তাদের কষ্ট কি কেও শোনে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আজকে আসলে একটা টিভিতে ইন্টারভিউ দেখলাম এবং ওই ইন্টারভিউ দেখার পরে সত্যি কথা বলতে আমার মনের কোথায় যেনো আকাশ ঘন মেঘে ঢেকে গিয়েছে। কারণ কিছু কিছু ব্যাপার আসলে আমরা যেভাবে কল্পনা করতে পারি কিংবা যেভাবে আমরা ভাবি। সেভাবে অনেক সময় নাও হতে পারে এবং ব্যাপারটিও ঠিক তাই। আমি এখানে আসলে কোনো নাম উল্লেখ করবো না। রাজনৈতিক আলোচনা করা নিষিদ্ধ এখানে। তবে এখানে একটা ব্যাপার আমি অবশ্যই বলতে চাই যে ,এমন অনেক অনেক দেশ এর মানুষজন রয়েছে। যাদেরকে তাদের নিজ দেশে অনেক বেশি অত্যাচার করা হয় এবং সে কারণেই তার পুরো দেশের সকল মানুষ এসে অন্য একটি দেশে থাকে আর না চাইতেও তাদের সাহায্য চাইতে হয়।

যে দেশে এসে ওরা সকলে থাকে। সেই দেশের মানুষদের কিন্তু অবশ্যই সমস্যা হয়। কারণ অনেক বড় একটি জনগোষ্ঠীকে যদি এভাবে বসিয়ে খাওয়াতে হয় এবং ওই জনবল কে যদি কাজে লাগানো না যায়। তখন কিন্তু সেটা ওই দেশের জন্যই অনেক বড় একটি ক্ষতি। কারণ ওই লোকজনকে তাদের বসিয়ে খাওয়াতে হচ্ছে। তো আসলে এইসব কিছুই ঠিক আছে। কিন্তু এটা আমরা আসলে কেউ কখনো উপলব্ধি করতে পারি না যে ,যেই মানুষগুলো এভাবে বসে বসে খাচ্ছে। দিনের পর দিন তারা কিন্তু কেউ সুখে নেই। অর্থাৎ তাদের মানসিক অবস্থাটা বুঝে হলেও আসলে তাদেরকে তাদের দেশে ফেরানোর জন্য আমাদের অবশ্যই কাজ করা উচিত। কারণ তারা যেহেতু অন্যজনের উপরে নির্ভরশীল। সেক্ষেত্রে তারা যেনো একটু ভালো থাকতে পারে সে দিকেও কিন্তু মানুষের একটু নজর দেওয়া উচিত। যেহেতু তাদের দায়িত্ব এখন আমাদের উপরে।

এই কষ্টটি শোনার মতোন কেউ নেই। এই যে সামনে ঈদ আমরা সকলে পরিবারের সাথে নিজের ঘরে ,নিজের বসত ভিটাতে ঈদ পালন করবো। কিন্তু ওই মানুষগুলোকে ঈদ পালন করতে হবে ক্যাম্প এর মধ্যে। যেটা সত্যি খুব বেদনাদায়ক বলেই আমি মনে করি এবং বেদনাদায়ক বলেই আসলে আমাদের এই বিষয়ে একটু সোচ্চার হতে হবে এবং খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে কাজ করতে হবে। সত্যি তাদের কষ্ট শোনার মতন কেউ নেই। কারণ যদি থাকতো, তাহলে হয়তো তাদেরকে এতো বছর অন্য একজন এর দেশে এসে এভাবে পরে থাকতে হতো না।

ABB.gif

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.29
JST 0.035
BTC 103914.44
ETH 3429.43
USDT 1.00
SBD 0.52