ডায়েরি গেম। ||১৮ নভেম্বর ২০২৩|| আজকের দিনটা বন্ধুর সাথে ঘুরাঘুরি করে কাটিয়েছিলাম।

in Steem For Bangladesh11 months ago

প্রিয় বন্ধুরা,

আমার নিজের লেখা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম।

বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভাল আছি।আজকেও আমি আপনাদের সাথে একটি ডায়েরি গেম শেয়ার করব। তা হলোঃ আজকের দিনটা বন্ধুর সাথে ঘুরাঘুরি করে কাটিয়েছিলাম।

আমি প্রতিদিনের মতো আজকে খুব ভোরে ঘুম থেকে উঠি। এরপর প্রতিদিনের মতোই ব্রাশ করে ফ্রেশ হয়।তারপর আমি রাতে মাঝে মাঝে ছোলা বুট ভিজিয়ে রাখি। এরপর সকালে সেই ভেজা ছোলা খায়। তাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ঐদিন সেই ভেজা ছোলাগুলো খেয়েছিলাম।

IMG20231118124557.jpg

আমি মাঝে মাঝেই এমন ভেজা ছোলা খেয়ে থাকি। কারণ ছোলা খেলে দেখা যায় শরীরে ভিটামিনের অভাব দূর হয় এবং ক্লান্তি ভাব দূর হয়। কারণ ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এ ছাড়া রয়েছে আমিষ। যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন। যেমন গরুর মাংস খেলে মানুষের শরীরে আমিষের অভাব দূর হয়। তাই দেখা যায়, যারা গরিব লোক তারা গরুর মাংস খেতে পারে না।

IMG20231118124530.jpg

তাই তারা এই ছোলা বুট খেতে পারেন। তাই আমি মাঝে মাঝে রাতে ভিজে রাখি এই ছোলা। পরে সকালে উঠে এই ছোলা গুলো খায়। তাই আপনাদের যাদের শরীরের এনার্জি কম এবং ক্লান্তি ভাব রয়েছে। তারা রোজ ছোলা খেতে পারেন। তাই আমি রাতে সেই ভেজা ছোলা খেয়ে শেষ করি। এরপর আমার পড়ার টেবিলে কিছুক্ষণ পড়ালেখা করি। এরপর পড়া শেষে কিছুক্ষণ পর কলেজের উদ্দেশ্যে কলেজে চলে যায়।

কলেজে দুপুর ১টা পর্যন্ত ক্লাস করে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে দুপুরে কিছুক্ষণ রেস্ট নেয়। এরপর দুপুরে গোসল করে দুপুরের খাবার কমপ্লিট করি।দুপুরের খাবার কমপ্লিট করে কিছুক্ষণ মেসেঞ্জারে বন্ধুর সাথে চ্যাটিং করি। এরপর চ্যাটিং করতে করতে এক বন্ধু বলল চলো

IMG_20231118_125114.jpg

আজকে বিকাল চারটার দিকে একটু ঘোরাফেরা করব। তাই আমিও বন্ধুর কথা মত রাজি হয়ে গেলাম। তাই দুই বন্ধু মিলে আমাদের বাড়ির পাশে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর পাড়ে ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হয়। নদীর পাশে গিয়ে আমি ও আমার বন্ধু মিলে দুজনে কিছু ছবি তুলি। ছবিগুলো দেখলে বুঝতে পারবেন ছবির মাঝে নৌকাও দেখা যাচ্ছে। এবং ছবিতে দেখা যাচ্ছে যে একটা নৌকা যাচ্ছে অনেকগুলো যাত্রী নিয়ে।

IMG_20231118_125529.jpg

তখন বন্ধু সেই ছবিটাও তুলে রেখেছিল যা আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে বন্ধুর সাথে ঘোরাফেরা করলাম তাই অনেক ভালো লাগলো। কারণ মাঝে মাঝে ঘোরাঘুরি করলে দেখা যায় মনটা অনেক ফ্রেশ হয় এবং মনটা অনেক ভালো থাকে। তাই আমাদের মাঝে মাঝে ঘোরাঘুরি করা উচিত। এজন্যই আমিও আমার বন্ধু বিকাল বেলা মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি।

দুই বন্ধু মিলে প্রায় অনেকক্ষণ আলাপ গল্পের পাশাপাশি ঘোরাঘুরি করেছিলাম। দুই বন্ধু অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাড়িতে আসার সময় দেখি আমাদের বাড়ির পাশে কিছু ছেলেরা ক্রিকেট খেলার মাঠ তৈরি করেছে ক্রিকেট খেলার জন্য। তাই এই খেলাটা দেখার জন্য কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম এবং এ সময় কিছু ছবি তুলে রেখেছিলাম।

IMG_20231118_125855.jpg

ছবি দেখলে বুঝতে পারবেন যে আমাদের গ্রামের ছেলেরা ক্রিকেট বল খেলাচ্ছে এ সময় আমি ছবিটি তুলে রেখেছিলাম । আমাদের গ্রামে প্রায় অধিকাংশ ছেলেরাই এরকম বিভিন্ন খেলা খেলে থাকে। তাই আমি আমার বন্ধু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই ছোট ছেলেদের খেলা উপভোগ করলাম এবং এই ছোট ছেলেদের খেলা গুলো দেখে সেই অতীতের কথা মনে পড়ে গেল। যখন আমরা অনেক ছোট ছিলাম সেই ছোটবেলায়ও এই ছোট বাচ্চাগুলোর মত আমরাও এমন ক্রিকেট থেকে শুরু বিভিন্ন খেলা খেলতাম।

আসলে ছোটবেলার দিনগুলো অনেক মিস করি যে দিনগুলো কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। তাই ছোট ছেলেদের খেলাটা দেখে সেই অতীতের কথা মনে পড়ে গিয়েছিল। তাই আমি আমার বন্ধু ছোট ছেলেদের খেলা উপভোগ করে যার যার মত বাড়িতে চলে আসি। বাড়িতে এসে কিছুক্ষণ পর মাগরিবের আযান দিলে মাগরিবের নামাজ পড়ে এসে পরিবারের সাথে রাতের খাবার সম্পূর্ণ করি। এরপর রাতের নির্দিষ্ট সময় ঘুমে পড়ি। এই ছিল আমার আজকের দিনের ডায়রি গেম। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে লেখাগুলো পড়ে।

বন্ধুরা আজকে আর লিখব না। আজকের মতো এখানেই শেষ করছি । আপনাদের মাঝে আজকে যে কথাগুলো শেয়ার করলাম। আশা করি আপনাদের অবশ্যই ভাল লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন । ভালো থাকবেন সবাই ।আল্লাহ হাফেজ।
TQ.png

DeviceName
AndroidRedmi Note 7S
CameraDual 48+5 Megapixel
LocationBangladesh 🇧🇩
Short by@emdadul12
Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 11 months ago 

Many many thank you for your support ❤️❤️❤️

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 11 months ago 

Many many thank you for your support ❣️❣️❣️❣️

Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 67633.57
ETH 2605.69
USDT 1.00
SBD 2.71