শৈশবের স্মৃতিচারণ ( পুরানো আমি এবং বতর্মান আমি )

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শুক্রবার, ১১ই আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20230811_204830.JPG


মানুষের জীবন খুবই ছোট এবং ক্ষণস্থায়ী। এই ছোট জীবনে মানুষ সবচাইতে বেশি সময় অতিবাহিত করে নিজেকে বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এর সঙ্গে খাপ খাইয়ে নিতে। মানুষের বয়স যত বাড়ে দায়িত্ব। আর একবার দায়িত্ব গুলো কাঁধে আসলে অনেকদিন টেনে নিয়ে যেতে হয় যতদিন না সেই দায়িত্ব নতুন কেউ গ্রহণ করছে। তবে মানুষের জীবন ঐ শৈশব কৈশোর ১১-১২ বছর পর্যন্তই সুন্দর। তারপর নিজের লেখাপড়া ক‍্যারিয়ার চিন্তা সেটা শেষ হলে নতুন জীবন শুরুর চিন্তাতেই সব শেষ হয়ে যায়। তখন আর নিজেকে নিয়ে আলাদা ভাবে ভাবা হয়ে উঠে না। শৈশব কৈশোর এর মতো নিজেকে আর সব সুপারহিরোদের সঙ্গে তুলনাও করা হয়ে উঠে না। গতকাল দাদা তার পোস্টের মাধ্যমে বলেছেন আমরা ইচ্ছা করলে নিজেদের ছোটবেলার স্মৃতি লিখতে পারি। আজ সেইরকমই ছোটবেলার কিছু বিষয় নিয়ে আসলাম।


IMG_20230811_205006.JPG


আমরা যখন ছোট থাকি তখন সবাই চাই বড় হতে। সবাই চাই স্বাধীনতা। কিন্তু একবার বড় হওয়ার পর বোধগম্য হয় আসলে ঐ সময় টা কতটা ভালো ছিল। আমার বয়স এখন একুশ। একেবারে বিশ্বজয় করার বয়স। তবে একুশ বছর চললেও আমার শারীরিক গঠন মুখের সফটনেস মানে বেবি ফেস দেখলে আপনার মনেই হবে না আমার বয়স একুশ। তার উপর আমার এখনো ঐভাবে দাঁড়ি উঠে নাই। এটা নিয়ে অবশ‍্য আমার বন্ধুরা প্রায়ই কথি শোনায়। তবে আমার সবচাইতে বড় সমস্যা হলো আমার শারীরিক ওজন। আমার উচ্চতা মোটামুটি ৫ ফুট ৯ ইঞ্চি হবে। কিন্তু সেই তুলনায় আমার ওজন অনেক কম। এটা নিয়ে অবশ‍্য সবাই কথা শোনাই। কেউ বলে ঠিকমতো খাওয়া দাওয়া করো না এই সেই আরও কত কী। আমি কী ছোটবেলা থেকেই এইরকম চিকন ছিলাম!!!


IMG_20230811_204840.JPG


না আমি ছোটবেলা এমনটা ছিলাম না। আমার মা আমার বড় মা মানে আমার বড় চাচি উনাদের মতে ছোটবেলা মানে ১-২ বছর বয়সে আমি বেশ নাদুস নুদুস ছিলাম। মানে আমার ঐসময়ের অবস্থা দেখে কেউ বুঝতেই পারেনি ভবিষ্যতে আমার অবস্থা এমন হবে মানে আমি চিকন হবো। আবার আমার ছোটবেলার ছবি দেখলে কেউ হয়তো বিশ্বাস করবে না ওটা আমি হা হা। এর পেছনে অবশ‍্য একটা ঘটনা আছে। ঘটনা টা আমার মায়ের থেকে শোনা। আমার তখন খুব সম্ভবত ২ বছর। তখন আমার নিউমোনিয়া হয়। এটা ঠান্ডা বা সর্দিজনিত একটা রোগ। অনেক শিশুর এই সমস্যা হয়ে থাকে। তবে এখনকার মতো তখন তো চিকিৎসার অতো সুযোগ সুবিধা ছিল না। যাইহোক আমার নিউমোনিয়া এর চিকিৎসার জন্য নাকী আমাকে প্রায়ই তার প্রতিষেধক ইনজেকশন দেওয়া হতো। এবং একপর্যায়ে সেটা বেশ সিরিয়াস পর্যায়ে চলে গেলে ডোজ আরও বাড়তে থাকে।


IMG_20230811_204954.JPG


এভাবে প্রায় আমার ৮-৯ বছর বয়স পর্যন্ত নিউমোনিয়া রোগে ভুগেছি আমি। ঐ রোগের প্রতিষেধক হিসেবে যে ইনজেকশন দেওয়া হতো আর প্রতিক্রিয়ার ফলে নাকী আমি ক্রমেই চিকন হতে থাকি। এবং তার ইফেক্ট আর কাটেনি। তবে আমার বতর্মান অবস্থা নিয়ে আমি মোটেও দুঃখী না। কারণ আমি অন‍্যদের মতো অসুস্থ হয় না। আমার অসুখ বলতে শুধু বছরে একবার দুবার জ্বর। এবং এই পাতলা শরীর টা নিয়ে শীতে একটু ঝামেলা হলেও গরম খুব একটা লাগে না। আবার মোটা মানুষের মতো নড়তে চড়তেও বারোমাস লাগে না হা হা। তবে ওজন যে আরেকটু বাড়াতে হবে সেটা আমিও জানি। তবে এখন মাঝে মাঝে আমার মনে হয় ইস আমি যদি ঐ ছোটবেলার মতোই থাকতাম তাহলে কেমন দেখতে হতাম হা হা।।



-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  
 last year 

ভাইয়া আপনার ছোটবেলার স্মৃতি পড়ে অনেক ভালো লাগলো। তবে নিউমোনিয়া রোগের প্রতিষেধক টিকা নেওয়ার জন্য আপনি চিকন।আসলে ভাইয়া সুস্হ থাকায় অনেক চিকন দিয়ে কি হবে।আপনার জন্য শুভকামনা রইল।

 last year 

ভাই আপনার বর্তমান এবং ভবিষ্যতের গল্প পড়ে আমার বেশ ভালো লেগেছে কিন্তু আপনার অসুস্থতার কথা শুনে একটু খারাপ লাগলো। আপনি নিমমনিয়া রোগের প্রতিষেধক ওষুধ খেয়ে আপনার শরীর শুকিয়ে গিয়েছে ভাইয়া কিন্তু আপনার পোস্টে এক দুই বছরের কথা বললেন আপনি বেশ নাদুস নুদুস ছিলেন। শুভকামনা রইল এত সুন্দর একটি গল্প শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 58544.56
ETH 2629.02
USDT 1.00
SBD 2.44