DIY PROJECT :- স্নো ম্যান ☃️ তৈরি || কি দিয়ে কি বানালাম ? (১০% লাজুক খ্যাঁকের জন্য)

in আমার বাংলা ব্লগ3 years ago

"সৃজনশীলতাই শক্তি"



কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন 🥀 আজ আপনাদের সামনে হাজির হলাম আরও একটি ডাই প্রজেক্ট নিয়ে। এটি একটি স্নো ম্যান, দেখুন কি দিয়ে বানালাম।



আমার প্রজেক্ট


Polish_20211012_233920472.jpg

ছবিটি পলিস এপস দিয়ে তৈরি



"স্নো ম্যান "


IMG_20211012_233010.jpg



✂️ প্রয়োজনীয় উপকরণ ✂️


যা যা প্রয়োজন:-

  • সুতা
  • সাদা ফেব্রিক্স
  • আঠা
  • লাল এবং কালো কাগজ
  • কাঁচি ✂️


✂️ তৈরি প্রক্রিয়া ✂️



আসলে আমি সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করছি । আজকে আমি কিছু ফেলে রাখা সুতা দিয়ে স্নো ম্যান তৈরি করবো। চলুন শুরু করি।


তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_091535.jpg

IMG_20211012_092328.jpg

প্রথমে কিছু ফেলে রাখা সুতা সংগ্রহ করলাম। এরপর সুতাকে দলা পাকিয়ে গোল করার চেষ্টা করলাম।

তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_092127.jpg

IMG_20211012_092517.jpg

IMG_20211012_092806.jpg

IMG_20211012_094308.jpg

এইধাপে কিছুটা সাদা রঙের ফেব্রিক্স নিলাম এবং হাতে গোলাকার আকৃতি দেয়া জিনিসটা মুড়িয়ে নেয়ার চেষ্টা করলাম।



তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_095426.jpg

IMG_20211012_221756.jpg

ঠিক একই প্রক্রিয়ায় আরও একটি ছোট বল তৈরি করে নিলাম। এবার দুটি বল আঠা দিয়ে লাগিয়ে নিলাম।



তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_223235.jpg

IMG_20211012_223539.jpg

IMG_20211012_224705.jpg

IMG_20211012_225603.jpg

এবার সবথেকে মজার কাজ নাক 👃 এবং চোখ-মুখ তৈরির পালা। ছোট একটি কাগজ নিয়ে নাক বানালাম এবং কালো রঙের কাগজ নিয়ে চোখ- মুখ অংকন করলাম।



তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_230359.jpg

IMG_20211012_230444.jpg

IMG_20211012_231101.jpg

IMG_20211012_232025.jpg

এবার আমরা স্নো ম্যানের টুপি তৈরি করবো। একটি কালো রঙের কাগজ নিয়ে একটিকে কেটে গোল করে আঠা লাগিয়ে নিলাম। এরপর গোল বৃত্ত কালো কাগজের উপর বসিয়ে আঠা লাগিয়ে টুপির উপরের অংশ কেটে নিলাম।



তৈরি প্রক্রিয়া চলছে ✂️

IMG_20211012_233010.jpg

এবার লাল কাগজ চিকন করে কেটে নিয়ে মাফলার তৈরি করলাম এবং আমার স্নো ম্যানের গলায় চাপিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের স্নো ম্যান।

IMG_20211012_232759.jpg



" নিজস্ব অনুভূতি "


আমি খুব সামান্য কিছু দিয়ে এটি তৈরি করেছি। জিনিসটা কেমন হলো আশাকরি জানাবেন। সবার জন্য শুভকামনা রেখে আজ বিদায় নিলাম।



snowman-5726421_640.png

সংগ্রহশালা



ছবির বিবরণ:-

বিষয়বস্তুস্নো ম্যান
ছবি তোলার যন্ত্রসিম্ফনী আই-৯৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি


IMG_20210324_171231~2.jpg

আমি কে ?

আমি মো: ইমরান হাসান। একজন যন্ত্র প্রকৌশলী ‍ (মেকানিক্যাল ইন্জিনিয়ার), যন্ত্র নিয়ে আমার পেশা আর ব্লগিং হলো আমার নেশা। খুব বেশি পছন্দ করি ভ্রমন করতে, নতুন মানুষদের সাথে পরিচিত হতে আর নতুন নতুন গল্প লিখতে। আমি একজন স্বাধীন ব্লগার।

"হতে চাই মানবতার
করি মানবতার জয় জয়কার"


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

একটা বিষয় খেয়াল করলাম, আপনি প্রতিনিয়ত ইউনিক কিছু বানানোর ট্রাই করতেছেন। এটা সত্যিই অনেক ভালো লাগছে। এভাবে চেষ্টা করতে থাকুন আর আরো সুন্দর সুন্দর জিনিস আমাদের দেখার সুযোগ করে দিন।

 3 years ago 

ধন্যবাদ ভাই।
আমি সত্যিই খুব চেষ্টা করছি আপনাদের সামনে নতুন কিছু করতে। জানিনা কতটুকু কি হচ্ছে, তবে আমি চেষ্টা করছি। আপনাদের সুন্দর মন্তব্য আমাকে সত্যিই অনুপ্রাণিত করছে।
শুভ কামনা অবিরাম 🥀

 3 years ago 

ভাইয়া আপনি সবসময় ইউনিক কিছু করার ট্রাই করেছেন আর যা সত্যিই দেখতে খুবই ভালোই হয়েছে।
মানতেই হবে আপনি সত্যিই খুব পরিশ্রমী একজন মানুষ।
আর স্নো ম্যান ও অনেক সুন্দর হয়েছে।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
আশাকরি পাশে থাকবেন 💚

 3 years ago 

ভাইয়া দারুন সৃজনশীলতার পরিচয় দিয়েছেন। স্নো ম্যান অনেক সুন্দর হয়েছে।সুতা আর ফেব্রিক্স দিয়ে অসাধারণ দক্ষতার সহিত উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀।
চেষ্টা করছি নতুন কিছু করার।

 3 years ago 

আপনার দক্ষতার অবশ্যই প্রশংসা করতে হবে। কারণ আপনি একদম নতুন একটি ড্রাই তৈরি করেছেন। এটি আমার খুবই পছন্দ হয়েছে।আপনার জন্য শুভকামনা রইল

 3 years ago 

ধন্যবাদ ভাই ♥️
সবসময়ই ভালো কিছু করার চেষ্টা করছি।

 3 years ago 

আপনার ধারণা সুন্দর তো ভাই আমি আগে ভেবে দেখিনি এমন কিছু তৈরি করা যায়। যা আপনি করে দেখালেন। স্নো ম্যান টি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀
চেষ্টা করুন আপনিও অনেক সুন্দর কিছু করতে পারবেন।

 3 years ago 

ভাইয়া সত্যি সেরা। আপনার পোস্ট মানে ইউনিক কিছু 🥰🥰🥰 স্নো ম্যান টা জাস্ট অসাধারণ। টেলেন্ট আছে আপনার বলতেই হবে।

 3 years ago 

ধন্যবাদ ভাই ♥️
আপনার কাজগুলো অসাধারণ হচ্ছে।
আমি খেয়াল করেছি।
শুভ কামনা রইল 🥀

 3 years ago 

আপনি সবসময় নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন । আজকে আপনি কিছু ফেলে রাখা সুতা দিয়ে স্নো ম্যান তৈরি করেছেন। ইউনিক একটি পোস্ট এর আগে এমন পোস্ট কখনো দেখিনি। আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান এই কামনাই করি সব সময় পাশে আছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার ভালোবাসা অবিরাম ❤️

 3 years ago 

ধন্যবাদ লিমন সুন্দর মন্তব্যের জন্য 🥀
আশাকরি পাশে থাকবেন 💚

 3 years ago 

গুড নলেজ, আপনার ড্রাই টি সম্পুর্ন নতুন এবং ইউনিক।
দেখতে অনেক সুন্দর লাগছে।
আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য 🥀

 3 years ago 

একদম নতুন কিছু শেয়ার করলেন আপনি। সাধুবাদ জানাই আপনার ক্রিয়েটিভ চিন্তাধারা গুলি করে। চমৎকার হয়েছে চমৎকার

 3 years ago 

অনেক ধন্যবাদ প্রিয় ভাই ♥️
এভাবেই পাশে থাকবেন 💚

 3 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। সুন্দর হোক আগামীর পথ চলা

 3 years ago 
 3 years ago 

সত্যিই আপনার প্রতিভা প্রশংসার দাবিদার। সবার থেকে ইউনিক জিনিস তৈরি করছেন। অসম্ভব সুন্দর ছিল আপনার তৈরি স্নো ম্যান। শুভকামনা রইল ভাই।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের জন্য 🥀
আপনিও সুন্দর কাজ করছেন।
শুভ কামনা রইল 🥀

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.11
JST 0.030
BTC 67689.07
ETH 3801.39
USDT 1.00
SBD 3.55