শখের ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ সোমবার, ১৪ ই আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20230813_214625.JPG


আশাকরি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ্ আমি ভালো আছি। বেশ কয়েকদিন পর আজকের দিনটা রৌদ্দজ্জল ছিল। প্রায় সপ্তাহখানেক ধরে অধিকাংশ সময় আকাশ থাকত মেঘলা মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি। এবং হঠাৎ করে মুষলধারে বৃষ্টি। যদিও আমার কাছে বৃষ্টির দিন বেশ ভালো লাগে। যাইহোক আজ আবার একটা ফটোগ্রাফি পোস্ট নিয়ে চলে আসলাম। বতর্মান ফটোগ্রাফি একটা নেশায় পরিণত হয়েছে বলতে পারেন। প্রায় প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছুর ছবি ক‍্যাপচার করতেছিই। যাইহোক আজ সেইরকমই কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিব। আশাকরি আপনাদের ভালো লাগবে।



IMG_20230813_214355.JPG

IMG_20230813_214345.JPG

IMG_20230813_214328.JPG


  • শ্রাবণ মাস ভালো লাগার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে সুন্দর নীল আকাশ। শ্রাবণ মাসেই বছরের সবচাইতে বেশি পরিষ্কার থাকে আকাশ। এবং এক স্থানে একখণ্ড মেঘ রয়েছে এইদৃশ‍্য হরহামেশাই দেখা যায়। এই ফটোগ্রাফি টা এইরকমই একটা ফটোগ্রাফি। আশাকরি আপনাদের বেশ ভালো লাগবে এটা। এটা বিকেল হওয়ার কিছুটা সময় আগে ক‍্যাপচার করা।


IMG_20230813_214436.JPG

IMG_20230813_214426.JPG

IMG_20230813_214417.JPG


  • এটা আমার বাড়ি থেকে একটু দূরের রাস্তা। এই রাস্তাটা আমাদের এলাকার মধ্যে দিয়ে চলে গেছে। আমি সাধারণত বাড়িতে থাকলে বিকেল ছাড়া খুব একটা বেরই হয় না। তবে সেদিন এগারো টার সময় বের হয়েছিলাম। তখন রোদের তাপ বেশ অনেক বেশি। এরই মধ্যে আমার নজরে আসে এই দৃশ্য টা। এখানে একটি বাড়ি সামনে মসজিদ উপরে সুন্দর আকাশ এবং চারপাশে সবুজ গাছপালা সবকিছুর অস্তিত্ব রয়েছে। যাকে বলে একেবারে পূর্ণাঙ্গ পরিবেশ হা হা।।


IMG_20230813_214529.JPG

IMG_20230813_214506.JPG

IMG_20230813_214453.JPG


  • এটা হলো আমাদের এলাকার ঈদগাহ ময়দান। পাশাপাশি এখানে আমরা শর্টপিচ ক্রিকেট এবং শীতের সময় ব‍্যাডমিন্টন খেলে থাকি। এটা একেবারে বিকেল বেলায় সন্ধ‍্যার কিছু সময় পূর্বে আমি ক‍্যাপচার করেছিলাম। যখন সূর্যের শেষ আলোকবিন্দু মেঘের ফাঁক দিয়ে আসছে। এক অসাধারণ দ‍ৃশ‍্য তখন তৈরি হয়েছিল।


IMG_20230813_214548.JPG

IMG_20230813_214557.JPG


  • এটা আমাদের কুমারখালী রেলওয়ে স্টেশন। যদিও এটা স্টেশন এর কিছুটা বাইরের দিকের অংশ। এখানে একজন ব‍্যক্তি খুব মজাদার চিকেন ফ্রাই বিক্রি করে আমি গেলেই খাই। মাঝে মাঝে তো ঐ চিকেন ফ্রাই খাওয়ার জন‍্যই বাজারে চলে যায়। যাইহোক চিকেন ফ্রাই খাওয়ার আগ মূহুর্তে এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম আমি। তখন বেশ বিকেল হয়ে গেলেও সূর্যের তাপ ছিল প্রচণ্ড। এবং বেশ অনেক মানুষের সমাগম থাকে ঐ সময়ে।


IMG_20230813_214625.JPG

IMG_20230813_214614.JPG

IMG_20230813_214605.JPG


  • এই জায়গা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। একেবারে গ্রামের মধ্যে বলতে পারেন। জায়গা টা আমার অনেক পছন্দ। কারণ সরু রাস্তা এবং দু পাশে অনেক গাছপালা দারুণ একটা পরিবেশ। সেজন্য আমি এবং আমার বন্ধু লিখন মাঝে মাঝে এইদিকে ঘুরতে যায়। সেদিনও ঘুরতে গিয়েছিলাম। এবং এখানে সেদিন পর্যাপ্ত আলো ছিল। সেজন্য বাইকে যাওয়ার পথেই আমি এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছিলাম।


IMG_20230813_214704.JPG

IMG_20230813_214654.JPG

IMG_20230813_214640.JPG


  • এই ফটোগ্রাফি টাও ঐরকম গ্রামের মধ্য থেকেই করা। আগে এই জায়গা টা একটু মরুভূমির মতো ছিল। কারণ আশপাশে সেরকম বাড়ি ঘর ছিল না শুধু মাঠ আর মাঠ। যদিও এখন অনেক বাড়িঘর হয়ে গিয়েছে পথের ধারে। এখানে আমি মূলত সুন্দর সাদা মেঘের ভেলা এবং নিচে বিস্তৃর্ণ প্রান্তর বা মাঠ এক ছবিতে ক‍্যাপচার করার চেষ্টা করেছি মাএ।


IMG_20230813_214736.JPG

IMG_20230813_214720.JPG

IMG_20230813_214713.JPG


  • এটা হলো আমার বাড়ির পাশের হাইওয়ে। আমার যখন কোথাও বাইরে যাওয়ার দরকার হয় আমি তখন এখানে এসে গাড়ির জন্য অপেক্ষা করি। এখান থেকে বাস, সিএনজি, ইজিবাইক, ভ‍্যান সকল প্রকার যানবাহন পাওয়া যায়। এটা বেশ সুবিধা। সেদিনও দুপুর ৩ টার দিকে আমি দাড়িয়ে ছিলাম। ঐ সময়ে আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।


-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

বেশ সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য,আকাশের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আকাশের বিভিন্ন রুপ আপনি আপনার ফটোগ্রাফিতে তুলে ধরেছেন। প্রতিটি ফটোগ্রাফি জাস্ট আসাধারন হয়েছে। সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কিছু অসাধারণ ফটোগ্রাফি। ফটোগ্রাফি করা আপনার শখ এটা অনেক আগেই অনেকবার জেনেছি ভাই। আসলে ফটোগ্রাফি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না বললেই চলে এখন। তবে আমার কাছে আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছে কুমারখালী রেলওয়ে স্টেশন ফটোগ্রাফি। ধন্যবাদ ভাই এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

ভাই আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি মনোমুগ্ধকর ছিলো। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে মেঘ আর সবুজ প্রকৃতির ফটোগ্রাফি গুলো। প্রকৃতি আমাদের সবার কাছেই অনেক প্রিয়। প্রতিটি ফটোগ্রাফির সাথে খুবই সুন্দর ভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। সুন্দর ফটোগ্রাফি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

ভাইয়া আপনার শখের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।আপনি ফটোগ্রাফির পাশাপাশি বর্ননাও শেয়ার করলেন। এজন্য আরো বেশি ভালো লাগলো। সবুজ প্রকৃতির ফটোগ্রাফির সাথে আপনার অনুভূতি গুলো দারুন লাগলো। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 last year 

বর্ষাকালের দিনগুলো আমারও বেশ ভালো লাগে।তবে এখন আর আগের মতো সেই মুষলধারের বৃষ্টি নেই।কয়েকদিন আগে একটু দেখা দিয়েছিল।আপনার ফটোগ্রাফি গুলো চমৎকার লাগছে দেখতে।বেশ ভালো ফটোগ্রাফি করেন।এটা ঠিক বলেছেন একদম,ফটোগ্রাফি এক ধরনের নেশার মতো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 last year 

আপনার তোলা অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখতে পেলাম। প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মত। আপনি খুবই সুন্দর ভাবে এই ছবিগুলো ক্যাপচার করেছেন এবং আমাদের মাঝে আজকে শেয়ার করলেন। ছবিগুলো দেখে খুবই ভালো লাগলো ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65546.28
ETH 2666.01
USDT 1.00
SBD 2.90