আমার বাংলা ব্লগ পরিবার থেকে সেরা প্রাপ্তি। || হৃদয়বান ব্যাক্তি যখন অভিভাবক।
শুভ সকাল আমার বাংলা ব্লগ পরিবার। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তবে গতকালের দিনটি বেশ ব্যাস্ততায় কাটলেও ভীষণ আনন্দ কাজ করছিল। যখন আপনি হঠাৎ করেই খুব আন্তরিকতা কিংবা ভালোবাসার ছোঁয়া পাবেন তখন নিজের ভেতরেই অদ্ভুত ভালোলাগা কাজ করবে। গতকাল ঠিক এমনটাই ঘটেছে আমার সাথে, @rme দাদার ব্লগার অফ দা উইক ফাউন্ডারস চয়েস পোস্টটি পড়ে আমি এতটাই অবাক হয়ে গেছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার পোস্টগুলোর এতো চমৎকার বিচার বিশ্লেষণ আমাকে রিতিমত মুগ্ধ করেছে, এই প্রথম হয়তো নিজের কাজগুলো নিয়ে নিজেই গর্ব অনুভব করলাম। তবে আমি বলবো আমার কাজগুলো ভীষণ সাধারণ ছিল কিন্তু একজন বিচক্ষণ মানুষ উনার হৃদয় দিয়ে সেগুলোর যথার্থ মূল্যায়ন করেছেন।
প্রতিটি ভালো কাজ এগিয়ে নিয়ে যেতে হলে দরকার উৎসাহ আর অনুপ্রেরণা, এটা ছাড়া আপনি যত ভালো কাজ করেন না কেন তা কোন উপকারে আসবে না। একমাত্র যখন মানুষ আপনাকে সাপোর্ট করবে অথবা এমন কেউ আপনার হাতটি শক্ত করে ধরবে যার মাধ্যমে আপনি দূর্বার গতিতে এগিয়ে যেতে পারবেন। আমার বাংলা ব্লগ পরিবার আমাদের দাদার এমন একটি কমিউনিটি যেখানে আপনি শুধুমাত্র আপনার সেরা প্রচেষ্টা দিয়ে লেগে থাকতে পারলেই, আপনাকে আপনার জায়গায় টেনে তোলা হবে। আপনার কখনো সাপোর্ট কিংবা অবস্থান নিয়ে চিন্তা করতে হবে না। আমি আজ প্রায় তিন বছর থেকে এই প্লাটফর্মে রয়েছি এবং আমাদের কমিউনিটির শুরু থেকেই সাথে আছি। অন্যান্য কমিউনিটির সাথে যখন আমার বাংলা ব্লগের তুলনা করতে যাই তখন চোখ কপালে উঠার মতো অবস্থা হয়ে যায় কারণ সবাই একমাত্র নিজেদের পকেট ভর্তি করতে ব্যাস্ত। আর আমাদের এখানে একমাত্র কিভাবে ইউজারদের সাপোর্ট এবং উজ্জ্বীবিত করে এগিয়ে নেয়া যায় একমাত্র সেটাই প্রতিনিয়ত পুরো টীম মিলে চিন্তা করা হয়।
সবথেকে বড় ব্যাপার পরিবারের অভিভাবক যখন হৃদয়বান ব্যাক্তি হয় তখন পরিবারের অন্যান্য সদস্যদের বেশি দুশ্চিন্তা করতে হয় না। এই যেমন ধরুন আমার কথাই বলি আমার প্রতিটা বিপদে একজন মানুষ ঢাল হয়ে দাঁড়িয়েছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হয়তো শেষ করতে পারবো না। শুধু কি তাই তিনি প্রতিনিয়ত আমাদের যেকোন সদস্যের কষ্টের দিনগুলোতে পাশে দাঁড়িয়েছেন।
তিনি আর কেউ না আমাদের প্রিয় দাদা, তাকে নিয়ে যতটা বলা যায় কম পরে যাবে।
আমার আজকের পোস্টের মাধ্যমে দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার সমস্ত সহকর্মীদের অন্তর থেকে ধন্যবাদ জানাই প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য। সত্যি বলতে আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এতো দূর আসতে পারতাম না। আমি আমার প্রাপ্তির পুরোটা #amarbanglablog পরিবারের জন্য উৎসর্গ করলাম।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

Heres a free vote on behalf of @se-witness.
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
নিজের কাজ,পরিশ্রম, সৃজনশীলতা দিয়ে আজ আপনি এতোদূর।দাদা একজন বিচক্ষন মানুষ। তিনি সবদিক বিবেচনা করেই আপনার কোয়ালিটি আছে বলেই এমন সফলতার সুযোগ করে দিলেন।এভাবেই এগিয়ে যাবেন এমনটাই আশাকরি। শুভকামনা রইলো ভাইয়া।
অনেক ধন্যবাদ আপু আমার অনুভূতি মেশানো পোস্টটি পড়ার জন্য।
দোয়া রইল।
হৃদয়বান ব্যাক্তি যখন অভিভাবক চমৎকার বলেছেন। দাদা হচ্ছে আমাদের সেরা দাদা। দাদার মতো মানুষ পাওয়া আমাদের সকলের ভাগ্যের ব্যাপার। দাদা আমাদের প্রতিনিয়ত সাপোর্ট করছেন। সত্যি আমরা দাদার কাছে চিরো কৃতজ্ঞ। চমৎকার একটি পোস্ট উপহার দিয়েছেন। আপনার লেখা গুলো পড়ে ভীষণ ভালো লাগলো। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন সবসময় এই কামনাই করি।
https://twitter.com/emranhasan1989/status/1669188401176756224?t=ZA3CUtkIQNhSDCyBM4aGVQ&s=19
সমাজে আপনি যেকোন ভালো কাজের যদি আনজাম দেন তাহলে অবশ্যই ঐ সমাজে একজন ব্যক্তিকে অবশ্যই ভালো হতে হবে। ঠিক তেমনি আমার বাংলা ব্লগ পরিবারের একজন ভালো মানুষ আমরা পেয়েছি। ভাই অনেক মানুষ নিজের অবদান পাওয়ার কথা ভুলে যায়, আপনি তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন এটা পড়ে আমার বেশ ভালো লেগেছে ভাই। দাদাদের মত মানুষ পৃথিবীতে যুগ যুগ ধরে বেঁচে থাকুক সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি।
ধন্যবাদ ভাই।
আমি দাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি এই পোস্টের মাধ্যমে।
দোয়া রইল আপনার জন্য।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.
ফাউন্ডার চয়েজ নিঃসন্দেহে অসাধারণ একটি উদ্যোগ। আর এই উদ্যোগের মাধ্যমে দাদা এত চমৎকার করে ইউজারদের মেলে ধরেন যা সত্যিই প্রশংসনীয়।প্রতিটি পোস্ট পুঙ্খানুপুঙ্খানু ভাবে তার বিশ্লেষণ করে সারাংশ করা খুব সহজ বিষয় নয়। ফাউন্ডার চয়েজে আপনাকে অভিনন্দন।♥♥
ধন্যবাদ আপু।
আসলে আমি অনেক বেশি অবাক হয়ে গেছিলাম যখন দাদার পোস্টটি পড়ছিলাম।