বেকার জীবনের কষ্ট গুলো (১৪ তম পর্ব)
দোকানদার বলল যে স্বর্ণগুলো মাত্র এক দেড় ঘন্টা আগে আমার এক পুরনো কাস্টমার আমার কাছ থেকে কিনেছে তার মেয়ের বিয়ের জন্য। তিনি কিছুক্ষণ আগে আমাকে জানিয়েছেন তার কাছ থেকে স্বর্ণ ছিনতাই হয়েছে। তখন সেই স্বর্ণের দোকানের মালিক রাজনকে বলে আপনি একটু বসুন। আমি যার স্বর্ণ তাকে খবর দিয়েছি। তিনি একটু পরেই চলে আসবেন। তিনি রাজনের সততায় রীতিমতো অবাক হয়ে যান। যখন জানতে পারেন রাজন একজন বেকার যুবক। তখন তার অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে যায়।
যাই হোক কিছুক্ষণের ভেতরে সেই স্বর্ণের মালিক সেখানে এসে উপস্থিত হয়। তিনি জানায় সেখানে প্রায় ৩০ লক্ষ টাকার স্বর্ণ ছিলো। দোকানদার যখন রাজনকে দেখিয়ে তাকে বলে এই ছেলেটার জন্য আজকে আপনার এতগুলো টাকা বেঁচে গেলো। তখন লোকটা রাজনকে তার নাম ঠিকানা জিজ্ঞেস করে। সেই সাথে সে কি করে সেটাও জিজ্ঞেস করে। যখন রাজন জানায় সে বেকার কিছুই করেনা। তখন লোকটা তার কার্ড দিয়ে বলে বাবা তুমি কালকে আমার সাথে একটু দেখা করবে।
আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। রাজনের মনে কিছুটা আশার সঞ্চার হয়। সে চিন্তা করতে থাকে যদি তার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হয়ে যায় তাহলে সে খুশি মনে চাকরিতে যোগ দেবে। পরদিন নির্ধারিত সময়ের আগেই রাজন সেই কার্ডের ঠিকানা অনুযায়ী পৌঁছে যায়। সেখানে পৌঁছে রাজন দেখে সে এক আলিশান অফিসে এসেছে। অফিসটা মূলত অনেক বড় একজন ব্যবসায়ীর।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
"বন্ধুরা এখানে! 😊 আপনারা যে ভালো, তাই আমি। ❤️ আশা করি এটা দেখে আপনাদের হৃদয়ও ভালো হয়েছে! 🌞
নিজের অস্তিত্ব থেকে নি:শেষ একজন যুবকের ভালো-মন্দালো আশা পূর্ণ, সেই অনুভূতির সাথে জুড়ে একটা চমৎকার গল্প। 📖
আপনাদের মত, আমিও আশা করি সবাই ভালো-থাকুন, সবার জন্য এটা হৃদয়ে নিন! ❤️
ধন্যবাদ! 🙏
আরেকটা চীত্ত মনে, 'xpilar.witness' ভিটনেসকে উৎকৃষ্ট হওয়ার জন্য এবং আমরা অপেক্ষা করি! 🙏"