#Club75|Competition National Food Week-5 |The National Food Of Our Country is Rice | in Bangla | 15% benefiseries of @hive-180821 | @doctorstrips

in Steemit-Garden2 years ago (edited)

আসসালামুয়ালাইকুম,
সকল স্টিমিয়ান বন্ধুদের জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন ।
আশা করি সবাই অনেক ভাল আছেন ।
আমিও আলহামদুলিল্লাহ । আপনাদের দোয়ায় খুব ভালো আছি।

আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি স্টিমিট গার্ডেন কমিউনিটি কর্তৃপক্ষকে।
সেইসঙ্গে শুভেচ্ছা ও অভিনন্দন এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় @forhadmiya কে আমাদের জন্য সুন্দর একটি কনটেস্টের ব্যবস্থা করায়।

তাই ,এখন আমি আপনাদের মাঝে যা শেয়ার করতে যাচ্ছি তা হল-
#Club75|Competition National Food Week-5 |The National Food Of Our Country is Rice | in Bangla | 15% benefiseries of @hive-180821 | @doctorstrips

আশাকরি , কনটেস্টটি সবার অনেক ভাল লাগবে ।
তো বন্ধুরা আর দেরি না করে এখনই শুরু করে দিই।

ভূমিকা

বিশ্বের মধ্যে বাংলাদেশে হলো সমভাবাপন্ন এবং নাতিশীতোষ্ণ এর একটি দেশ ।যেখানে কৃষি ক্ষেত্রে সকল পণ্য অনেক উপযোগী।

এখানে ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন ধরনের কৃষি পণ্য গুলো খুব সুন্দর ভাবে বেড়ে ওঠে এবং বাম্পার ফলন হয়ে থাকে একমাত্র বাংলাদেশে এই সুন্দরতম আবহাওয়ার কারণে।

ধান উৎপন্ন দিক দিয়ে বিশ্বের মধ্যে বাংলাদেশ দ্বিতীয়। প্রথম হলো চীন । দ্বিতীয় বাংলাদেশ।
বাংলাদেশের প্রচুর পরিমাণে ধান উৎপন্ন হয়ে থাকে।

এই ধান হলো বাংলাদেশের জনগণের একমাত্র খাদ্য ।যাকে বলা হয় বাংলাদেশের প্রধান খাদ্য।
কথায় আছে-মাছে ভাতে বাঙালি।
এই ভাত ছাড়া বাংলাদেশী লোক কোনক্রমেই বাঁচতে পারে না তাই এটি বাংলাদেশের মানুষের প্রধান এবং অন্যতম একটি খাদ্য। একে বলা হয় জাতীয় খাদ্য।

ধানের চাষাবাদ ও চারা রোপণ

এই ধান বা চাউলের চাষাবাদ সম্পর্কে নিচে বর্ণনা করছে।

পরপক্ক ও সজীব বীজ সংগ্রহ

প্রথমে পরিপক্ক এবং সজীব দেখে ধানের বীজ সংগ্রহ করতে হবে। সবচেয়ে ভালো হয় অফিশিয়াল বীজ সংগ্রহ করলে ক্ষতি কম হয় ।

IMG_20211127_143631.jpg

অফিশিয়াল বীজে সবগুলো বীজ থেকে চারা গজিয়ে ওঠে কোন ক্ষতি হয় না।

ধান সংগ্রহ করার পর এগুলো পানিতে 12 ঘণ্টা থেকে 24 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে ।আবার তুলে রাখতে হবে মাটিতে কোন প্রকার উপরে ইট বা পাথর দিয়ে চাপ দিয়ে রাখতে হবে ৫/৭ দিন।

বীজ বপন

৫ কেজি বীজ বপনের জন্য এক শতাংশ জমি নির্বাচন করতে হবে বীজতলা তৈরি করার জন্য।
বীজতলা তৈরির জন্য জায়গাটি কয়েক প্রকার চাষ এবং মই দিয়ে সমান করে নিয়ে ।
তারপর বীজগুলো গজিয়ে ওঠে সেগুলো ছিটিয়ে দিতে হবে সমানভাবে।

বীজ বপনের সময় বীজতলায় কোন প্রকার বা কীটনাশক দেওয়ার প্রয়োজন নেই।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7zAhRZq2x6R7DwRUB6uCcieVb6o7Aag4VAawvNHz9c8jN8rU76jDfS7G5qGrC7QCVgQBMhjoWnLHiiqHR4BREz9LqrCjNv.jpeg

বীজ বপনের 30 থেকে 40 দিনের মধ্যে চারাগুলি অনেক বড় হয়ে ওঠে তখন আমরা এগুলো তুলে জমিতে আবার রোপণ করতে হবে।

ধানের চারা রোপন

ধানের চারা রোপণের আগে জমি ভালোভাবে তৈরি করে নিতে হবে জমিতে সার দিতে হবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xxZw3E4Gq8PaT2DrzDbYWR3cj4JjiwupnS5oHqF8BjsGNApQQDDm29mxRBHp2EJvwN44xRvh5hXkbJLugfwV3NNU3KUES.jpeg

জমিতে লাঙ্গল দিয়ে ভালোভাবে চার থেকে পাঁচ প্রকার আরিচায় দিতে হবে দেওয়ার পর তিন থেকে চার প্রকার মই দিতে হবে।

জমি তৈরির সময় নিচের আয়াতগুলো পরিমাণমতো দিতে হবে

গোবর৬০%
ইউরিয়া-২০%
টিএসপি৫%
এমপি৫%
জীবসাম১০%

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81agQBQNpzSigpU2vtALTzTajux1BPhTdFy1uLwLg2AqFSvP3UMceGZb6ACXBh1xirNBqp1ouYKWEQ4LQfYHYN6xJwCfzn.jpeg

উপরোক্ত উপাদান গুলি ভালোভাবে মিশিয়ে জমিতে সমানভাবে ছিটিয়ে দিয়ে তারপর মই দিতে হবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yNn3RWYd8CxrQ12XzyD7nSdGYaTcqceRfySxncPfM6jL8cSyFhPZxuVZoKFLMtSrKW8ea5LJnzGV5Z2HUBbxzp4XrMUBg.jpeg

তারপর বীজতলা থেকে ধানের চারা গুলো সুন্দর ভাবে তুলে এমন ভাবে তুলবো যাতে কোন প্রকার ক্ষতি না হয় ।

তুলে ছোট ছোট করে আটি বাঁধতে হবে আইডি বা ধড়ফড় এগুলো বহন করে নিয়ে যেতে হবে জমিতে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ym1ryT9bpRHk32G4dBw4aZLwiCKyo67LHbU3i2JQaKJviiRbcdsFeb2oGbiYsSRU2rnCLJiDbnXjbSrD1X3bv7JuZK1g2.jpeg

জমিতে নিয়ে যাওয়ার পর এগুলো শ্রমিক দিয়ে অথবা মেশিন দিয়ে আমরা সুন্দরভাবে 6 ইঞ্চি পরপর বর্গাকারে জমিতে রোপণ করতে হবে পুরো জমিতে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yFTQcsZvitEUUGGQhQacRVa8XxQRwy4sQEDkGZDoX5BDVv7FRL5gpuKhdet1JgGPCEPvhePxQFi1Av6TtDPeD7HaqLwKc.jpeg

ধানের চারা রোপণের 10 থেকে 15 দিন পর হালকা একটু নিড়ানি দিলে গাছগুলো সুন্দর এবং তরতাজা হয়ে বেড়ে উঠতে থাকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVii9Znkte3DFeJKroPH3RDynscXMZiNEZfp2JWYwvNAnc5SbTGnMm3VsLvWVA2aTEwuhA5wh22MTerAFXovAcLFnYShk.jpeg

তার পরবর্তীতে যদি কোন প্রকার পোকামাকড় আক্রান্ত দেখা যায় তাহলে আমরা কীটনাশক স্প্রে করবো তাহলে পোকামাকড় ভালো হয়ে যাবে এবং সতেজ হয়ে বেড়ে উঠতে থাকবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH814x5hPR1FjX4dujnkBJQBKoKeNVGBQamThj8H1dL13KPtSkWV7cTpyuyiKaf4ScjDCT3nc8nTLutWiwTw4sKSkkEjwhFk.jpeg

ধানের চারা রোপণ থেকে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আমাদের ধান পেকে আসবে ।
তারপর আমরা ধান কর্তন করে বাড়িতে নিয়ে আসতে হবে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81KqHvGWomEbnjufmFoEUptetu1LGSwaU8t4ybqjwHXXtjyiH2tERZsxEp1vRy8ZMTtJUjk4skjukWfxtfArDMuPZYgtjp.jpeg

ইরি ধানের শীষ নির্ধারণ করতে একটু তাড়াতাড়ি করতে হয় তখন মেশিন দিয়ে ধান কাটলে খুব তাড়াতাড়ি হয় এবং সাশ্রয় হয়।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7yVT6ZX7y3Ljwx8ev4mc9BJ7RBtgLF1yzzmzq6SNy4wCKqDn8PfcKEZd2fjyatJ2cZ1FxNrPfxU2o4SMgSA9q6sFk742ES.jpeg

কিন্তু আমন ধান ধীরে ধীরে কেটে রোদে শুকিয়ে তারপর বাড়িতে এনে মাড়াই করে ধান দেওয়া হয়ে থাকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81iKuVFfi2o33U7mnXZiYr46g3Hb2SBn7WU36AEqBNErEpzNTVQogLA3EHLU4G2hfm7SUvDSU2yCMqgVgY4AKJoU8ehJFg.jpeg

ধান রোপণ থেকে কত পর্যন্ত তিন থেকে চারবার আমরা কীটনাশক স্প্রে করব যাতে ধন পোকামাকড় আক্রান্ত থেকে রক্ষা পায় এবং তাতেই বাম্পার ফলন হয়ে থাকে।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH81bbosEq1qy6kBi1GyidG72kQwffMSeJVrRSQACub1c3zLWwrhSDmJSwYXzkG566eQN8XwLrCD2Njz5ERFBLg2Szt4CFNe.jpeg

ধানের জমিতে পোকামাকড়ে হাত থেকে রক্ষার জন্য আমরা কাকতাড়ুয়া জমিতে বসিয়ে দেব যে কোন মূর্তি ধানের জমিতে ঘিরে দিতে পারি তাতে পোকামাকড় থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে।

IMG_20220601_100141.jpg

ধান ঠিকভাবে পেকে গেলে বা পরিপক্ক হলে আমরা শ্রমিকদের অথবা মেশিন দিয়ে কেটে নিয়ে বাড়িতে আসতে পারি।

IMG_20220601_100210.jpg

মেশিন দিয়ে ধান কাটলে খুব তাড়াতাড়ি এবং সবচেয়ে সুন্দর ঝকঝকে পরিষ্কার ধান পাওয়া যায়, তা শ্রমিক দিয়ে কাটা সম্ভব নয়।

ভূমিকা

পরিশেষে বলা যায় যে বাংলাদেশের প্রধান খাদ্য চাউল বা ধান এভাবে চাষাবাদ করলে আমাদের বাম্পার ফলন হয় এবং আমাদের খাদ্য ঘাটতি পূরণ করে।

তো বন্ধুরা
এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভাল থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন ।আল্লাহ হাফেজ।

ছবির বিবরণ

ছবি সংগ্রহমোবাইল ফোন ক্যামেরা
মোবাইলের নাম ও মডেলSymphony Z25
ক্যামেরা রেজুলেশন13 মেগাপিক্সেল
বিভাগপ্রতিযোগিতা
লেখক এবং ফটোগ্রাফার@ডক্টরস্ট্রিপস
অবস্থানবাংলাদেশ

signature_1.gif

শুভেচ্ছান্তে
@doctorstrips

আমি মোঃ নায়েব আলী,
উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
LMAF ডাক্তার।
একজন ইউটিউবার।
ওয়েব ডিজাইনার এবং ব্লগার।
ছাদ বাগান করা, ফটোগ্রাফি, ভিডিও, পাবলিক সার্ভিস এবং ভ্রমণ আমার প্রিয় শখ।

Cc :
@vipnata
@hive-180821
@allahnawaz03
@lachicarebelde.

Picsart_22-01-07_18-05-05-799.png

Sort:  
 2 years ago 

স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি আমাদের প্রধান খাদ্য নিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করছেন।

 2 years ago 

স্যার আপনি পোস্টটি ইনবক্সে দেন।

কনটেস্টটি সম্পর্কে সুন্দর ও গঠনমূলক মতামত প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পোষ্টটি ইনবক্সে দিয়েছি।

 2 years ago 

ধন্যবাদ স্যার আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

Thank you very much for your beautiful post and photos, my friend!
#club5050

 2 years ago 

kind words, we also use that need to live. as food every day., but I just heard your country entered high ranking. it's also great that you can control, paddy and wheat grow so fertile there.

That's right- this is a staple food of our country, which is what we live on, and here it is now a very good crop. Thank you for your feedback dear

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61224.26
ETH 2383.35
USDT 1.00
SBD 2.55