উপর ওয়ালা, যদি ছেলেবেলা ফিরিয়ে দিতেন।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
উপর ওয়ালা, যদি ছোটবেলা ফিরিয়ে দিতেন

সংগ্রহশালা

ধরুন হঠাৎ করেই উপর ওয়ালা আপনাকে বললেন তোমার একটা ইচ্ছে পূরণ করা হবে, তুমি যা খুশি আমার কাছে চাইতে পারো। তখন আপনি কি চাইবেন? আমি হলফ করে বলতে পারি আপনি অজস্র অর্থ সম্পদ চাইবেন। আমি কিন্তু আমার ফেলে আসা শৈশব চাইবো। কি অবাক হচ্ছেন? সত্যিই তাই আমি সেই দিনগুলো ফিরে পেতে চাই যেখানে ছিলনা কোন দুশ্চিন্তার কোন ছায়া কিংবা অর্থ উপার্জনের মতো দুষ্ট দানব। শুধুই অনাবিল আনন্দ আর মন খুলে বেঁচে থাকার আশা।

ছেলে বেলায় কখনো চিন্তা করতে হয়নি, দুনিয়ার কোন চাপযুক্ত কর্মকাণ্ড। শুধুই ঢেং ঢেং করে ছুটে চলা, আনন্দ আর জীবনকে একটু একটু করে চিনতে শেখা। না একে বারে যে বাঁদর ছিলাম তা কিন্তু নয়, মায়ের কড়া শাসনে মানুষ হয়েছি। তবুও বলবো আনন্দ গুলো ছিল বাঁধনহারা আর স্বপ্নগুলো ছিল আকাশ ছোঁয়া।

প্রতিটি ঈদ আর পারিবারিক অনুষ্ঠানে এতটা সুখ অনুভব করতাম, যার ছিটে ফোঁটা এখন খুঁজে পাওয়া যায় না। ঈদের বেশ কিছুদিন আগে থেকেই ভীষণ আনন্দ আর অস্থিরতা অনুভব করতাম আর তার রেস কাটতেও অনেক সময় লাগতো। না খুব যে স্বচ্ছলতা কিংবা জৌলুশ আমার পরিবারে ছিলো না কিন্তু তবুও যাই পেতাম সেটাই মহামূল্যবান বস্তু হয়ে দাঁড়াতো। এক টাকার একটা চকলেট হয়তো যতটা খুশি আর তৃপ্তি এনে দিতো এখন সেটা হয়তো আর লাখ টাকা দিয়ে পাওয়া যাবেনা।

জীবনের পরতে পরতে ভুল আর ভুল, এই ভুলে ভরা জীবন নিয়েই এগিয়ে চলেছি। এখন আর কোন কিছুতেই আনন্দ খুঁজে পাওয়া যায় না, জীবনটা যেন শুধুই বেঁচে থাকার। কখনো হয়তো আর সেই শৈশবের বাউন্ডুলে আনন্দ খুঁজে পাওয়া যাবেনা। তবুও মাঝে মাঝেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যদি কখনো ফিরে পেতাম সেই শৈশবের দিনগুলো।

জানি এটা আর কোনদিন সম্ভব নয়, তবুও এমন একটা স্বপ্ন হলেও দেখতে চাই উপর ওয়ালা কোন একটা ভালো কাজের পুরস্কার স্বরূপ আমার ছেলেবেলা ফিরিয়ে দিয়েছেন।



Black and White Modern Company Presentation (1).gif

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago (edited)

আসলে আমাদের প্রত্যকের ছোটবেলার স্মৃতি গুলো মধুময়। আর এই মধুময় জীবনে আমরা যদি ফিরে পেতাম তা হলে সত্যি ভীষণ মজা হতো। আপনি ঠিক বলেছেন এখন আর ঈদের আনন্দ উপভোগ করতে পারিনা। কেমন যেনো ভালো লাগে না। ছোট বেলায় যখন দুই টাকা নিয়ে আটটি চকলেট কিনে খেতাম। ছোট বেলায় বন্ধুদের সাথে সারাদিন জমিয়ে খেলতাম এখনো মনে পড়লে ভীষণ ভালো লাগে। দোয়া রইল আপনার জন্য ভালো থাকবেন।

 2 years ago 

ভাই খুব সুন্দর একটি ইউনিক ব্লগ লিখেছেন ৷ এটা সত্যি যে জীবনের সব থেকে শৈশব জীবন হলো শ্রেষ্ঠ ৷ শৈশব মানেই যেন আদর যত্ন মায়ের ভালোবাসা পরিবারের আদর ৷ কিন্তু একটা সময়ে সব কিছু অনেকটা হারিয়ে যায় ৷
হয়তো এটাই জীবন কি আর করার ৷

তবে আপনার সাথে আমি একমত সত্যি যদি শৈশব জীবনে ফিরে যেতে পারতাম ৷

 2 years ago 

সত্যিই ভাই, এটাই জীবন। এখন দায়িত্ব সবথেকে বড় জিনিস। নিজের সুখ বলতে আর কিছুই মনে হয় না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে ছেলেবেলার সেই দিনগুলো এখনো খুব মনে পড়ে। কোন কিছুর দুশ্চিন্তা ছিল না সারাদিন টই টই করে সবাই ঘুরে বেড়াতাম। অনেক খেলাধুলা আনন্দ হতো। সবাই চায় সেই ছেলেবেলায় ফিরে যেতে কিন্তু এটা কখনো সম্ভব না। ছোটবেলায় ঈদের সময় অনেক বেশি আনন্দ হতো বিশেষ করে। সবার কাছ থেকে সালামি আদায় করে নেওয়া হত। এবং খুবই আনন্দস্বরূপ সেগুলো নিয়ে ঈদে যাওয়া হত। হয়তো সেই ছেলেবেলায় ফিরে যাওয়া কখনো সম্ভব না। কিন্তু খুব সুন্দর ভাবে সেই ছেলেবেলা নিয়ে পোস্ট করলেন।

 2 years ago 

সত্যিই ছোটবেলায় ভীষণ আনন্দ হতো, কিন্তু এখনকার সময়গুলো অনেক আলাদা। যেখানে দায়িত্ব অনেক বড় জিনিস।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আসলে সবারই একটা ইচ্ছা হচ্ছে শৈশবে ফিরে যাওয়া। যদিও এটা কখনো সম্ভব না কিন্তু সবার একটা মনের ইচ্ছা থাকে। কারণ শৈশবের দিনগুলো ছিল একেবারেই অন্যরকম। আনন্দের সাথে কেটে যেত সারাবেলা। সবাই মিলে হৈচৈ, খেলাধুলা কত কিছুই না করা হতো। কোন কিছু নিয়ে টেনশন ছিল না এবং কি কোন কিছুর চাপ ছিল না। আর ঈদের সময়ের মুহূর্ত ছিল আরো বেশি অন্যরকম। আসলে আমাদের জীবনটা এরকমই একদিন না একদিন বড় তো হতেই হবে।

 2 years ago 

জীবনটা সত্যিই এরকম একদিন না একদিন বড় হতেই হবে। তবুও মাঝে মাঝে শৈশবের দিনগুলো মনে পড়ে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.32
JST 0.034
BTC 110385.08
ETH 4285.18
USDT 1.00
SBD 0.83