পেন্সিল রং দিয়ে গোলাপ আঁকা benificiary 10% @shy-fox"beneficiary "abb-school"

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম।

IMG_20220603_231658.jpg

সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন।

আজকে আমি আপনাদের সাথে পেন্সিল রং দিয়ে গোলাপ ফুল একে দেখাবো।হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আঁকা যাবে খুব বেশি কঠিনও নয় আঁকা। চলুন দেখে নি কি লাগে গোলাপ আঁকতে।

উপকরণঃ

১.পেন্সিল রং।

২.পরিষ্কার খাতা।

GridArt_20220603_234042807.jpg

প্রস্তুত প্রণালিঃ

প্রথমে পেন্সিল রং এর সাহায্যে গোলাপের আকারে গোল করে নিতে হবে।তারপর পাতা গুলো আস্তে আস্তে একে নিতে হবে। গোলাপে মাঝখানের আকৃতি দিয়ে দিতে হবে। এটা আসলে ছবি দেখাই বুঝে নিতে হবে কীভাবে করতে হবে।

IMG_20220603_225431.jpg

IMG_20220603_225621.jpg

IMG_20220603_230009.jpg

তারপর গোলপি রং দিয়ে হালকা হালকা করে কালার করে নিতে হবে।

IMG_20220603_230128.jpg

IMG_20220603_230249.jpg

একই ভাবে আর একটা ফুলও এভাবে কালার করে নিতে হবে কমলা রং এর সাহায্যে।

IMG_20220603_230447.jpg

IMG_20220603_230528.jpg

গোলাপি এবং কমলা ফুল এর পর লাল কালার দিয়ে একই ভাবে কালার করতে হবে।

IMG_20220603_230648.jpg

IMG_20220603_230752.jpg

এরপর পাতা এবং ডাটা গুলো একটু একটু হলুদ করে নিতে হবে তারপর হালকা সবুজ দিতে হবে। হালকা সবুজ দিয়ে পুরটা কালার করার পর গারো সবুজ দিয়ে পুর পাতা আর ডাটা কালার করতে হবে।

IMG_20220603_231956.jpg

IMG_20220603_231941.jpg

IMG_20220603_231905.jpg

পুরো কালার করা শেষ হলে কালো ডায়মন রং দিয়ে বডার করতে হবে। কালো বডার করলে আমার মনে হয় কোন ছবির প্রকৃতো প্রাণ ফিরে পায়।

IMG_20220603_231839.jpg

আশা করি আজকের পেন্সিল রং দিয়ে গোলাপ আঁকা আপনাদের কাছে পচ্ছন্দ হয়েছে। ঘরে বসে এভাবে ছবি আঁকলে মন ও ভালো থাকে আর একটা সুন্দর প্রকাশও হয় আপনার গুনের। তাই চেষ্টা করবেন কিছু সময় নিজেকে দেওয়া নিজের মতো করে কিছু করার। আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করছি যতোটা সহজ ভাবে আপনাদের বোঝানো যাই আমি কীভাবে ছবিটা এঁকেছি।

Sort:  
 2 years ago 

আর্টটি কঠিন না হলেও দেখতে কিন্তু অনেক সৌন্দর্যে ভরপুর আপু মনি, এনং আপনি নিখুঁত ভাবে গোলাপ ফুলের চিত্রটি আর্ট করেছেন, আপনার আর্টটি আমার খুবই ভালো লেগেছে, এতো সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপু মনি।

 2 years ago 

আপানাকেও জানাই অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।আপনার কমেন্ট টিও খুব সুন্দর হয়েছে।

 2 years ago 

পেন্সিল রং দিয়ে আপনি খুব সুন্দর করে গোলাপ আঁকার চেষ্টা করেছেন মনে হচ্ছে এগুলো গোলাপের কড়ি। আস্তে আস্তে চেষ্টা করতে করতে একটা সময় অনেক ভালো হয়ে উঠবে না শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনি খুব চমৎকার করে পেন্সিল দিয়ে গোলাপ ও গোলাপ কলি অংকন করেছেন। আপনার অঙ্কন করা প্রত্যেকটি ফুলের অংশ আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার অংকন এর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে পর্যাক্রমে উপস্থাপন করেছেন। ফুলের অংকনটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপু, আপনার আর্ট দেখে আমি রীতিমতো মুগ্ধ। আসলে পেন্সিলের মাধ্যমে এতো সুন্দর ফুলের আর্ট ফুটিয়ে তুলা অনেক কঠিন কাজ। তবু আপনার আর্ট খুব সুন্দর হয়েছে। আরো এমন আর্ট দেখতে চাই।

 2 years ago 

ইনশাআল্লাহ ভাই আপনাদের দোয়ায় আরো এরকম পোস্ট করবো।

 2 years ago 

আপু আপনি পেন্সিল রং দিয়ে গোলাপ আর্ট করেছেন। দেখতে অসাধারণ হয়েছে দেখে মুগ্ধ হয়ে গেলাম। এধরনের আর্ট আজকে প্রথম দেখলাম। ইউনিক আইডিয়া ছিলো। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

সৌন্দর্যের প্রশংসা করতে সব সময় ভালো লাগে আর আপনি পেন্সিল দিয়ে অনেক সুন্দর একটি গোলাপ ফুলের চিত্রগ্রহণ করেছেন যেটা দেখতে সত্যিই অনেক সুন্দর ছিল। এই পোষ্টের মাধ্যমে বুঝতে পারলাম আপনার আর্ট করার দক্ষতা বেশ ভালো। পরবর্তী আর্ট পোস্ট দেখার অপেক্ষায় রইলাম আপু।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাকে কমেন্ট করার জন্য।

 2 years ago 

আপনার গোলাপের খুবই সুন্দর হয়েছে কালার টা খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। কিন্তু আপু আমার কাছে ফুলগুলো মনে হচ্ছে টিউলিপ ফুলের মত। যাইহোক আপনার ফুলের আর্ট কিন্তু খুবই চমৎকার হয়েছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 2 years ago 

পেন্সিল দিয়ে আপনি খুবই সুন্দর গোলাপ ফুল অংকন করেছেন। দেখতে অসাধারণ লাগছে এবং আপনি প্রতিটা ধাপ খুবই সুন্দর ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই গোলাপ ফুলের অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর অঙ্কন দেখলে আসলে মুগ্ধ না হয়ে থাকা যায় না। খুব সুন্দর করে আপনি একটি ফুলের অঙ্কন করেছেন আর সুন্দর করে উপস্থাপন করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

পেন্সিল রং দিয়ে গোলাপ ফুলের সুন্দর একটি দৃশ্য প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে সুন্দর উপস্থাপনা করেছেন ধাপগুলো শুভেচ্ছা রইল আপনার জন্য

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 57978.54
ETH 2283.22
USDT 1.00
SBD 2.47