অপরাধ যেনো সহজ

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

বর্তমানে যে দিকে তাকাই সেদিকেই যেনো অপরাধ। অর্থাৎ অপরাধের রাজ্যে যেনো বাস করছি। আগে মনে হতো যে আমরা একটা স্বাভাবিক সামাজিক রাজ্যে বাস করছি। অর্থাৎ এটি সামাজিক ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। কিন্তু বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হল যে দিকেই তাকাই সেদিকেই অপরাধ। অর্থাৎ অপরাধ ছাড়া যেনো কিছু নেই। অর্থাৎ এই পৃথিবী যেনো একটি অপরাধের ভান্ডারে তৈরি হয়েছে। কারণ আপনি নিজেই দেখুন আপনি যেদিকেই চোখ দেন না কেনো। সেদিকেই দেখবেন যে কোনো না কোনো অপরাধ সংগঠিত হচ্ছে।

ব্যাপারটি কিন্তু এমন নয় যে, অপরাধ ব্যাপারটা একেবারেই সামান্য কিছু পরিমাণে হচ্ছে। হঠাৎ হয়তোবা সব সেক্টরে রয়েছে। কিন্তু খুব কম পরিমাণে হচ্ছে। অর্থাৎ বর্তমানে আমাদের দেশের কথা যদি বলি। তাহলে এতো বেশি অরাজকতা বোধহয় আমাদের দেশে কখনোই ছিলো না এবং তার জন্য কোথাও না কোথাও আমরা দায়ী। অর্থাৎ আশা করছি আমরা কি ভুল করেছি এবং কি ভুল করেছি সেটা আমরা সকলেই জানি। তো তা নিয়ে কথা না বলি।আসলে আমি যেটা বর্তমানে দেখছি যে, অপরাধ করাটা সবচেয়ে সহজ হয়ে দাঁড়িয়েছে এবং একজন ভালো মানুষ হয়ে থাকাটা সবচেয়ে খারাপ হয়ে দাঁড়িয়েছে।

অর্থাৎ আমাদের জন্য সবকিছু সহজ হলেও ভালো থাকাটা সবচেয়ে কঠিন এবং অপরাধ করাটা সবচেয়ে সহজ হয়ে গিয়েছে। যার কারণে মানুষ আসলে অপরাধ করতেই সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছে। আর এই অপরাধ যখন মানুষ করে। তখন আসলে মানুষের হৃদয় ধীরে ধীরে কালো হতে থাকে। ধীরে ধীরে কলুষিত হতে থাকে এবং একটা সময় আসলে হৃদয়ের সকল আলো নিভে যায়। তাই এই অপরাধ জগত থেকে যতোটা সম্ভব নিজেকে দূরে রাখতে হবে। কারণ এই জগত বড়ই ভয়ংকর। যার হৃদয় একবার কালো হয়ে গিয়েছে। তার হৃদয় এ আলো প্রবেশ করা অনেক কঠিন।

ABB.gif

Sort:  

It is very difficult to do good work nowadays, people criticize when you do good work. That person is not allowed to be good.People don't stay with good people.There are a lot of people with bad people.
There is a saying that says, "People say it doesn't take money to be good."I say it takes money to be good. It doesn't take money to be bad.It is very difficult to survive by earning an honest income.

Coin Marketplace

STEEM 0.12
TRX 0.34
JST 0.033
BTC 120463.91
ETH 4488.01
SBD 0.79