বেশ কিছু ডাইপ্রজেক্ট আপনাদের উপহার দেয়ার।

আজকে হঠাৎ করে ইচ্ছে করলো রঙিন কাগজ দিয়ে খুব সাধারন একটি অরিগামি তৈরি করি। যেই চিন্তা সেই কাজ আমি অফিস থেকে আসার পর ঝটপট একটি লেডি বাগ পোকার অরিগামি তৈরি করতে বসে গেলাম। এটা তৈরি করা ভীষণ সহজ আপনারা যে কেউ চাইলে খুব অল্প সময়ে এই লেডিবাগ পোকাটি তৈরি করে আপনাদের বাচ্চাদের উপহার দিতে পারেন। তো চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম এই চমৎকার লেডি বাগ পোকা। 🐞

প্রয়োজনীয় উপকরণ

  • সাদা কাগজ
  • পেন্সিল
  • স্কেল
  • রাবার
  • রং পেন্সিল
তৈরি প্রক্রিয়া

প্রথমে আমি ১৫ সেন্টিমিটার বর্গা কার মাপের একটি রঙিন কাগজ কেটে নিলাম।

তৈরি চলছে

এই ধাপে কাগজটির কোনাকুনি ভাজ দিলাম। এরপর ঠিক অপর প্রান্তেও কোনাকুনিভাবে ভাঁজ করে নিলাম।

তৈরি চলছে

এই ধাপে কোণার দিক থেকে কাগজ টেনে উপরের দিকে দুই মাথা ভাঁজ করে নিলাম। এরপর কাগজটিকে উল্টিয়ে একদম উপরিভাগ থেকে নিচের দিকে একটি ভাজ করে নিলাম।

তৈরি চলছে

এবার কাগজটিকে উল্টিয়ে নিয়ে অপর পাশের সামনের অংশে দুটো ভাঁজ দিয়ে ডানার মত তৈরি করে নিলাম। কাগজটিকে উল্টিয়ে লক্ষ্য করলাম অনেকটা লেডি বাগ পোকার মত আকৃতি এসেছে।

তৈরি চলছে

এবার মোটা জেল কলম দিয়ে লেডি বাগ পোকার মাথার অংশ কালো করে দিলাম। এরপর ধীরে ধীরে সমস্ত শরীরে কালো কলম দিয়ে নকশা করে দিলাম এবং সাদা কলম দিয়ে চোখগুলো এঁকে দিলাম। এখন লেডি বাগ পোকাটি বেশ চমৎকার দেখাচ্ছে।

তৈরি চলছে

যাক অবশেষে আমাদের লেডিবাগ পোকাটি তৈরি করতে পারলাম।

পরিবেশন করলাম

আসলে পোকামাকড় আমি ভীষণ পছন্দ করি, এটা মোটামুটি সবাই জানে। পোকার মধ্যে লেডি বাগ পোকা আমার সবথেকে বেশি ভালো লাগে। তাই তো চেষ্টা করলাম কাগজ দিয়ে খুব সাধারণভাবে লেডি বাগ পোকা তৈরি করার। আমার আজকের কাজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করা আজকের মত বিদায় নিলাম।

Black and White Modern Company Presentation (1).gif

ছবির বিবরণ
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানভালুকা, ময়মনসিংহ, বাংলাদেশ

banner-abbVD.png

ছোট্ট পরিসরে পরিচিতি

আমি ইন্জিনিয়ার ইমরান হাসান। মেশিন নিয়ে পেশা আর ব্লগিং হলো নেশা। কাজ করি টেকনিক্যাল সাপোর্ট ইন্জিনিয়ার হিসেবে একটি বেসরকারি প্রতিষ্ঠানে। অবসর সময়ে ব্লগিং করি নিজের মনের খোরাক আর একটু পরিবারকে ভালো রাখার জন্য। আমি আবেগী, বড্ড জেদি, নিজেই নিজের রাজ্যের রাজা। কেউ কোথাও থেমে গেলে সেখান থেকে শুরু করতে ভালোবাসি। আমার শখ ছবি তোলা, বাগান করা আর নতুন জায়গায় ঘুরতে যাওয়া। মানুষকে আমি ভালোবাসি তাই মানুষ আমায় ভালোবাসে।

Posted using SteemPro Mobile

Sort:  
 29 days ago 

আরে ভাই আপনি তো দেখছি রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটা লেডিবাগ পোকার অরিগ্যামি তৈরি করে নিলেন। আমার কাছে এই অরিগ্যামিটা দেখতে অনেক বেশী সুন্দর লেগেছে। রঙিন কাগজ দিয়ে দারুন দারুন অরিগ্যামি তৈরি করা যায়। আর আপনার এই লেডিবাগ পোকার অরিগ্যামি টা অনেক কিউট হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। এটা যদি পাতার উপর বসানো হয় তাহলে বোঝাই যাবে না রঙিন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে।

 29 days ago 

লেডিবাগ পোকার অরিগ্যামি তৈরি করেছেন দেখতে সুন্দর লাগছে ভাই। পিঠের উপরের লাল কালো কম্বিনেশনটা একদম অরিজিনাল লেডি বাগ পোকার মতো লাগছে যাইহোক কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 29 days ago 

আসলে সময় খুব কম পাই এখন। তবুও মাঝে মাঝে ডাই পোস্ট করতে ইচ্ছে করে। চেষ্টা করলাম নিজের মতো করে উপস্থাপন করতে।

 29 days ago 

রঙিন কাগজ দিয়ে কোন ডাই প্রজেক্ট করতে হলে আসলে সময়ের দরকার হয়।আপনি এতো কাজের মাঝে ও আমাদের জন্য চমৎকার একটি অরিগামি শেয়ার করলেন ভাইয়া।রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো যায় দেখতে ভীষণ ভালো লাগে। আপনার আজকের লেডি বাগ পোকার অরিগামিটি দেখতে খুবই ভালো লাগলো ভাইয়া। আমাদের মাঝে এতো চমৎকার ভাবে এই ডাই পোস্টটি তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

 29 days ago 

অনেক ধন্যবাদ আপু।
আরো একটু সময় দিতে পারলে এটা আরো সুন্দর দেখাতো। যাইহোক আপনার ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 29 days ago 

লেডিবাগ পোকারং অনেক সুন্দর অরিগামি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার তৈরি করা এই প্রজেক্ট টা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো।

 29 days ago 

অনেক ধন্যবাদ ভাই।
আমার ডাই প্রজেক্ট দেখে চমৎকার মন্তব্য করেছেন।

 29 days ago 

রঙিন কাগজ দিয়ে এরকম ভাবে সুন্দর সুন্দর অরিগ্যামি গুলো তৈরি করা হলে আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। খুবই সুন্দর এবং কিউট দেখতে লেডিবাগ পোকার অরিগ্যামি আমি আপনি তৈরি করেছেন। প্রথমে তো দেখে মনে করেছিলাম এটা হয়তো সত্যিকারের হবে। কিন্তু পরে বুঝতে পারলাম এটি আপনি রঙিন কাগজ দিয়ে তৈরি করেছেন। নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে অনেক সুন্দর ভাবে পুরোটা তৈরি করেছেন দেখেই বুঝতে পারছি। এত সুন্দর একটা হাতের কাজ শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ।

 29 days ago 

সত্যিই এটা তৈরির পর বেশ দারুন লাগছে দেখতে। তবে আর একটু সময় পেলে হয়তো আরো চমৎকার ফুটিয়ে তোলা সম্ভব হতো। যাইহোক অসংখ্য ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।

 29 days ago 

ভাই আপনি অসাধারণ লেডিবাগ পোকার অরিগ্যামী তৈরি করেছেন। আমি জানি আপনি খুবই ব্যস্ত থাকেন,তারপরও আপনি সময় বের করে খুব সুন্দর একটি লেডিবাগ পোকা তৈরি করেছেন। আপনি কালো কলম দিয়ে নকশা এবং সাদা কলম দিয়ে চোখগুলো খুব সুন্দর করে এঁকেছেন। তৈরি করার প্রসেস সুন্দর করে উপস্থাপনা করেছেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল ভাই ভালো থাকবেন।

 29 days ago 

ধন্যবাদ তোমাকে চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
আমি চেষ্টা করে যাচ্ছি সবসময়ই ভালো কিছু উপহার দেয়ার।

 29 days ago 

এত ব্যস্ততার মধ্যেও এত চমৎকার একটি লেডি বার্ড তৈরি করেছেন। এইসব জিনিসগুলো তৈরি করতে বেশ সময় লাগে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রথম শত ব্যস্ততার মধ্যেও এত সুন্দর করে এটি তৈরি করেছেন। তৈরি ধাপগুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 29 days ago 

আমরা সকলেই কম বেশি ব্যাস্ত সময় পার করতেছি। শত ব্যাস্ততার মাঝে ও কাজ গুলো করার চেষ্টা করছেন দেখে ভীষণ ভালো লাগে। লেডিবাগ পোকাটি আমার কাছে ও ভীষণ ভালো লাগে। আপনার পছন্দের লেডিবাগ পোকার অরিগ্যামি দেখতে অনেক সুন্দর লাগতেছে। চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমার কাছে ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল।

 29 days ago 

বাহ! রঙিন কাগজ দিয়ে নানা জিনিস বানানোর অরিগামি পদ্ধতি টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তবে কখনো নিজে চেষ্টা করা হয় নি অবশ্য। আপনি বেশ সুন্দর করে ধাপগুলি বর্ণনা করার চেষ্টা করেছেন ভাই। আর পরের দিকের কলম দিয়ে ডিটেইলস করে দেয়ায় আরো বেশি ফুটে উঠেছে বিষয়টি। আপনার জন্য শুভকামনা রইলো ভাই।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66521.28
ETH 3454.20
USDT 1.00
SBD 2.67