কম কথা বলার গুরুত্ব। || সফলতার জন্য চুপচাপ কাজ করে যান।
আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা একে অপরের সাথে কথা বলে থাকি। একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করা হয় কথার মাধ্যমে, তাই ভীষণ গুরুত্বপূর্ণ হলো এই কথা বলা। কিছু মানুষ রয়েছে যারা অনবরত কথা বলতে থাকে, মনে হয় কথা বলার মাধ্যমেই তারা সুখ অনুভব করে। তবে আমি স্বীকার করছি কিছু মানুষের কথা শুনতে বেশ ভালো লাগে, মনে হয় আরো একটু বসে তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনি। তারপরও দীর্ঘ সময় বকবকানি শুনলে বেশ খারাপ লাগে।
এক শ্রেণীর মানুষ রয়েছে কথা বলতে ভীষন পছন্দ করে। সারাক্ষণ কথা বলতেই থাকে শুধু, এরা শুধুমাত্র কোন একটা ছুতা পেলেই কথার ঝুড়ি নিয়ে বসে যায়। মনে হয় যেন কতদিনের জমানো গল্প বলছে কে জানে। এদের অভ্যেস আসলে এই রকম হয়ে গেছে, তবে এরা ক্ষতিকারক নয় শুধুমাত্র কান ঝালাপালা করে ছেড়ে দেয়।
এক শ্রেণীর মানুষ রয়েছে এরা তিক্ত প্রকৃতির এবং নিজের তিক্ততা সব জায়গায় কথার মাধ্যমে এমনভাবে জড়িয়ে দেয় যেন পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। এদের কাছ থেকে শুধু দূরে নয় আমার মনে হয় একশো হাত দূরে থাকা উচিত। কারন এদের কথার পাল্লায় পরে জীবন তেজপাতা হয়ে যাবে ।
এবার আসুন কম কথা বলার কিছু উপকারীতা নিয়ে আলোচনা করি। আপনি হয়তো দেখে থাকবেন পাড়ার কম কথা বলা ছেলেটা একদিন উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে। সবাই যাকে বোকা বলে সম্বোধন করতো সে তার অবস্থান ঠিক করে এগিয়ে যাচ্ছে কারন সে অপ্রয়োজনে তার কথার ব্যাবহার করে না।
আসলে কম কথা বলা মানুষগুলো বোকা হয় না তারা নিজের অবস্থান কথায় নয় কাজে প্রমাণ করতে পছন্দ করে। আর নিজের ঢাক ঢোল পিটিয়ে বেরানো বাঁচালের লক্ষন। যাই হোক কম কথা বলা লোকগুলো খুব সহজেই সবার আপন হয়ে ওঠে কারন তারা শুনতে বেশি পছন্দ করে। একমাত্র প্রয়োজন এবং সাবলীল আচরণের জন্য তারা তাদের ভাষার ব্যবহার করে থাকে।
যুগে যুগে মনীষি গন তাদের অসাধারণ সব কাজের জন্য এখনো মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তারা কখনো নিজের কৃতিত্ব নিজেরা জাহির করতে যাননি।
তাদের জীবনী পড়লে বোঝা যায় তারা চুপচাপ নিজের সফলতার জন্য কাজ করে গেছেন এবং সফলতার শীর্ষে অবস্থান করছেন। তাই আমাদের ঠিক এভাবেই নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনার একটি কথা কারো জীবন বদলে দিতে পারে, আবার আপনার একটি কথায় কারো কাছে আপনি মানুষরূপী অমানুষে পরিণত হতে পারেন। তাই আসুন নিজেকে পরিবর্তন করি এবং নিজের অযাচিত কথাগুলো এড়িয়ে চলি।
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR


.gif)



Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1658149573708357632?t=dQ7wV_1AnYfvF8EqGSmcmg&s=19
উপরের কথার সাথে আমি একমত। আপনার জেনারেল রাইটিং গুলো সব সময়ই ভীষণ ভালো লাগে। আপনার পোস্ট পড়ে প্রতিনিয়ত অনেক কিছু শিখতেছি। সত্যি তাই কম কথা বলা অনেক ভালো। যারা কাজে পারদর্শী তারা কথা কম বলেন। কাজেই তারা তাদের পরিচয় দিয়ে থাকেন। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
ধন্যবাদ লিমন পোস্টটি পড়ার জন্য।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করেছেন তো ভাইয়া খুব ভালো লাগলো। সত্যি ই জীবনে সফলতার জন্য চুপচাপ কাজ করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। এতো ঢাক ঢোল পিটিয়ে কি লাভ হবে।ঢাক ঢোল না পিটিয়ে চুপি চুপি কাজ করে যাওয়াই বুদ্ধিমানের কাজ।ধন্যবাদ সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
সফলতার জন্য চুপচাপ কাজ করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অহেতুক কথা বলার থেকে চুপচাপ কাজ করে যাওয়া অনেক ভালো। যারা জ্ঞানী ও কাজে পারদর্শী তারা খুব কমই কম কথা বলে। আজ আপনার পোস্ট পড়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তারা কথা কম বলে কাজে তাদের পরিচয় দিয়ে দেন । ধন্যবাদ আপনাকে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।
অনেক ধন্যবাদ আপু চমৎকার একটি মন্তব্যের জন্য। আসলে কথা কম বলা মানুষগুলো ভীষণ বুদ্ধিমান হয় এবং চুপচাপ এগিয়ে যায়।