যার পৌষ মাস তারই সর্বনাশ😛😋😋। ১০% বেনিফেসিয়ারি @Shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ বুধবার, ১০ ই নভেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



PicsArt_11-10-09.21.00.jpg

কী? পোস্টের টাইটেল পড়েই কেমন যেন লাগছে তাই তো। যে পৌষ মাস এবং সর্বনাশ একই সাথে কীভাবে হয়। আজ এই মজার ঘটনাটা নিয়েই আলোচনা করব। আমাদের এই জেনারেশনে ট্রিট বলে একটা কথা আছে। বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির নিকট বন্ধুবান্ধবের ভেতরে এই ট্রিট এর প্রভাব বেশি দেখা যায়। যেদিন যে বন্ধু ট্রিট দেয় তার যেন সর্বনাশই বলা যায় 😄। আমি নিজেও একাধিক বার আমার বন্ধুদের ট্রিট দিয়েছি তাই বিষয়টি আমি ভালোই উপলব্দি করি। এবং কিছু সময়ে এমন হয় যে এমন এমন বিষয়ে বন্ধুরা ট্রিট চেয়ে বসে নিজেকে আর ঠিক রাখতে পারিনা। গতকাল আমার বন্ধু শিশির আমাকে ট্রিট দিয়েছে। আজ এই বিষয়েই আপনাদের সাথে কথা বলব।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20211109_184452.jpg

IMG_20211109_184500.jpg



আমার বন্ধু শিশির বাইক কিনেছে। এর জন্য আমি ওর কাছে ট্রিট পেতাম। কিন্তু আমি কখনো আমার বন্ধুদের থেকে ট্রিট চেয়ে নেয় না। গতকাল আমার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে আমি বিকেল ৫ টার সময় বাসায় এসেছি। বাসায় এসে বইয়ের সাথে প্রশ্নের কিছু প্রশ্ন মেলালাম। এরপর ফ্রেশ হয়ে ফোনটা নিয়ে একটু অনলাইনে যায়। ইতিমধ্যে মাগরিবের আযান দিয়ে দেয়। ও হ‍্যা বলে রাখি শিশিরের সাথে আমি গত দুইমাস কথা বলি না। সন্ধ‍্যার সময় শিশির আমাকে ফোন দেয়।

শিশির: ইমন কই তুই?

আমি : শুয়ে আছি। বল

শিশির: এখন শুয়ে আছিস।

আমি: হুম। পরীক্ষা দিয়ে এসে ভালো লাগছে না।

শিশির: ঠিক আছে। রেডি হয়ে বাড়ির বাইরে আই দ্রুত।

আমি : কেন?

শিশির : আই কাজ আছে।



আমি রেডি হয়ে বাড়ির বাইরে গেলাম। কিছুক্ষণ পর শিশির নতুন বাইক নিয়ে হাজির। আমি তো অবাক। কিছুদিন হলো কিনেছে। বলল চল আজ তোকে বাইকের ট্রিট দেব। আমি বললাম চল ঠিক আছে। আমাদের কুমারখালী উপজেলা শহরে সেরকম কোনো ভালো রেস্টুরেন্ট নেই। একটা আছে রাহাত বেকারী চালিয়ে নেওয়ার মতো। তো সেখানেই গেলাম।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20211109_181156.jpg

IMG_20211109_181025.jpg

IMG_20211109_181011.jpg

যাইহোক রাহাত বেকারীতে গেলাম। যাওয়ার সময় খেয়াল করলাম শিশির রাএিবেলায় বেশ ভালোই চালালো বাইকটা। গিয়ে যথারীতি কিছুক্ষণ বসে থাকি। আমি এবং শিশির গল্প করি। এরপর যথারীতি অর্ডার দিয়ে দেয় খাবারের। কারণ খাবার টা আসতেও বেশ সময়ের প্রয়োজন।

√ চিকেন গ্রীল- কোয়ার্টার -২ টা

√ বাটার নান রুটি --৩ টা

√ ফালুদা- ১টা

√ মিল্কসেক- ১ টা

এখানে আসলে আমরা সাধারণত গ্রীলই বেশ খেয়ে থাকি। কারণ এদের সবগুলোর মধ্যে ওটাই সবচেয়ে ভালো। আমি আমার জন্য ফালুদা অর্ডার দেয় এদের ফালুদা টা আবার খুব ভালো হয়। এবং শিশির মিল্কসেক অর্ডার দেয়। এরপর আমি এবং শিশির কথা বলতে থাকি। শিশির সাথে আমার প্রায় ২ মাস পর কথা এবং দেখা। আমি অনেক ঝামেলায় থাকার কারণে ওর সাথে কথা হয়নি। শিশিরের বাইক কেনার বিষয়েও বেশ অনেক কথা হলো। বাইকটা বেশ ভালো হয়েছে। বাইকের মডেলটার নাম আমার মনে নাই। তবে ১.৫ লাখ নিয়েছে বাংলাদেশি টাকায়। ১.৫ লাখের বাইকের ট্রিটের বাজেট ১৫০০ না হলে হয়। কিন্তু আমি ভালো ছেলে শিশিরকে অতটা বাঁশ দেয় নাই😄। অল্প সল্প অর্ডার দেয়।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


IMG_20211109_183206.jpg

IMG_20211109_182223.jpg

IMG_20211109_182112.jpg

IMG_20211109_183213.jpg

IMG_20211109_182136.jpg

IMG_20211109_182124.jpg



এরপর যথারীতি খাবারগুলো চলে আসে আমার সামনে। বাহ কী বাহারী সব খাবার। পরীক্ষা দেওয়ার আগে সেই দুপুর ১২ টাই খেয়েছিলাম। তারপর আর খাওয়া হয়নি। যাইহোক খুব খুদাও লেগেছিল। শুরু করলাম খাওয়া। বেশ সময় নিয়েই খেলাম। কারণ বেশি দ্রুত খেলে আবার অন‍্যরা কি ভাবে। খাবারগুলো বেশ ভালো হয়েছিল। তবে কীনা অন‍্যদিনের চেয়ে সময়টা আজ বেশি নিয়ে খাবার সার্ভ করতে।

চিকেন গ্রীল এবং নানের রেটিং : ৭.৫/১০

ফালুদা : ৮.৫/১০



IMG_20211109_181216.jpg

IMG_20211109_181156.jpg

IMG_20211109_181206.jpg

খাওয়া শেষ হলে আমি এবং শিশির বেশ কিছুক্ষণ ঐ জায়গা বসে ছিলাম। এরপর আমরা টাকা পরিশোধ করি। বেশি না দুজনে মাএ ৪৫০ টাকার মতো বিল হয়েছিল। এরপর দোকান থেকে বের হয়ে শিশির বাড়ি চলে যায়। এবং কুমারখালী বাজারে আমার কিছু কাজ ছিল। সেগুলো শেষ করি। এরপর আমিও বাড়ি ফিরে আসি। শিশির সাথে সময়টা বেশ ভালো কেটেছে। আমি বেশ ভালো উপভোগ করেছি।


FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png


----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Sort:  
 2 years ago 

বন্ধুদের সাথে ঘোরা আড্ডা দেওয়া খাওয়া খুবই আনন্দময় একটি মুহূর্ত ।আসলেই আপনাদের সাথে এই জিনিসগুলো ওতপ্রোতভাবে জড়িত ।আপনারা যেভাবে সময় অসময় বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন আমরা তা ইচ্ছা করলেই পারিনা। সুন্দর মুহূর্ত গুলো আমাদের সাথে খুব সুন্দর ভাবে আপনি ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো। আপনার খাবার গুলো অনেক লোভনীয় ছিল। এগুলো দেখলে না খেতে পারলে কেমন লাগে বলুন তো ?অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি ব্লগ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দুঃখিত আপু। এগুলো দেখে খারাপ লাগলে আমি দায়ী না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব‍্যের জন্য।

খাও🙄🙄একা একাই খাও। আমাদেরকে বললেও না। শিশিরকে তো দেখছি ভালো মানের বাটা বাটছো। আর শিশির বাইক কিনলো কবে।

ভালোই সময় কাটিয়েছো। শুভ কামনা রইল🥰

 2 years ago 

এইতো ১০-১২ দিন আগে কিনছে। আর বাটলাম কই🤔🤔

তা তো পোষ্টে দেখলামই।

 2 years ago 

উরে বাবা দারুন দারুন। বন্ধুদের সাথে এই ট্রিট নামক উদ্ভট একটা শব্দ নিয়ে বেশ ভালই মজা হয় আজকাল। আমরা সবাই ব্যাপারটা বেশ এঞ্জয় করি। আপনি তো কম কিছু খান নি। ভালই সব অর্ডার করেছিলেন। ফালুদা আমার নিজেরও প্রিয়। ভালো লাগলো আপনাকে এত ভালো সময় কাটাতে দেখে।

 2 years ago 

ধন্যবাদ দিদি। ফালুদা আমারও খুব পছন্দ।

 2 years ago 

আপনি আপনার বন্ধুর সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছেন পড়ে ভালো লাগলো।ফালুদা আমার খুব পছন্দের খাবার। সব মিলিয়ে আপনার পোস্ট অনেক ভালো লেগেছে।

 2 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর একটি মন্তব‍্যের জন্য।।

 2 years ago 

সত্যি ভাইয়া এটা এখন সব জায়গায় প্রচলিত ট্রিট। কারণ কারো যদি জন্মদিন হয় তাহলে ট্রিট দেয়ার মাধ্যমে বন্ধুদের খুশি করে এবং বন্ধুদের
মধ্যে বেশি প্রচলিত ট্রিট এবং শুনে খুবই ভালো লাগলো আপনারা দুই বন্ধু মিলে খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন এবং খাবার গুলো ভালোই লাগলো দেখতে বেশ উন্নত এবং এককথায় দারুন ছিল ভাইয়া

 2 years ago 

ধন্যবাদ আপনার সুন্দর মন্তব‍্যের জন্য।

You have been upvoted by @abuahmad, a Country Representative of Bangladesh. We are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the quality contents on steemit.


I invite you to join #club-5050 if you haven’t joined yet



Follow @steemitblog for all the latest update and
Keep creating qualityful contents on Steemit!

Steem On

 2 years ago 

Thanks to visited my post.

 2 years ago 

আপনি ট্রিট চান না,আবার আমার ছোট একটা উপলক্ষ পেলে তাতেও ট্রিট না চাইলে হয়না।😁
সময় খুব ভালো কাটিয়েছেন❣️কথা হচ্ছে এক্সাম কেমন হইছে?

 2 years ago 

মোটামুটির উপর ভালো হয়েছে ভাই। ধন্যবাদ আপনার মন্তব‍্যের জন্য।।

 2 years ago 

আপনার না তোমার😁😁হোক না কর্মস্থল,🥰

 2 years ago 

😊😊😊

ভাইয়া আপনার লেখাটি পড়ে ভালো লাগল। বন্ধুরা মিলে অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় নি। আপনার লেখাটি পড়ে মনে হচ্ছে সবাই মিলে একটু ঘুরে আসি। কিন্তু তারও উপায় নেই। এক এক জন এক এক জায়গায় রয়েছি। বুঝা যাচ্ছে বন্ধুদের সাথে খুব আনন্দঘন মুহুর্ত কাটিয়েছেন। পোস্টটি পড়ে ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

🙂🙂🙂। ধন্যবাদ আপনার মন্তব‍্যের জন্য। আপনার আশা দ্রুত পূরণ হোক সেই কামনা করি।।

Coin Marketplace

STEEM 0.31
TRX 0.11
JST 0.034
BTC 64140.77
ETH 3133.36
USDT 1.00
SBD 4.15