জনতা ই শক্তি

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

সবকিছুতেই প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রেই একটা ব্যাপার বারবার প্রমাণিত হয়। সেটা হচ্ছে, জনতা ই শক্তি। অর্থাৎ জনশক্তি হলো আসল শক্তি। যে শক্তির কাছে সবকিছু হার মানতে রাজি। যে শক্তির কাছে সকলেই মাথা নিচু করতে রাজি। তাই ভাবলাম যে, আজকে এই বিষয়টা নিয়েই একটু কথা বলা যাক।কারণ মাঝেমধ্যে বিভিন্ন দেশের ব্যাপার-স্যাপার নিয়ে একটু কথা আমাদের বলা উচিত। এই ব্যাপারগুলোতে একটু মাথা আমাদের ঘামানো উচিত। কারণ যেহেতু দেশ আমাদের, জনতা আমাদের, জনশক্তিও আমাদের। সেহেতু মাথা তো আমাদের সকলকেই ঘামাতে হবে, আমাদের নিজেদের জনশক্তি নিয়ে।

জনশক্তি এমন একটা প্রভাবশালী এবং শক্তিশালী শক্তি। যে শক্তিটিকে খারাপ ভাবে কাজে লাগালে সবকিছু ধ্বংস করা যায়। আবার যে শক্তিটাকে ভালোভাবে কাজে লাগালে, সবকিছু ভালো করা যায় রাতারাতি। আর এটা খুব ভালোভাবেই জানে বিভিন্ন বড় বড় ব্যক্তিবর্গ। তাই তারা তাদের নিজেদের সুবিধার সুযোগ অনুযায়ী জনশক্তিকে ব্যবহার করতে চায়। এবং সবচেয়ে লজ্জার ব্যাপার হলো, জনশক্তিকে তারা ব্যবহার করেও ফেলে তাদের নিজেদের। এবং আমরা মানুষ হিসেবে যেহেতু খুব সাধারন এবং আমাদের মস্তিষ্কও আসলে ততোটা জটিল ভাবে সবকিছু চিন্তা করতে চায়না। তাই আসলে আমরা অনেক সময় ব্যবহৃত হয়েও যাই।

আমাদের এটা বুঝতে হবে যে, জনতা অনেক বড় একটা শক্তি। আমরা যদি কোনো অন্যায়ের সাথে আপোষ না করি। তাহলে কোনো অন্যায়ের সাধ্য নেই কিংবা কোনো অন্যায়কারীর সাধ্য নেই যে, আমাদের সাথে আমাদের মাঝে বসে কোনো অন্যায় করবে। কিংবা আমাদের দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করবে। কারণ জনতা এতো বড় একটা শক্তি, যে শক্তিকে পরিচালিত করতে পারে কিছু মানুষ খুব সহজেই। কারণ ওই যে বললাম, মানুষকে যেহেতু খুব সহজেই মেনিপুলেট করা যায়। তাই আসলে জনশক্তিটাকে মানুষ অনেক বেশিরভাগ সময়েই খারাপ ভাবে কাজে লাগিয়ে ফেলে।

তাই সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট। আমার একটাই সাজেশন থাকবে যে, আমাদেরকে যেনো কোনো অপশক্তি কাজে লাগাতে না পারে। সেদিকে খেয়াল রাখার দায়িত্ব সম্পূর্ণ আমাদের।
Sort:  
 7 days ago 

এটা সত্যি বলেছেন আমরা যদি অন্যায়ের সাথে আপোষ না করি তাহলে কোন অন্যায়ের শক্তি নেই আমাদের সাথে অন্যায় করা। আর জনশক্তির উপরে কোন শক্তি থাকতে পারে না। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.21
JST 0.035
BTC 98705.91
ETH 3342.47
USDT 1.00
SBD 3.14