রেনভম ফটোগ্রাফি || আমার বাংলা ব্লগ
আজ- বুধবার 
বন্ধুরা নতুন একটি ব্র্যান্ড নিউ পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরতে গিয়েছিলাম এবং সেখানে কিছু ফটোগ্রাফি করেছি সেই সাথে শহরের বাজারে কিছু ফটোগ্রাফি করে সব মিলিয়ে আপনাদের মাঝে একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকের এই পোস্টটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর বেশি কথা না বাড়িয়ে দেখে আসি আমার ফটোগ্রাফি গুলো।
w3w locationhere
- এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর ছবি। বুড়িগঙ্গার পানি সত্যি অনেক দূষিত একদম কালো দূষিত পানি এবং যখন স্টিমার লঞ্চ পানির উপর দিয়ে যাচ্ছে তখন একটা দুর্গন্ধ আসছিল বোঝা যাচ্ছে খুবই খারাপ পানি এটি দেখে আমি সত্যি অনেক হতাশ ছিলাম।
 
w3w locationhere
- এটি হচ্ছে কর্ণফুলী ১ লঞ্চের ছবি। আসলে কর্ণফুলী এক লঞ্চটি দেখতে দৈর্ঘ্যের অনেক বড় ছিল যা হয়তোবা আমার এই মোবাইলের মধ্যে সম্পূর্ণ ক্যামেরা বন্দি করা সম্ভব হতো না তাই শুধুমাত্র সামনের অংশটুকু ছবি তুলেছি।
 
w3w locationhere
- ঢাকাতে একবার রাতে বাজার করতে বের হয়েছিলাম তখন একটা মশলার দোকানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের মসলা রয়েছে দেখি আমার অনেক ভালো লাগলো তাই ওখানকার একটা ফটোগ্রাফি করেছি।
 
w3w locationhere
- এগুলো দেখতে পাচ্ছেন মুরগির ডিম। মুরগির ডিম খেতে খুবই সুস্বাদু এবং এটি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর রাতে এগুলো দেখতে চকচকে লাগছিল দেখে আমার নজর কেড়েছিল তাই একটি ফটোগ্রাফি করলাম।
 
w3w locationhere
- এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীতে ছোট্ট একটি স্টিমার আসলে যখন লঞ্চে উঠেছিলাম তখন সবগুলো অনেক ছোট মনে হচ্ছিল তাই ফটোগ্রাফি করতে অনেক সুবিধা হয়েছে।
 
- এটি হচ্ছে ছোলার ডাল এর ছবি। এই ডাল খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে এবং এটি আমাদের শরীরের জন্য অনেক পুষ্টিকর একটি খাবার রাতে যখন বাজার করতে গিয়েছিলাম তখন এই ফটোগ্রাফিটা করেছি।
 
w3w locationhere
- এটি হচ্ছে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী খাবার এই খাবারের নাম হচ্ছে বাকরখানি। এটা দেখতে অনেকটা পিঠার মত খেতেও বেশ সুস্বাদু হয়ে থাকে।
 
w3w locationhere
- বেনিফিসার প্রিয় @shy-fox কে দেওয়া হয়েছে।
 
🫂ধন্যবাদ!!!🤵 
| ফটোগ্রাফার | @emonv | 
|---|---|
| ফটোগ্রাফি ডিভাইস | Infinix hot 11s | 
[[🔉প্রিয় স্টিমিট ইউজারগন,,]]👩💻"ইমন ব্লগ"👩💻 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা। আমার নাম মোঃ ইমন রেজা। বর্তমানে আমি একজন মাধ্যমিক🏫 শিক্ষার্থী। আমি প্রায়শই নিজেকে আবিস্কার করি। কেননা এটা আমার কথায় এবং লিখাই নতুন স্বাদ যুক্ত করে, যার ফলে আমি নিজের সবথেকে ভালো টুকু আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। আমি প্রতিদিন একবার নিজের সাথে কথা বলি, কারণ এটা আমার নিজের প্রতি আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দেয়। আমি ভ্রমণ করতে এবং ফটোগ্রাফি করতে অনেক পছন্দ করি। আমি প্রতিনিয়ত নতুন ,নতুন মানুষদের সাথে মিশে তাদের জীবনের অভিজ্ঞতার ভালোটুকু আমার জীবনে বাস্তবায়িত করতে পছন্দ করি।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy











You've got a free upvote from witness fuli.
Peace & Love!
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো চমৎকার হয়েছে। আসলে মাঝে মাঝে ঘুরতে গেলে অনেক সুন্দর ফটোগ্রাফি করা যায় আর সাথে দারুণ অভিজ্ঞতা হয়।বুড়িগঙ্গা নদী ও বুড়িগঙ্গা নদীতে ছোট্ট নদীর স্টিমার এর ছবি গুলো অনেক ভালো লেগেছে। পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ওয়াও অসাধারণ আপনি দেখছি বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন ৷ প্রতিটি ফটোগ্রাফি অনেক সুন্দর লাগছিল ৷ কর্নফুলীর আর ছবিটা আমার কাছে অনেক ভালো লাগলো ৷
যা হোক সব মিলে প্রতিটি ফটো অনেক সুন্দর ছিল৷ অসংখ্য ধন্যবাদ ভাই
নদীতে দৃশ্যমান কিছু লঞ্চের দৃশ্যপটের দারুন ফটোগ্রাফি করেছেন। সেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি ।সেজন্য প্রত্যেকটা ফটোগ্রাফি পোস্ট আমার খুবই পছন্দের।
বৈচিত্রময় কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আজ। একটার সাথে আরেকটার কোন মিল নেই।তবে প্রত্যেকটি ছবিই বেশ ঝকঝকে, চকচকে। এ ধরনের ক্যালেন্ডারের পাতায় বেশ মানিয়ে যেত। ধন্যবাদ।
খুব চমৎকার একটি অ্যালবাম তৈরি করেছেন আজকের রেনডম ফটোগ্রাফির মাধ্যমে। আসলে খুব ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো আর ফটোগ্রাফি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ আমাদের মাঝে তুলে ধরার জন্য।
আজকে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি নিয়ে উপস্থিত হয়েছেন। আপনার ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো আমার। যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনি ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরতে যেয়ে বেশ সুন্দর সুন্দর ফটো করেছেন। আপনার আজকের এই পোষ্টের মধ্যে দিয়ে আমি অনেক বিষয় সম্পর্কে জানতে পারলাম। এর মধ্যে আপনি বুড়িগঙ্গা নদীর মধ্যে থাকা একটি লঞ্চের ফটোগ্রাফি করেছেন যার নাম কর্ণফুলী। বাজার থেকে অনেকগুলো ডিমের ফটোগ্রাফি করেছেন খাবারের ফটোগ্রাফি করেছেন এছাড়াও আরো অনেক বিষয়ের ফটোগ্রাফি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে আমার খুবই ভালো লেগেছে।
আপনি বেশ চমৎকার কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। বুড়িগঙ্গা নদী এবং শহরের বাজার থেকে অনেক চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন। তবে আপনার ফটোগ্রাফি সবগুলো অসাধারণ। আমার কাছে বেশি ভালো লাগলো কর্ণফুলী লঞ্চের ফটোগ্রাফিটি। খুব সুন্দর করে বর্ণনা দিয়ে ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন।