নিজের ভেবে করা

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

আমরা সব সময় কিন্তু নিজের জন্য কাজ করি না। অর্থাৎ আমি যদি কোনো প্রফেশনের কথা বলি। সে ক্ষেত্রে কিন্তু আমরা কাজটা করি আমাদের বসের জন্য কিংবা আমি যদি আরো সহজ ভাবে বলি তাহলে আমাদের কোম্পানির জন্য। তো সেই জায়গা থেকেই অনেক মানুষ এমন ভাবে ভাবে যে, ' সে কাজটা তো আমার নয়। তাহলে আমি কেনো সে কাজটাকে অতো ভালোভাবে যাচাই-বাছাই করে করবো। কোনো ভাবে একভাবে করে দিলেই হয়ে গেলো।অতো আমার নিজের মতো সুন্দরভাবে করার দরকার নেই।' আর সে মানুষ এই জায়গাটাতেই সবচেয়ে বড় ভুলটা করে।

কারণ আমি আমার জায়গা থেকে মনে করি যে, প্রতিটা কাজ ই নিজের ভেবে করা উচিত। অন্তত আমি নিজের হাতে যে কাজটা করছি, সেটা সব সময় নিজের ভেবেই করা উচিত। তাহলে দেখবেন যে, সেই কাজটাতে আগে যতোটা ভুল হতো। তার চেয়ে হাজার গুণ কম ভুল হচ্ছে। কারন আমরা সব সময় নিজেদের কাজগুলো একেবারে পারফেক্ট এবং নির্ভুলভাবে করার চেষ্টা করি। এটা মানুষের একটি স্বাভাবিক নেচার।

যে কাজটি আপনি নিজের ভেবে করছেন, দেখবেন যে সে কাজের প্রতি আপনার আলাদা রকমের একটি আন্তরিকতা কাজ করবে এবং সে কাজটি আপনি আগে যতো বেশি সফলতা অর্জন করতে পারতেন। এখন তার চেয়ে অনেক বেশি সফলতা অর্জন করতে পারছেন এবং এতে কিন্তু পরে আপনার নিজেরই লাভ হচ্ছে।

অন্যের কাজকে নিজের ভেবে করাটা এটা আসলে মানুষের অনেক বড় মনের পরিচয় দেওয়ার মতোন একটি ব্যাপার। যেটা সত্যি কথা বলতে, সবাই পারে না। তাই আমি বলবো যে, ব্যাপারটা নিজের মধ্যে আনা উচিত এবং এই ব্যাপারটা নিজের সাথে মিশিয়ে ফেলা উচিত। যাতে করে ভবিষ্যতে আমরা সব সময় এই ব্যাপারটা মেনে চলতে পারি।
Sort:  
 2 months ago 

খুবই চমৎকারভাবে বাস্তব সত্য তুলে ধরেছেন আপনার লিখনির মাধ্যমে। আমরা অনেক সময় কাজ করি বসের জন্য কিংবা প্রতিষ্ঠানের জন্য, নিজের জন্য নয়। আমরা যদি কাজগুলো নিজের মনে করে করি তাহলে আমাদের জন্য সবকিছুই সহজ হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 months ago 

যেকোনো কাজের প্রতি আন্তরিকতা এবং ভালোবাসা থাকলে, সেই কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা যায়। আসলে যাকে যে কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়, সেই কাজটি তার নিজের হয়ে যায়। যে বা যারা এটা মনে করে কাজ করবে, তারাই দিনশেষে সফলতা অর্জন করতে পারে। যাইহোক দারুণ লিখেছেন। এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.17
JST 0.032
BTC 63632.98
ETH 2727.39
USDT 1.00
SBD 2.58