শিক্ষা যেন বানিজ্যময়। || কতটুকু সুশিক্ষিত হচ্ছে সন্তানরা?
কতটুকু সুশিক্ষিত হচ্ছে সন্তানরা? |
---|
ছবির অবস্থান :- উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু কতটুকু শিক্ষিত হচ্ছে আমাদের সন্তানরা? হয়তো সময় এসেছে বিষয়টি নিয়ে চিন্তা করার। প্রথমত আমাদের সন্তানরা যে বিদ্যালয়ে পড়াশোনা করছে সেটা ব্যাবসা কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রীক তা একটু খতিয়ে দেখতে হবে। বর্তমানে স্কুলগুলোতে চলছে চরম প্রতিযোগীতা কিভাবে আর কত উপায়ে টাকা নেয়া যায় শিক্ষার্থীদের কাছ থেকে।
বর্তমান সময়ে শিক্ষকদের মধ্যে চলছে কোচিং আর প্রাইভেট বানিজ্যের মতো অসুস্থ প্রতিযোগিতা। এখানে প্রতিটি শিক্ষক জিততে চায় টাকার অংক বাড়াতে। দেখা যাচ্ছে ক্লাসে লাম ছাম কোন রকম পড়িয়ে ছাত্র নিয়ে কোচিংয়ে ঢুকছে। এরপর পরীক্ষার আগে আগেই শিট ধরিয়ে দিয়ে যাচ্ছে যা বেশ ভালো নাম্বার পাইয়ে দিচ্ছে। যার ফলে ছাত্র খুশি আর অভিভাবক ভালো নাম্বার দেখে বেশ খুশি।
আরো একটা ভয়াবহ বিষয় হলো যদি আপনি তাদের কাছে না পড়ান তাহলে পরীক্ষার খাতায় নাম্বার পাওয়া যায় না। এ যেন জোরজবরদস্তি করে কোচিংয়ে পড়ানো হচ্ছে। আমি মনে করি এভাবে কখনো ভালো ছাত্র গড়ে উঠবে না বরং সামনে দেশের বোঝা আরো বাড়তেই থাকবে।
এভাবে শিক্ষকের শিট দেখে পরীক্ষা দিয়ে ভালো নাম্বার পেয়ে বাচ্চাদের পড়াশোনার মান একদমই খারাপ করে দিচ্ছে এক শ্রেনীর অসৎ শিক্ষক। শুনলে অবাক হবেন তাদের প্রতিযোগিতা চলে কোন শিক্ষক কতজন শিক্ষার্থী বাগে আনতে পারছে। তাহলে একটি বার চিন্তা করুন আমাদের সন্তানদের ভবিষ্যত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে।
আসলে কি বলবো আমার নিজের সন্তানকেও একজন স্কুল শিক্ষক পড়াচ্ছেন কিন্তু তিনি নিজেও দিন দিন এই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পরেছেন। আমি নিজেও চিন্তা করছি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। হয়তো স্কুল পরিবর্তনের মতো সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আদৌ কি এই সমস্যার সমাধান হবে?
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR

Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/emranhasan1989/status/1658505268601430017?t=Sc4hCD9sUAoVzqKf-VJ0rA&s=19
একদম আমার মনের মত কথা বলছেন সেই বিষয়টি নিয়ে আমি অনেক দিন ধরে টেনশনে আছি। কারণ আমার বাচ্চাকে অনেক ভালো পড়ায় কিন্তু এর চেয়ে অনেক অনেক কম জানা ছেলে মেয়েদের রোল নাম্বার অনেক আগে ব্যাপারটা বুঝতে পেরেছি। যে ক্লাস টিচাররা স্টুডেন্টদেরকে কোচিং করায় এবং তাদেরকে অনেক ভালো ভালো মার্কস দেয় যার কারণে তাদের রোল নাম্বার অনেক আগে চলে আসে। একটা ক্লাস থ্রি বাচ্চাদেরকে কোচিং করার স্কুলে মাসে ২০০০ টাকা করে। দেখেন দশজনকে পড়ালে ২০ হাজার টাকা। এগুলো কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠান নাকি জালেম কিছু বুঝতে পারি না। অসাধারণ লিখেছেন আপনি এদেরকে আঙ্গুল দেখিয়ে দেওয়ার মানুষ এখনো তৈরি হয় নাই আমাদের সমাজের চোখ বুঝে সহ্য করা ছাড়া।
ধন্যবাদ আপু পোস্টটি পড়ার জন্য।
আমিও ভীষণ দুশ্চিন্তায় রয়েছি ইলমাকে নিয়ে। ওদের স্কুলের অবস্থাও তাই। আর কোচিং বাণিজ্য প্রখর। দেখি হয়তো স্কুল পরিবর্তন করতে হবে।
খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ পোস্ট শেয়ার করেছেন। সত্যি ভাইয়া এই বিষয়টি আমাকেও ভাবায়।লেখাপড়ার মান আজ কোথায়? টিচারের কাছে না দিলেও সমস্যা আর দিলেও শিট ভিত্তিক পড়াশোনাতে সৃজনশীল এরা কতটুকুই করতে বা ধরতে পারবে এটাই দেখার আর ভাবনার বিষয় আজ।ধন্যবাদ সুন্দর বিষয়টি নিয়ে পোস্ট শেয়ার করার জন্য।
আপু সত্যিই এই বিষয়গুলো ভীষণ ভাবায় আমাকে। তাইতো মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে করে।
Heres a free vote on behalf of @se-witness.