ক্যামেরার চোখে প্রকৃতি ও জীবন

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আপনাদের মাঝে আরও একটি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হলাম। ফটোগ্রাফি করতে আমার কাছে বেশ ভালই লাগে। যদিও আমার ফটোগ্রাফির দক্ষতা খুবই খারাপ। ছবি তোলার ব্যাপারে আমার তেমন কোন ধারনা বা প্রশিক্ষণ নেই। অন্য আর দশ জনের মত পকেট থেকে ফোনটা বের করেই ক্যামেরার শাটার চাপতে থাকি। এর ভেতরে কোন ছবি হয়তো খুবই খারাপ হয়। আবার দু একটা ভালো ছবিও তোলা হয়। যেহেতু ছবি তোলার জন্য এখন আর কোন পয়সা খরচ করতে হয় না। তাই মানুষের ছবি তোলার অভ্যাসও বেড়ে গিয়েছে অনেক বেশি। তবে প্রচুর ছবি তোলা হলেও সেই ছবিগুলো কিন্তু খুব একটা দেখা হয় না। ব্যাপারটা মনে হয় এমন যে শুধু ছবি তোলার জন্যই তোলা। সেই ছবি দেখা বা সেটা প্রিন্ট করে রাখার সেই বিষয়গুলো এখন আর তেমন একটা দেখা যায় না। যাই হোক আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

1000001893.jpg

উপরের ছবিটাতে আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গ্রামীণ ছোট্ট বাজারের দৃশ্য। এখনো বাংলাদেশের গ্রামাঞ্চলের বাজারগুলোতে সকালে বা বিকালে এই ধরনের বেচাকেনার ব্যবস্থা থাকে। এই সমস্ত জায়গা থেকে গ্রামের লোকজন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে থাকে। একটা সময় ছিলো যখন গ্রামে সপ্তাহে একদিন বা দুই দিন হাট হতো। তবে এখন বিষয়টা আর আগের মতো নেই।

1000001812.jpg

উপরের ছবিতে আপনারা রাতের একটি দৃশ্য দেখতে পাচ্ছেন। বন্ধু-বান্ধবের সাথে কয়েকদিন আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গিয়েছিলো। আড্ডা দিয়ে যখন ফিরবো তখন রাত চারপাশ রীতিমতো অন্ধকার হয়ে গিয়েছে। তখনই এই ছবিটি তুলেছিলাম।

1000001743.jpg

উপরের ছবিটাতে আপনারা কাশফুলের দৃশ্য দেখতে পাচ্ছেন। ছবিটা আমি নদীর এপার থেকে দাঁড়িয়ে ওপারের ছবি তুলেছিলাম। মূলত এই ছবিটা তুলেছিলাম আমার মোবাইল ক্যামেরার জুম কতটা শক্তিশালী সেটা চেক করার জন্য। তবে রেজাল্ট দেখে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি। কারণ নদীর দুই পাড়ের ভিতর দূরত্ব ছিলো অনেক। সেখান থেকেও মোটামুটি পরিষ্কার ছবি তুলতে পেরেছে মোবাইলের ক্যামেরা।


ক্যামেরাSamsung s24 ultra
স্থানবাংলাদেশ

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


PUSS_Banner2.png



ধন্যবাদ

Sort:  
 10 months ago 

অনেক সময় ছবি কথা বলে। আজকে আপনার ফটোগ্রাফি গুলো দেখে তেমনি মনে হচ্ছে। এক কথা বেশ চমৎকারভাবে ব্যাখ্যা মূলক এই ফটোগ্রাফি গুলো আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.031
BTC 106883.49
ETH 3873.73
USDT 1.00
SBD 0.57