এমন কেন হয়।

in আমার বাংলা ব্লগlast year


আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।

আজ মঙ্গলবার, ১ লা আগষ্ট, ২০২৩।

আমি @emon42.

বাংলাদেশ🇧🇩 থেকে


IMG_20230801_170915.jpg


আমাদের মধ্যে কেউ ছাএজীবন পাড় করেছি আবার কেউ করছি। আমি তাদের মধ্যে একজন। কারো লেখাপড়া করতে ভালো লাগে কারো বা ভালো লাগে না। কেউ লেখাপড়ায় অনেক ভালো আবার কেউ মোটামুটি। তবে সবার ক্ষেএে মোটামুটি একটা বিষয় পরিষ্কার। সবাই পরীক্ষা বিষয় টা কিছুটা হলেও ভয় পাই। সবাই চাই পরীক্ষা টা যেন দ্রুত শেষ হয়। অপেক্ষায় থাক পরীক্ষা কবে শেষ হবে। এবং যেদিন শেষ সব শিক্ষার্থী অনেক খুশি হয় একটা দীর্ঘশ্বাস ছাড়ে বলে যাক এবার তো বাঁচলাম আবার পরের সেমিষ্টারে দেখা যাবে। আমিও এতদিন এগুলো বলে এসেছি। আজ আমার সপ্তম সেমিষ্টারের শেষ পরীক্ষা ছিল। মোটামুটি অফিশিয়ালি আমার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর থিওরী পরীক্ষা শেষ। আজ তো আমার অনেক খুশি হওয়ার কথা। কিন্তু কেন জানি আমার মধ্যে খুশির বিন্দুমাত্র নেই।


IMG_20230801_171516.jpg

IMG_20230801_171511.jpg


একটা কাকতালীয় বিষয় বলি শুনেন। ২০১৯ সালের ১লা আগষ্ট আমি বা আমাদের ব‍্যাচ কুষ্টিয়া পলিটেকনিকে ছাএ হিসেবে প্রবেশ করি। অরিয়েন্টেশন এর মাধ্যমে শুরু হয় আমাদের কলেজ জীবন। আজ ১লা আগষ্ট ২০২৩ ঠিক ৪ বছর পর আমরা শেষ করলাম কলেজ জীবন। এখন শুধু ইন্ডাস্ট্রিয়াল অ‍্যাটাচমেন্ট বা ইন্টার্নশীপ বাকি। বিষয়টি এমন যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়েই থামতে হলো। খুব করে চাইছিলাম এই সেমিষ্টারের পরীক্ষা গুলো যেন দ্রুত শেষ হয়ে গেল। কারণ আর পারছিলাম না। আজ শেষ হয়েও গেল। আমার অনেক খুশি হওয়ার কথা। কিন্তু পরীক্ষা দিয়ে বের হওয়ার পরেই আমার মনটা খারাপ হয় গেল। বিকেলে পরীক্ষা দিয়ে বাড়িতে এসেছি সত্যি বলতে আমার মনটা অনেক খারাপ। পরীক্ষা শেষ যেখানে আমার খুশি হওয়ার কথা, কিন্তু আমি!!!


IMG-20220519-WA0001.jpg


পরীক্ষা দিয়ে বের হয়ে দেখি আমার সব বন্ধুরা এবং আরও অনেক শিক্ষার্থীরা দাঁড়িয়ে কথা বলছে গল্প করছে। সবার মধ্যে পরীক্ষা শেষ হওয়ার একটা আনন্দ একটা উচ্ছাস। কিন্তু কোথায় যেন সেই আনন্দে ভাটা পড়েছে। আর হবেনা পরীক্ষা দিতে আসা। পুরো সেমিষ্টার না পড়ে পরীক্ষার আগের দিন রাতে পড়া। আর হবে না পাশে বসা বন্ধুকে বলা যে তুই এই চ‍্যাপ্টারগুলো পড়বি বাকিগুলো আমি পড়ব দুজন একসঙ্গে পরীক্ষা দিব। সবকিছুরই শেষ আছে।তবে সব শেষ মানুষ মেনে নিতে পারে না। কিন্তু মেনে তো নেওয়া লাগবেই। আমি আমার মাধ্যমিক স্কুলজীবন থেকে কলেজ জীবন টা বেশি উপভোগ করেছি। কলেজে এসে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। অনেক মানুষের সঙ্গে পরিচয় অনেক বাস্তবতার সঙ্গে পরিচিত হওয়া। অনেক পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।


IMG_20220924_145806.jpg

received_670040861515338.jpeg

received_502438118644267.jpeg


আমি ঠিক জানি না এই খারাপ লাগা বিষয়টি শুধু কী আমার ক্ষেএেই হচ্ছে না আমার অন্য বন্ধুদের ক্ষেএেও হচ্ছে। ওরা হয়তো পরীক্ষা শেষ সেজন্য আনন্দ করছে। এরপর এক এক জনের গন্তব্য আলাদা হয়ে যাবে। হয়তো আবার কখনো দেখা হবে হয়তো আর হবেও না। আজ পরীক্ষা শেষের দিকে স‍্যার আমার খাতাটা নিয়ে নিয়েছিল। আমার দোষ ছিল তবে ততটাও না। পরে স‍্যার বিষয়টা বুঝতে পেরে ১০ মিনিট পর আমার খাতাটা দিয়ে দেয়। যখন খাতাটা স‍্যার নিল তখন আমার খারাপ লাগছিল তবে ততটা না। মোহাম্মদ আমার এই ১৪ বছরের শিক্ষাজীবনে সব পরীক্ষায় এবার দিয়ে তৃতীয় বার পরীক্ষা হলে স‍্যার আমার খাতা নিল। অনেক নতুন অভিজ্ঞতার অনেক নতুন পরিস্থিতির সঙ্গে পরিচয় হওয়ার পর আজ আরেকটা অভিজ্ঞতা অর্জন হলো। এই প্রথমবার পরীক্ষা শেষ হওয়াই কোনো আনন্দ নেই। আমার মধ্যে কোনো ভালো লাগা প্রশান্তি কাজ করছে না।





-------------
ফটোগ্রাফার@emon42
ডিভাইসVIVO Y91C
সময়আগষ্ট,২০২৩


সবাইকে ধন্যবাদ💖💖💖।



IMG_20230518_131529.JPG

Facebook
Twitter
You Tube



অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।





Amar_Bangla_Blog_logo.jpg

Banner(1).png

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovUdcufHKutmnDv7XmQqPrB8fBXG7kzXLfFggSC6SoPdYYQg44yvKzFDWktyjCspTTm5NVQAdTm7UoN34AAMT6AoF.gif



Heroism_Second.png



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

ভাই পোস্ট আপনার ছিল লেখাগুলো আপনার কিন্তু উপলব্ধি করতে পারছিলাম আমার জীবনেরও সেই দিনটির কথা, খুব বিরক্ত হতাম কলেজ জীবনের অনেক তিক্ত অভিজ্ঞতা ছিল চাইতাম কবে কলেজ টা শেষ হবে, ঠিক তেমনি যেদিন ডিপ্লোমা লাইফের শেষ পরীক্ষাটা দিলাম অর্থাৎ এখন আর অফিসিয়াল ভাবে পরীক্ষার আর নেই, সেই দিনের অনুভূতিটা যেন আপনার আজকের লেখায় উপলব্ধি করতে পারলাম।

এর পরবর্তীতেও আরো বেশ কয়েকবার কলেজে আসা হবে আপনার কিন্তু সত্যিই আজকের দিনের মত কিন্তু বন্ধুদের আর পাবেন না ঐদিন।

 last year 

আমরা শেষটা চাই কিন্তু সব শেষটা আনন্দের হয়না।পরীক্ষার ঝামেলা নেই এখন রিলাক্স মুডে থাকবেন।কিন্তু সেই কলেজ,ফ্রেন্ডরা,সেই আড্ডা তাতো হারাবেন।তাই আপনার এক্সাম শেষ হলেও আনন্দ অনুভূতি আপনার মাঝে কাজ করছে না।হয়তো সবার সাথে আবার দেখা হবে, আড্ডা ও হবে।কিন্তু এই দিনের এই অনুভূতি আপনাদের কারো মনেই কাজ করবে না।ধন্যবাদ ভাইয়া অনুভুতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65738.35
ETH 2677.27
USDT 1.00
SBD 2.91