ফিরে আসে সব,আসে না ফিরে সময়
আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের জীবনে এমন অনেক কম কিছু রয়েছে। যেটা একবার গেলে আর ফিরে আসে না কারণ ধরুন, আপনি কোনো একটা কাজে সফল হতে পারলেন না কিংবা অনেক দিন আপনি পরিশ্রম করলেন। আপনার নিজের সময় ব্যয় করলেন। আপনার সবটা আপনি ওই কাজের মধ্যে ঢেলে দিয়েছেন। এমনকি আপনি আপনার স্বাভাবিক জীবন ও একেবারে বিপন্ন করে দিয়েছেন ওই কাজে সফলতা পাওয়ার জন্য। কিন্তু অনেক সময় দেখবেন যে, ভাগ্যের নির্মম পরিহাসের কারনে কিংবা নিজেদের অজান্তে হওয়া কোনো ভুলের কারণে আমরা সেই সফলতা টা হারিয়ে ফেলি। তখন কিন্তু আসলে খুব খারাপ লাগে। কিন্তু তার মানে কিন্তু এটা হয় না যে, আপনি আর কখনোই সেই সফলতা টি অর্জন করতে পারবেন না।
কিন্তু আপনি ঐ সফলতাটি যেমন অর্জন করতে পারবেন। ঠিক তেমনটা কিন্তু কখনো কখনো আপনি সময় অর্জন করতে পারবেন না। কারণ আমাদের জীবনে যে জিনিসটা একবার গেলে আর জীবনেও ফিরে আসে না। সেটা হচ্ছে সময়। কারণ, ধরুন আপনার জীবন থেকে কোনো মানুষ হারিয়ে গেলো। হতে পারে সে আবার ফিরে আসলো। ধরুন, আপনার জীবন থেকে কোনো ক্ষমতা হারিয়ে গেলো। আপনি একটু চেষ্টা করলে সেটাও ফিরে আসবে। কিন্তু ধরুন, আপনি কোনো একটা কারণে আপনার জীবনের খুব মূল্যবান একটি সময় হারিয়ে ফেললেন কিংবা চলে গেলো। সেটা কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও আর জীবনেও ফিরে আসবেনা।
তাই সবকিছু ব্যয় করার আগে কোনো চিন্তা না করলেও। সময় ব্যয় করার আগে আমাদের অনেক বেশি চিন্তা করা উচিত। কারণ সময় হলো নদীর স্রোতের মতো। একবার গেলে তাকে আর আপনি কোনো ভাবেই ফিরিয়ে আনতে পারবেন না। এবং আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হলো আমাদের সময়। আর একটি ব্যাপার হলো, যেটা আসলে আমরা সকলে জানি কিন্তু আবার মানতে চাই না। সেটা হচ্ছে, এই সময়টা কিন্তু সবার জন্যই সমান। তাই একটা সময়ে কেউ অনেক বেশি উন্নতি করে ফেললো। আর ওই সময়টাতে কেউ নিজেরদের অবনতি করলো এবং পরে সময়ের দোষ দিলো। এটা কিন্তু কোনো ভাবেই চলবে না। কারণ সময় সকলের সমান। সেই সময়টাকে আমরা কি করে কাজে লাগাচ্ছি। সেটা একান্তই আমাদের ব্যক্তিগত ব্যাপার।
সময় খুবই মূল্যবান জিনিস, তাই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না