সদা সত্য পথে চলতে হবে

tree-3094982_1920.jpg

Source

সদা সৎ পথে চলতে হবে কথাটা যেমন বলতে সহজ করাটা ততই কঠিন। একটি বিষয় কি জানেন! অন্য কাউকে উপদেশ দেওয়াটা সবথেকে সহজ কাজ কিন্তু সেই উপদেশ অনুযায়ী কাজ করে যাওয়া সবথেকে বড় কঠিন। তাই সবসময় নিজেদেরকে আগে দেখতে হবে আমরা কোথায় আছি, কেমন আছি এবং সমাজের কোন অবস্থানে রয়েছি। সেই পরিপ্রেক্ষিতেই আপনি কাউকে উপদেশ দিতে পারেন, এটাই আমি বর্তমানে মনে করি।

এমন অনেক মানুষ আছে যারা আর নিজেই কিছু করে না কিন্তু অন্যদেরকে বড় বড় উপদেশ দেয় তাদের থেকে সাবধান। আবার এমন কোন উপদেশ আপনি অন্য কাউকে দিবেন না যাতে করে আপনি বিপদে পরতে পারেন। বর্তমানে এমন একটি অবস্থায় সমাজ দাঁড়িয়ে আছে আপনি যদি কারো ভালোর জন্য কিছু বলেন সে ক্ষেত্রেও আপনাকে নেগেটিভ হিসেবে নেবে। কাকে উপদেশ দিচ্ছেন, কাকে সাহায্য করছেন সেই বিষয়গুলোও আপনি আগে অনুধাবন করবেন। তারপরেই তাকে সেসব বিষয়গুলো বলবেন। এমন হতে পারে আপনি তার ভালোর জন্যই বলছেন কিন্তু তার কাছে সেই কথাগুলো খারাপ লাগছে এবং দিনশেষে আপনি তার কাছে খারাপ হয়ে যাবেন। সেসব জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে।

আপনি যদি নিজের জায়গা থেকে সৎ থাকেন এবং ভালোভাবে চলার চেষ্টা করেন আপনার জন্য এটাই যথেষ্ট বলে আমি মনে করি। কারণ এমনও অনেক মানুষ আছে দিনে দুই বেলা খেতে পারেনা। তাদের ক্ষেত্রে সেই একই বিষয়টা প্রযোজ্য হবে এবং সে যদি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখে এবং সৎ পথে চলে একদিন না একদিন তার প্রতিদান সে পাবেই, তাই সবসময় সৎ পথে চলতে হবে।

বিভিন্ন ধর্মগ্রন্থে এবং সমাজের পরিভাষা এবং কিছু কথা বলা রয়েছে। যে রকম অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কিন্তু বর্তমানে সমাজের এমন একটি পর্যায়ে এসে দাঁড়িয়েছে অন্যায়ের প্রতিবাদ করতে গেলেও আপনাকে হেও করা হবে। এমন এক সমাজে আমরা বসবাস করছি। তাই নিজের জন্য যেটা ভালো সেটাই সব সময় করুন এবং সৎ পথে চলার চেষ্টা করুন। আজকের মত এখানে কি করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.09
TRX 0.32
JST 0.034
BTC 111244.80
ETH 3921.76
USDT 1.00
SBD 0.60