মুশুরির ডাল দিয়ে পাটশাক রান্না || যেমন স্বাদ তেমন পুষ্টিকর।

in আমার বাংলা ব্লগ2 years ago
মুশুরির ডাল দিয়ে পাটশাক রান্না
যেমন স্বাদ তেমন পুষ্টিকর।
Polish_20220508_000517519.jpg

আশাকরি সবাই ভালো আছেন। আমি মোটামুটি রয়েছি কারণ আবহাওয়া পরিবর্তনের কারণে আমার ছেলে মেয়ে দুজনেই বেশ অসুস্থ। আমি খুব দ্রুত ঢাকা ফেরত যাওয়ার চেষ্টা করছি। যাক যতকিছুই হোক কাজ তো করতেই হবে কারন এটা রুটি রুজির ব্যাপার। যাক মন খারাপ ছিল তাই বেশ কিছু অপ্রাসঙ্গিক কথা বলে ফেললাম। আজ মুশুরির ডাল দিয়ে পাটশাক রান্না রেসিপি দেখাবো। রান্নাটা সহজ কিন্তু এতো স্বাদের হয় তা বলাবাহুল্য। শুধু খেতেই মন চাইবে। আর পাটশাকের পুষ্টিগুণ অনেক তাই বেশ পুষ্টিকর রেসিপি এটি। তো চলুন শুরু করি।

♍ প্রয়োজনীয় উপকরণ ♍
পাটশাকIMG_20220507_200135.jpgটুকরোIMG20220507141043~2.jpg
মুশুরির ডালIMG20220507134935_01~2.jpgপেঁয়াজIMG20220507135126~2.jpg
রসুনIMG20220507135142_01~2.jpgগুড়া মরিচIMG20220507135257_01~2.jpg
হলুদ গুঁড়াIMG20220507135308_01~2.jpgলবণIMG20220507135243_01.jpg
আহ্ রান্না সে তো শিল্প ☺️
IMG20220507135023_01~2.jpgIMG20220507135207_01~2.jpg
প্রথমেই একটি কড়াই চুলায় চাপিয়ে দিলাম এবং পরিমাণ মতো সোয়াবিন তেল ঢেলে দিলাম। এবার সোয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। এখন কিছুটা সময় নিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি ভেজে নিলাম।
রান্নার কাজ করছি ☺️

IMG20220507135221_01~2.jpg

এবার ভাজা পেঁয়াজের আর রসুনের মধ্যে মুশুরির ডাল দিয়ে দিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220507135316_01~2.jpgIMG20220507135409_01~2.jpg

IMG20220507135426_01~2.jpg

এইধাপে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন মশলাসহ কিছু সময় তেলের ভেজে নিলাম ডালগুলো ভালোভাবে।
রান্নার কাজ করছি ☺️
IMG20220507135437_01~2.jpgIMG20220507135446_01~2.jpg

IMG20220507141029_01~2.jpg

এখন মশলাসহ ভাজা মুশুরির ডালের মধ্যে পানি যোগ করলাম সামান্য পরিমাণ। এবার আরো কিছুক্ষণ কষিয়ে নিলাম।
রান্নার কাজ করছি ☺️
IMG20220507141043~2.jpgIMG20220507141050_01~2.jpg

IMG20220507141132_01~2.jpg

এই ধাপে পাটশাকগুলো কষানো ডাল আর মশলার মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে ডাল আর মসলার মধ্যে মিশিয়ে নেবো।
রান্নার কাজ করছি ☺️
IMG20220507151454_01~3.jpgIMG20220507151454_01~2.jpg

IMG20220507151457_01~2.jpg

এবার ডালসহ শাক ১৫-২০ মিনিট রান্না করলাম আর কোন ঝোল যোগ করবো না। ব্যাস আমাদের রান্না শেষ। এবার পরিবেশন করলাম।
🍱 পরিবেশন করলাম 🍱

IMG20220507151749_01~2.jpg

IMG20220507151804_01~2.jpg

IMG20220507151817_01~2.jpg

😋 স্বাদের বিবরণ 😋

IMG20220507152215_01~2.jpg

আসলে পাটশাক দু ধরনের হয়। একটি মিষ্টি আর অন্যটি তিতা। আমাদের শাকটি মিষ্টি হওয়ায় ভীষণ স্বাদ হয়েছে খেতে তরকারিটা। আমি জানি হয়তো এভাবে অনেকেই খেয়ে থাকতে পারেন আবার অনেকে খাননি। আমি সকলকে আহ্বান জানাবো একবার অন্তত খেয়ে দেখবেন স্বাদের খাবারটি। এটি যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু। একবার খেলে আমার মনে হয় আপনি বারবার খেতে চাইবেন। আসলে খাবার তো আমরা সবাই খাই কিন্তু খাবাবের ও ভালো মন্দ রয়েছে। বলতে গেলে এই খাবারের উপর আমাদের সুস্থতা আর অসুস্থতা নির্ভর করে। তাই আমাদের উপযুক্ত খাবার পরিমাণ মতো গ্রহণ করা উচিত। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম।

ছবির বিবরণ
বিষয়বস্তুমুশুরির ডাল দিয়ে পাটশাক রান্না
ছবি যন্ত্ররিয়েলমি সি-২৫
ছবির কারিগর@emranhasan
ছবির অবস্থানসংযুক্তি

✨ আমি @emranhasan
💠 আমি আমার মতো 💠

flowers-1803718_640.png

HNWT6DgoBc1692QWn5trsLBYecSp3jKD1kzdmSDiq4rsNLUASW7RRp5PcKRvwAr2gUJjYkpRrdYeKHT6vRfyzXRaCxGdXsvCb9nXxM5h5PFA9i2fVx7zhNAFRxr.png

❤️ বিদায় নিলাম ❤️

Sort:  
 2 years ago 

আমি কখনো মসুরের ডাল দিয়ে পাট শাক রান্নার রেসিপি খায়নি। যেটা খেতে কেমন লাগে সেটাও জানা নেই ।দারুণ হয়েছে আপনার রেসিপি তৈরি সুন্দর উপস্থাপনার মাধ্যমে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

এটি চমৎকার একটি খাবার।
একবার খেলে বারবার খেতে চাইবেন 😋
ধন্যবাদ মন্তব্যের জন্য 🥀

 2 years ago 

মসুরির ডাল দিয়ে পাটশাক এটা আমার কাছে একদমই নতুন একটি রেসিপি। আমি ডালের সাথে পাটশাক ভাজি খেয়েছি তবে ডাল দিয়ে পাটশাক রান্না খেয়ে দেখি নাই। অবশ্যই আমি এই রেসিপিটি ট্রাই করবো। ধন্যবাদ ভাই।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
রেসিপিটি ট্রাই করবেন ইনশাআল্লাহ।
ভীষণ স্বাদের খাবার এটি।

 2 years ago 

মুশুরির ডাল দিয়ে পাটশাক রান্না আপনি নিক্ষুধ ভাবে তৈরি করেছেন আপনি। তবে আমি কখন এভাবে খাইনি। কিন্তু দেখে মনে হচ্ছে খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে নতুন পদ্ধতিতে এরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য

 2 years ago 

ধন্যবাদ ভাই।
এভাবে একবার খেলে পাটশাক সবসময়ই এভাবে খেতে চাইবেন। সত্যি বলতে এটা অসাধারণ স্বাদের হয়ে থাকে।

 2 years ago 

পাট শাকের রেসিপি আসলে খেতে কতটা মজা লাগে সেটা জানি না তবে মুশুরের ডালের সাথে বোধহয় বেশ মজাই লাগবে ছবি দেখে যতোটুকু বুঝতে পারলাম। যদিও গ্রামে বাস করি তবে পাটশাক কখনো খাওয়া হয়নি। পাট শাকের রেসিপি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
খেয়ে দেখতে পারেন এটা একবার মনে হয়না খারাপ লাগবে। এটা বেশ সুস্বাদু।

 2 years ago 

পাটশাক আমার খুবই প্রিয় আর সেই পাটশাক যদি মসুর ডাল দিয়ে রান্না করা হয় তাহলে এটি অনেক সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে প্রিয় একটি রেসিপি শেয়ার করার জন্য ভাল থাকেন সবসময়।

 2 years ago 

ধন্যবাদ ভাই।
এটি আপনার প্রিয় রেসিপি জেনে ভীষণ ভালো লাগলো। সত্যিই এটা স্বাদের খাবার।

 2 years ago (edited)

শুনেছি ডাউন এর সাথে পাটের শাক রান্না করে খেতে খুবই টেস্টি হয়। তবে কখনই এই প্রসেসে রান্না করে খাওয়া হওয়া হয়নি। তবে আপনার এত সুন্দর রান্না ধাপগুলো দেখে আমার খুব ইচ্ছে জাগলো এভাবে রান্না করে খাব।

 2 years ago 

ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

 2 years ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আমার মাকে দেখেছিলাম এরকম মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না করেছিল। কিন্তু আমার কাছে এভাবে তেমন বেশি ভালো লাগে না তাই আর খাওয়া হয়নি।কিন্তু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হবে। আমি অবশ্যই একদিন খেয়ে দেখব। আপনার রেসিপির কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। প্রতিটি ধাপ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু আপনি এই ধাপগুলো অনুসরণ করে পাটশাকের চমৎকার রেসিপিটি তৈরি করতে পারেন। আর বিশ্বাস করুন এটা অসম্ভব স্বাদের খাবার 😋

 2 years ago 

সত্যি কথা বলতে ভাই আমাদের এলাকায় যদিও প্রচুর পরিমাণে পাট শাক এবং মুশুরি চাষ করা হয় তার পরেও এই রেসিপিটা আমার কাছে একদম নতুন।। পাট শাক এর এমন ইউনিক রেসিপি দেখে সত্যিই ভালো লাগলো।

সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপনার বাচ্চাদের প্রতি তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।

 2 years ago 

ধন্যবাদ ভাই আমার সন্তানদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুন।
জি ভাই রেসিপিটি অনেকের কাছেই একদমই নতুন। এভাবে খেয়ে দেখবেন একবার ভাই।
ভীষণ স্বাদের খাবার 😋

 2 years ago 

পাট শাক খুবই মজার একটি শাক,চিংড়ি মাছ দিয়েন অনেক ভালো লাগে।আপনি তো দেখছি মুসুরি ডাল দিয়ে পাটা শাক রান্না করছেন মনে হচ্ছে এটাও খুব স্বাদের ছিল।ধন্যবাদ ভাই মজার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।শুভ কামনা রইল

 2 years ago 

জি ভাই পাটশাক মুসুরির ডাল এবং চিংড়ি মাছ দুটো দিয়েই স্বাদ লাগে। নিঃসন্দেহে সুস্বাদু খাবার এটি 😋

 2 years ago 

মসুরের ডাল দিয়ে পাট শাক রান্না অনেক মজার একটি রেসিপি।অনেক দিন হলো এই রেসিপিটি খাওয়া হয়নি। তবে আপনার রেসিপিটি দেখে অনেক লোভ লেগে গেলো বাসায় এই রেসিপিটি করে খাবো ইন-সা-আল্লাহ।

 2 years ago 

ইনশাআল্লাহ আপু।
খুব তাড়াতাড়ি তৈরি করে খাবেন আশাকরি 😋
দোয়া রইল 🥀

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.031
BTC 61904.94
ETH 2583.24
USDT 1.00
SBD 2.57