খেজুরের দাম নিয়ে বাড়াবাড়ি

কেমন আছেন বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


রোজা শুরুর কিছুদিন আগে থেকেই দ্রব্যমূলের বাজারে পাগলা ঘোড়া বিচরণ শুরু করেছে। প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে রোজা শুরুর আগেই। অথচ এই রমজানকে বলা হয় আত্মশুদ্ধির মাস। কিন্তু আমাদের দেশে এই রমজান মাসকে ঘিরে ব্যবসায়ীরা সবচাইতে বেশি বেপরোয়া হয়ে ওঠে। তাদের ভাবখানা এমন যে এই এক মাসে পুরো বছরের ব্যবসাটা করে নিতে হবে। অথচ পুরো মুসলিম বিশ্বে ঘটে ঠিক এর উল্টোটা। সেখানে চলে পন্যের মূল্যছাড়ের প্রতিযোগিতা। কে কতো বেশি ছাড়ে পণ্য বিক্রি করতে পারে সেটার জন্য তারা রীতিমতো প্রতিযোগিতা করে।

IMG_20240314_122130.jpg

রমজান মাসে আমাদের ইফতারের প্লেটের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাবার হচ্ছে খেজুর। বহু বছর আগে থেকেই এ দেশের মানুষের ইফতারের প্লেটে খেজুর একটা অন্যতম অনুসঙ্গে পরিনত হয়েছে। কিন্তু এ বছর রোজার আগে সরকার সেই খেজুরে কিছু বাড়তি ট্যাক্স আরোপ করার কারণে বাজারে খেজুরের দাম বেড়ে গিয়েছে কয়েক গুণ। জনগণ প্রথমে সরকারকে দোষারোপ করলেও সরকার পক্ষ থেকে তারা বলছে যে তারা নাকি অতিরিক্ত কোন ট্যাক্স আরোপ করেনি। আর এদিকে ব্যবসায়ীরা বলছে সরকারের বাড়তি ট্যাক্স আরোপ করার কারণে খেজুরের দাম বেড়ে গিয়েছে। ঘটনা যেটাই হোক বিপদে পড়েছে সাধারণ মানুষ। কারণ এতদিনের অভ্যাস এখন রাতারাতি বদলানো তাদের পক্ষে সম্ভব না।


আমি প্রথমে ঠিক করেছিলাম অতিরিক্ত মূল্য বৃদ্ধির প্রতিবাদ হিসেবে এ বছর আমি খেজুর কিনবো না। কিন্তু পরবর্তীতে চিন্তা করে দেখলাম বছরে একটা মাস এই রোজা থাকে। সেখানে ইফতারের প্লেটে খেজুর না থাকলে ব্যাপারটা দেখতে খুবই খারাপ দেখাবে। তাই পরিবারের সবার কথা চিন্তা করে আমিও খেজুর কিনতে গিয়েছিলাম। চিন্তা করেছিলাম বাইতুল মোকাররম এলাকায় প্রচুর খেজুর পাওয়া যায়। সেখানে গেলে হয়তো কম দামে খেজুর কিনতে পারবো। কিন্তু সেখানে গিয়ে যখন ভালো জাতের খেজুরের দাম জিজ্ঞেস করলাম। তারা প্রতি কেজি খেজুরের দাম চাইতে লাগলো বারোশো থেকে ১৮০০ টাকা। এতো বেশি দাম দেখে শেষ পর্যন্ত অল্প কিছু খেজুর নিয়ে সাথে মনে প্রচন্ড হতাশা নিয়ে বাড়ি ফিরে এসেছি। আর মনে মনে চিন্তা করছি এই উর্ধ্বমুখী বাজার থেকে কবে পরিত্রাণ পাবো?


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR
স্থানবাইতুল মোকাররম

ধন্যবাদ

Sort:  
 3 months ago 

সরকার ব্যবসায়ীদেরকে দোষারোপ করবে,আর ব্যবসায়ীরা সরকারকে দোষারোপ করবে,মাঝখান দিয়ে বিপাকে পরেছি আমরা। যাইহোক বাহিরের দেশের সাথে আমাদের দেশের তফাৎ আকাশ পাতাল। দাম হলেও কিছু করার নেই, কারণ রমজান মাসে তো খেজুর ছাড়া চলেই না। আর সেই সুযোগটা ব্যবসায়ীরা কাজে লাগাচ্ছে। যাইহোক সময়োপযোগী একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56373.71
ETH 2972.37
USDT 1.00
SBD 2.12