অনলাইন থেকে পণ্য ক্রয়ের অভিজ্ঞতা। ১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।

in আমার বাংলা ব্লগ2 years ago


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ শনিবার, ২৭ ই নভেম্বর ২০২১।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে



PicsArt_11-26-07.41.03.jpg



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

আশাকরি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। অনলাইন কেনাকাটায় আমার তেমন একটা বিশ্বাস নেই। সেজন্য খুব একটা অনলাইন থেকে পণ্য ক্রয় করি না। কিন্তু আমার কিছু বন্ধু নিয়মিত অনলাইন থেকে পণ্য ক্রয় করে ওরা দেখি বেশ ভালো মানের পণ‍্যই পায়। গত সোমবার আমি কিছুক্ষণ ফেসবুক ব‍্যবহার করছিলাম। ফেসবুকের স্ট‍্যাটাস গুলো স্ক্রল করতে করতে হঠাৎ একটা পেইজ চোখে পড়ল। দেখলাম পেইজে ২০২১-২২ সিজেনের ফুটবল ক্লাবগুলোর বেশ ভালো ভালো জার্সি রয়েছে। এবং দামটাও আমার সাধ‍্যের মধ্যে। পেইজ টার নাম প্রিয়দর্শন। জার্সিগুলোর কোয়ালিটি টা বেশ ভালো লিখেছে। সবগুলো জার্সি দেখলাম। আমার সংগ্রহে আগে থেকেই রিয়াল মার্দিদ, জুভেন্টাস, বার্সেলোনা, লিভারপুল এদের জার্সি আছে। কিন্তু ছিলনা খালি বুন্দেসলীগার কোনো দলের জার্সি। দেখলাম বার্য়ান মিউনিখের নতুন জার্সিটা বেশ সুন্দর। তাই কোনো রকম দেরি না করে ওদেরকে মেসেজ করলাম। সাথে সাথে রিপ্লাই। যাইহোক কথা বার্তা বলে সাথে সাথে ডেলিভারি চার্জ ১২০ টাকা পাঠিয়ে দিলাম। এবং বাকিটা দিতে হবে ডেলিভারি নেওয়ার সময়। জার্সির দাম ৪৫০ এবং ডেলিভারি চার্জ ১২০ সর্বমোট ৫৭০। আমাদের মফস্বল শহরে এই রকম জার্সি পাওয়াই যায় না। তাই দামের দিকটা নিয়ে অতোটা ভাবি নাই।



IMG_20211126_141439.jpg

IMG_20211126_141537.jpg

IMG_20211126_141504.jpg

IMG_20211126_141449.jpg

w3w



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

গতকাল শুক্রবার সকাল সকাল ফোনে একটা ম‍্যাসেজ এলো। স‍্যার আপনার পণ‍্যটি আপনি আজকেই পাবেন। নিচে একটা নাম্বার ছিল দিলাম ফোন। বলল স‍্যার আমি কুমারখালীতে পরে যাব এবং আপনাকে ফোন দেব। যাইহোক তখন এই পর্যন্তই। এদিকে গতকাল জুম্মার দিন ছিল। তৈরি হয়ে গেছি নামাজে। নামাজ থেকে বাসায় ফিরে দুপুরের খাবার খেতে বসেছি। তখনই একটা ফোন। স‍্যার আপনার পণ‍্যটি কুমারখালী রোজিনা কাউন্টারে আছে। এসে নিয়ে যান। যাইহোক দ্রুত খাওয়া শেষ করলাম। এরপর তৈরি হয়ে গেলাম। শুক্রবার দুপুর হওয়াই রাস্তায় যানবাহনের সংকট ছিল বেশ। তাই আমাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়।



IMG_20211126_142031.jpg

IMG_20211126_142145.jpg

w3w



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

বেশ কিছুক্ষণ পর একটা ইজিবাইক আসলো। উঠে পড়লাম। এখান থেকে ১০ মিনিটের পথ। যথারীতি চলে গেলাম কুমারখালী রোজিনা কাউন্টার। দেখলাম একজন বসে আছে। বললাম আমার একটা পার্সেল আছে। ডেলিভারি ম‍্যান এবং আমার মধ্যে কথোপকথন।

আমি : ভাইয়া এখান থেকে ফোন করছিল। আমার পার্সেল আসছে।

ডে.ম‍্যান: আপনার নাম কী ভাই?

আমি : মোহাম্মদ ইমন

ডে.ম‍্যান: মোবাইল নাম্বার বলেন?

আমি : 013...........68

ডে. ম‍্যান: এই নিন আপনার পণ্য।

আমি : ঠিক আছে। এই যে আপনার টাকা।

ডে.ম‍্যান: ধন্যবাদ ভাই।

আমি : ধন্যবাদ।



IMG_20211126_144309.jpg

IMG_20211126_144303.jpg

IMG_20211126_144200.jpg

w3w



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

পণ্যটি নিয়ে চলে আসলাম বাড়ি। এরপর খুলে দেখার পালা। যথারীতি শুরু করলাম খোলা। প‍্যাকেট থেকে বের করার সময় বেশ কিছু ছবি তুললাম। বের করে দেখে বেশ ভালো লাগল। না ঠকায় নি। দাম অনুসারে জার্সিটার কোয়ালিটি ভালো। এবং ডেলিভারী টাও সঠিক সময়ে করেছে। এরপর যথারীতি জার্সিটা গায়ে দিলাম বেশ দারুণ লাগছিল। বায়ার্ন মিউনিখ উয়েফা চ‍্যাম্পিয়ন লীগের সফল একটি দল। এবং নিজেদের ঘরোয়া লীগে তো কথায় নেই। মূলত আমার একজন প্রিয় খেলোয়ার রবার্ট লেভানদস্কি বায়ার্ন মিউনিখে খেলে। এজন্যই এই জার্সিটা নিয়েছি।



পণ‍্য পেয়ে আমার অনুভূতি



Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রথমবার অনলাইন থেকে এইভাবে পণ্য ক্রয় বেশ ভয়ে ছিলাম আমি। তবে হাতে পাওয়ার পর অনলাইন শপিং এর উপর ধারণা টা আমার অনেক আংশে বদলে গেছে। তাদের ব‍্যবহার সার্ভিস সবকিছু এককথায় বেশ প্রশংসনীয়। তবে কিছু কিছু অসাধু অনলাইন প্রতিষ্টানের জন্য সবার দূর্ণাম হয়। যা সত্যি দুঃখজনক। তবে আমার এখন মনে হচ্ছে আগে আমি বাংলাদেশের অনলাইন ব‍্যবসা যতটা নিম্নমানের মনে করেছিলাম ততটাও নিম্নমানের না। তবে বেশি গুরুত্বপূর্ণ এবং মূল‍্যবান সামগ্রী অর্ডার দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।।



১০% বেনিফেসিয়ারি @shy-fox এর জন্য।



----------
ফটোগ্রাফার@emon42
ফটোগ্রাফি ডিভাইসVIVO Y91C


সবাইকে ধন্যবাদ💖💖💖।



আমি ইমন হোসেন। আমি বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বসবাস করি। আমি একজন ছাএ। আমি কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করি। আমি খেলাধুলা ভালোবাসি। বিশেষ আমি ফুটবল পছন্দ করি।



7b4bio5hobgt1ToxyJNZ2CBe2hrJJxxFumrTYgdiB16dsHGkxy5u76CUy1NXorPzXaMcRyXict6abfZKwupPgossU5rvzNFrfZu3mixHrTzqWdZpkJ9YsuTNWgaCHKTM7Z8rmrTgLzaeAtSZQApiPzpBJDDQ.png



FUkUE5bzkAZT3HzV5tJDiU2ik81PCd4JCyhWnRcDN8XJsVFY3UNB8DCRWUhECrBewyvr56XLHQLFtR3iJUgyYXhoNnQzaPV4fGATT2PmXhFCBxcFCr2kEHS2obaiYPVBvHXcZ5NDLfrZh4qAU4CWzpqmK5XnDexEGztE.png

Sort:  
 2 years ago 

আমি রেগুলার অনলাইনে কেনাকাটা করি। এখন মার্কেটে যেতে হয় না। আপনিও চাইলে অনলাইনে কেনাকাটা করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটু জেনে বুঝে ভালো পেজ থেকে কেনাকাটা করবেন। আপনার আজকের পোস্টটি পড়ে বুঝতে পারলাম যে আপনি অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা ভাল ছিল।আপনি খুব ভালো পণ্য পেয়েছেন। এভাবেই বিভিন্ন পেজ বেছে বেছে আপনি কেনাকাটা করতে পারেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

হ‍্যা আপু বেশ ভালো একটি কথা বলেছেন। ধন্যবাদ
আপনার সুন্দর মন্তব‍্যের জন্য।।

 2 years ago (edited)

ভাইয়া অনলাইনে কেনাকাটা করতে গেলে একটা ভয় লাগে। দারাজ প্রতারণা করে থাকে মাঝে মাঝে মানে একটা জিনিস নিব অন্য জিনিস দেয়। এজন্য অনলাইন থেকে কেনাকাটা করা থেকে বিরত থাকি কিন্তু ব্র্যান্ডের জিনিস কিনলে এগুলো ঠিক ভালো মানের পাওয়া যায়। ইন্টারসিটি আমার খুবই ভালো লেগেছে আসলেই আপনি ফুটবল খেলা দেখেন বোঝা যায়। বেশ উন্নত লাগছে । সব মিলিয়ে ভালোই ছিল ভাইয়া।

 2 years ago 

ইন্টারসিটির সাপোর্টার অনেকদিন পর দেখলাম। ধন্যবাদ ভাই।।

 2 years ago 

বাহ,জার্সিটা বেশ হয়েছে।তাছাড়া আমিও অনলাইনে কেনাকাটা করি অনেকসময়।তবে আমি নামকরা বিশ্বস্ত কোম্পানির থেকে কেনাকাটা করি।তারা আমাদের বাড়িতে এসে জিনিস দিয়ে যায়।সমস্যা হলে ফেরত ও নিয়ে যায়।তবে হ্যাঁ অনেক খারাপ কোম্পানি ও রয়েছে।তাই সতর্ক থাকা খুবই জরুরি।ধন্যবাদ ভাইয়া, ভালো মেসেজ দিয়েছেন।

 2 years ago 

অনলাইন প্রতিষ্টান পণ্য ফেরত নেয় এটা সত্যি অবাক করা বিষয়।।

 2 years ago 

অনলাইনে কেনাকাটার মধ্যে অনেক আনন্দ রয়েছে এবং খুবি সহজ ভাবে আমরা যে কোন পণ্য হাতে পাই, কিন্তু অনলাইনে বর্তমানে এখন প্রতারণার শিকার হচ্ছে। তারা সঠিক পণ্য দিচ্ছে না। আমাদেরকে বিভ্রান্ত করছে। এটি খুবই খারাপ দিক। তারপরেও আপনার অনলাইনে শপিং করার অভিজ্ঞতা দেখে আমার খুবই ভালো লাগলো। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মন্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য।।

বোঝায় যাচ্ছে দারুন অনুভূতি,কারন অনলাইনে অর্ডার করেও ঠকেন নি। আসলে কিছু কিছু অনলাইন পেজ/প্রতিষ্ঠান আমাদের অনলাইনে কেনাকাটার বিশ্বস্ততার জায়গা টা নষ্ট করে দিয়েছিলো।

 2 years ago 

একেবারে সঠিক কথা বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

জার্সি গুলো সত্যিই খুবই সুন্দর ভাইয়া। আসলে একটি কথা কি যে আমরা অনেকেই অনলাইনে কেনাকাটা কে পছন্দ করিনা আমরা ভাবি যে আমাদের ঠকিয়ে দিবে কিন্তু সবাই আসলে ঠকায় না। হয়তো কিছু লোক এরকম সেই জন্য আমরা অনলাইনে কিছু কেনা কে বিশ্বাস করতে পারিনা। কিন্তু আজকাল অনেকেই অনলাইনে কেনাকাটা করছে আপনি অনেক ভাল করেছেন যে আপনার অনলাইনে কেনাকাটার প্রতি বিশ্বাস অর্জন হয়েছে সেটা এখানে শেয়ার করেছেন এজন্য অনেকেই অনলাইনে প্রতি বিশ্বাস স্থাপন করবে। ধন্যবাদ ভাইয়া এবং আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার এতো সুন্দর একটি মন্তব্যের জন্য।।।

 2 years ago 

আমাদের বাড়িতে সবকিছু অনলাইনে কেনা কাটা করা হয়। আর আমি তো সব কিছু অনলাইনে কেনা কাটা করি। সেগুলো আমাদের বাড়ি এসে ডেলিভারি দেয়। এবার খারাপ পণ্য হলে রিটার্ন দেওয়া যায় তাও আবার যত বার খুশি। তবে ভাইয়া দেখেশুনে কেনাকাটা করবেন। এখন অনেক লোক ঠকানোর প্রতিষ্ঠান রয়েছে। তবে ভাইয়া জার্সি টি অনেক সুন্দর ছিল।আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

কিন্তু বৌদি আমাদের দেশ এবং আপনাদের দেশের অনলাইন সার্ভিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এবং আমি একটু মফস্বল শহরে থাকি তো তাই একেবারে হোম ডেলিভারি পাওয়া যায় না। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব‍্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.11
JST 0.033
BTC 63901.15
ETH 3133.40
USDT 1.00
SBD 4.05