টার্গেট ডিসেম্বর // পাওয়ার আপ প্রতিযোগিতা //Power up 60 Steem // 10% beneficiary @ shy-fox
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি । |
---|
আমি প্রতিনিয়ত দেখতেছি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পাওয়ার আপ পোস্ট । এসব পোস্ট দেখে আমাকে খুবই ভালো লেগছে । নতুনেরা হয়তো পাওয়ার আপ নিয়ে বিভ্রান্তিতে রয়েছে । তার কি করবে ? আসলে বন্ধুরা পাওয়ার আপ মনে শক্তি বৃদ্ধি করা । আপনি যত পাওয়ার আপ করবেন স্টিমিট প্লাটফর্মে আপনার শক্তি ততই বৃদ্ধি পাবে ।
আমরা যখন নতুন আইডি খুলি , তখন স্টিমিট ব্লকচেইন থেকে ১৫ এস পি ধার হিসেবে দেয়। পড়ে ক্রোম অনুসারে কেটে নেয় । এসপি হলো স্টিম পাওয়ার । এই ১৫ এসপি দিয়ে আমরা হাতে গোনা কয়েকটা পোস্ট করতে পারি । পরে রিসার্চ ক্রেডিট (RC) শেষ হয়ে গেলে আর পোস্ট করতে, কমেন্ট করতে, কাউকে আপভোট দিতে পারি না । এটা সম্পূর্ণ নির্ভর করে এসপির উপর । তাই আমাদের নতুন অবস্থায় এসপি কম বিধায় এই সব অনেক সমস্যা দেখা দেয় । তাই আমরা বেশি করে পাওয়া আপ করে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করব
আমিও আজকে পাওয়ার আপ করব । আমি পাওয়ার আপ করার চেষ্টা করি । তাই আমি আজকে ৬০ স্টিম পাওয়ার আপ করেছি ।
এর আগে আমার ওয়ালেট শক্তি বা পাওয়ার আপ ছিল ৬৩৫.১৮৪ স্টিম ।
এখন আমি ৬০ স্টিম পাওয়ার আপ করলাম । আমার বর্তমান স্টিম পাওয়ার হলো ৬৯৫.১৮৪ স্টিম ।
আমি পাওয়ার আপ করতে পেরে খুবই আনন্দিত । কেননা আমাকে পাওয়ার আপ করতে খুবই ভালো লাগে । কেননা আমি পাওয়ার আপের মর্ম বুঝি ।
তাই বন্ধুরা আসুন সাবাই প্রতি সপ্তাহে ১ টা হলেও পাওয়ার আপ করে নিজের একাউন্টের ক্ষমতা বৃদ্ধি করি । ধন্যবাদ সবাইকে ।
এটা খুব ভালো কিছু যা আপনি দেখান, আপনার স্টিম পাওয়ার বাড়ানোর জন্য পাওয়ার আপ করতে থাকুন।
একাউন্টঃ @ebrahim2021
পাওয়ার বৃদ্ধিঃ = 9.44882%