স্বরচিত কবিতা: শীত এলো রে ❄️ এবং আমার প্রস্তাব শীত বস্ত্র বিতরণ উৎসবের।

in আমার বাংলা ব্লগlast year
স্বরচিত কবিতা: শীত এলো রে ❄️
এবং আমার প্রস্তাব শীত বস্ত্র বিতরণ উৎসবের


স্বরচিত কবিতা (1).jpg

ছবিটি পিক্সাবে থেকে নিয়ে কেনভা দ্বারা তৈরি

" পটভূমি এবং আলোকপাত "

শীত কিন্তু চলে এসেছে। শীতকে ঘিরে প্রকৃতির মাঝে বেশ পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশেষ করে হিম হিম আভা আর স্নিগ্ধতা ছড়িয়ে পরে চারিদিকে। আর এই সময়টাতেই শুরু হয়ে যায় গ্রামীণ জীবনের নবান্ন উৎসব। যেখানে নতুন অন্নের সন্ধানে কৃষক ধান কাটায় ব্যাস্ত। আর এই নতুন ধানের পিঠা পুলি উৎসব গ্রামীণ আবহাওয়া ছাড়িয়ে শহুরে জীবনেও ছড়িয়ে পরে প্রতিটি বাঙালির মাঝে। তাই এই সময়টাতে পিঠা উৎসব এক নতুন আনন্দের নাম।

খেজুর গাছে গাছে রসের হাঁড়ি ঝুলছে যেখানে জমতে শুরু করেছে মিষ্টি খেজুরের রস। এই খেজুরের রস থেকেই তৈরি হবে সুমিষ্ট খেজুরের গুড় আর পিঠা তৈরির ধুম পরে যাবে চারিদিকে। হয়তো চুলোর ধারেই কেউ কেউ বসে যাবেন শীতের পিঠার স্বাদ নিতে।

এরপরেও শীতের মাঝেও কিছু মানুষের দুঃখ তীব্র হয়ে ওঠে শীত বস্ত্রের অভাবে, দেখা যায় কিছু মানুষ শীতের তীব্রতা সহ্য করতে না পেরে হয়তো মারা যাবে। উৎসব তো কত শত রকমের হয়ে থাকে। কেন শীত বস্ত্রদান উৎসব হতে পারে না? এতে হয়তো কিছু মানুষ পাবে শীতের মাঝেও একটু উষ্ণতা আর হয়তো কিছু মানুষ খুঁজে পাবে শীতের আনন্দের সাথে মহত্ত্বের উষ্ণতা।

@rme দাদা প্রস্তাব রাখছি তীব্র শীতের মাঝে আমাদের একটি শীত বস্ত্রদান উৎসব করা যেতে পারে। যেখানে যে যার সাধ্যমতো স্টিম প্রদান করে পুরো কমিউনিটির পক্ষ থেকে একটি তীব্র শীতার্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ করা যেতে পারে। বিষয়টি আলোচনার মাধ্যমে সুন্দর একটি উৎসবে রুপ দেয়া যেতে পারে। এই মহান উৎসবের আমরা পুরো @amarbanglablog পরিবার এবং @hungry-griffin সাহেব আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। হয়তো এটি হয়ে উঠতে পারে পুরো স্টিমিটে #amarbanglablog এর নতুন নজির এবং কিছু শীতার্ত মানুষের উষ্ণতার ঠিকানা।

শীত এলো রে ❄️

হিম হিম আভা ছড়িয়ে শীত এলো রে
মিষ্টি রোদ সকাল বেলায় খোলা দুয়ারে
শীতলতা ছড়িয়েছে প্রকৃতির মাঝে
নবরুপে সেজেছে আজ স্নিগ্ধতার সাজে।

কন কন শীত যেন হাড় কাঁপিয়ে
নবান্ন উৎসব যেন আনন্দ দাপিয়ে
নতুন ধানের গন্ধে চারিদিক মাতোয়ারা
পিঠা পুলি উৎসব যেন আনন্দের ফোয়ারা।

নবান্ন উৎসব সে তো নতুন অন্ন
মাঠে ঘাটে ছড়িয়েছে কৃষকের আনন্দ
এ যেন এক নতুন আশায় বাঁচা
কষ্টের মাঝেও হাসে যেন চাঁষা।

রসের হাঁড়ি ঝুলছে খেজুর গাছে
মিষ্টি গুড় আর পিঠা হবে আগুনের আঁচে
ম ম মিষ্টি গন্ধে মাতোয়ারা চারিদিকেই
পিঠার বায়না বসে চুলোর ধারেই।

তবুও শীত কারোর জন্য অভিশাপ
খড়কুটোর আগুনে শরীরে একটু উত্তাপ
শীত নিবারণে শুধু একটি চাদর
ছেড়া কম্বল কাঁপাচ্ছে যেন উদর।

উৎসব তো হয় কত শত রকম
শীত বস্ত্রদান উৎসব হতেই পারে সেরকম
হয়তো ফুটবে হাসি শীতার্তের মাঝে
শীতের প্রকৃত আনন্দ ছড়াবে সবার মাঝে।


"ভুল ত্রুটি মার্জনা করবেন"

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPjVagCKakAuSTsQyj2bkd5a1qGy627tazWyRR8KvSGF5XUzUYGAJxbEm1Wagp...oir1T9XCqiGTh8bScur5DPK6L8ezK64pgqQkMoRLpnbMPpgM39QfD85m551fNjvVZABToby9FGtQTSDLritVkg3vFrE74djU36yesYz7VGsMpQkZ3P14kTotDL.png

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 last year 

শীত নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন ভাই। কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে শীতের আবহাওয়া দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কবিতা অনেক ভালো লেগেছে।

 last year 

ধন্যবাদ ভাই আমার কবিতাটি পছন্দ করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

সত্যিই শীত চলে এসেছে। শীতকালে খুবই আনন্দ উপভোগ করা যায়। এই সময় কৃষকেরা লেগে পড়ে ধান কাটার জন্য। এবং ঘরে ঘরে চলে আসে নবান্ন উৎসব তার সাথে তৈরি হয় দারুন দারুন সুস্বাদু পিঠা পুলি। এটা কিন্তু সত্যিই উৎসব বিভিন্ন রকমের হয় তাহলে শীত কেন বস্ত্রদানের উৎসব হতে পারে না? অনেকেই আছে শীতের মধ্যে একটু উষ্ণতা হওয়ার জন্য সারা রাত অপেক্ষা করে থাকে কখন সকাল হবে আর সূর্যের মিষ্টি রোদে তারা নিজের শরীরকে উষ্ণ করবে। আপনি অসাধারণ একটি কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে মনটা ভরে গেল। কবিতা পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। প্রত্যেকটি লাইন খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আমার কবিতাটি পছন্দ করার জন্য। ভালো থাকুন দোয়া রইল।

 last year 

আসলেই ভাই শীত চলে এসেছে আর শীতের অনুভূতি ভালোভাবে বোঝা যাচ্ছে। আপনি খুবই সুন্দরভাবে শীত নিয়ে কবিতা লিখেছেন এবং ভালো একটি সিদ্ধান্ত নিয়েছেন। আসলে আমিও এই সিদ্ধান্তে একমাত্র। আপনার কবিতা খুবই ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ ভাই আমার কবিতাটি পছন্দ করার জন্য এবং আমার মতামতের মধ্যে সমর্থন দেয়ার জন্য। সবাই যদি এগিয়ে আসি অন্তত কিছু মানুষ শীতবস্ত্র পাবে।

 last year 

হিম হিম আবহাওয়া ছড়িয়ে আসলেই শীত চলে এলো ।শীত মানে নতুন পোশাক , শীত মানেই আগুন পোহানো, শীত মানে গাছে গাছে ভার বাধা ,শীত মানেই পিঠাপুলির গন্ধ ,আসলেই শীত আসলে আগে থেকেই বোঝা যায় যে শীত চলে এসেছে ।কেননা চারিদিকে ঠান্ডা আবহাওয়া আসলেই শীত নিয়ে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে তুলে ধরেছেন ।আপনার প্রত্যেকটি লাইনের মাঝে শীতের অনুভূতি প্রকাশ পাচ্ছে।

 last year 

অনেক ধন্যবাদ আপু আমার কবিতাটি পছন্দ করার জন্য।

 last year 

আপনার প্রস্তাবটি সত্যি খুব ভালো লেগেছে ভাইয়া। আমরা শীতের দিনে খুব আরামে ঘরের ভেতর ঘুমিয়ে থাকি। অন্যদিকে অসহায় মানুষগুলো কত কষ্টই না করে। আসলে আমাদের সবার উচিত নিজের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো। যাইহোক ভাইয়া, শীতকাল নিয়ে অসাধারণ কবিতা লিখেছেন আপনি। পড়ে সত্যিই মুগ্ধ হলাম। ধন্যবাদ ভাইয়া।

 last year 

অনেক ধন্যবাদ আপু চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য। সত্যিই যার যতটুকু সামর্থ্য রয়েছে তাই দিয়ে এই মহৎ কাজে শরিক হওয়া উচিত।

 last year 

উৎসব তো হয় কত শত রকম
শীত বস্ত্রদান উৎসব হতেই পারে সেরকম
হয়তো ফুটবে হাসি শীতার্তের মাঝে
শীতের প্রকৃত আনন্দ ছড়াবে সবার মাঝে।

চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। স্বরচিত কবিতা: শীত এলো রে ❄️ এবং আপনার প্রস্তাব শীত বস্ত্র বিতরণ উৎসবের চমৎকার আইডিয়া দিয়েছেন। আপনার বিষয়টি আমার কাছে ভালো লেগেছে। আপনার কবিতা গুলো আমার ভীষণ ভালো লাগে। আজকের কবিতাটি চমৎকার লিখেছেন। আশাকরি দাদা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন।

 last year 

ধন্যবাদ লিমন। আমার কবিতা এবং প্রস্তাব তোমার কাছে ভালো লেগেছে জেনে ভীষণ খুশি হলাম।

 last year 

জি ভাই আমিও এই শীতের গরিব মানুষ কে উপলক্ষে করে ৷ একটা ব্লগ গতকাল করেছিলাম ৷ আর এই শীতের সময় টা আনন্দ হলেও কিছু মানুষের জীবনে আনন্দ বয়ে আনে না ৷ আর আপনি চমৎকার একটি উদ্যোগের কথা বলেছেন ৷ যেখানে এই শীতে গরিব মানুষদের পাশে দারানোর কথা বলেছেন ৷
যদি দাদা সহ আমার বাংলা ব্লগের সবাই ভালো মনে করে ৷ তাহলে হয়তো সম্ভব হবে ৷

 last year 

ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.11
JST 0.032
BTC 63754.85
ETH 3055.95
USDT 1.00
SBD 3.85