মেহেদি দিতে পারাটাও ঝামেলার

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg

made by canva

আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

অনেকেই আসলে আমার সামনে এসে আফসোস করে যে, তারা মেহেদি লাগাতে পারে না এবং এটা আসলে বেশ কষ্টের একটি ব্যাপার। কিন্তু আমি মনে মনে যে ব্যাপারটি ভাবি, সেটাই আসলে আমি আজকে লেখার মাধ্যমে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি।

এই যে যারা মেহেদি লাগাতে পারে না। আমি মনে করি তারা অনেক বেশি লাকি মানুষ। কারণ এই যে মেহেদি লাগাতে পারা যে কতোটা কষ্টের ব্যাপার। সেটা যে লাগাতে পারে, সে ছাড়া আর কেউই জানবে না।

কারণ ধরুন, আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলো। তখন কিন্তু সবচেয়ে বাজে রকমের প্রেশারটা আপনার কাছে এসে পরবে। কারণ এই যে তিন থেকে চার ঘন্টা একনাগারে বসে, একভাবে বসে কারো হাতে মেহেদি পরিয়ে দেওয়াটা যে কতোটা কষ্টের। সেটা আসলে যে করে সে ই জানে।

কারণ একটানা অনেকক্ষণ বসে থাকার ফলে অনেক বেশি ব্যাক পেইন হয়। যেটা আসলে অনেক বেশি কষ্টের। তাই আমি মনে করি যে মেহেদি লাগাতে না পারাটাই ভালো। কারণ আমি যদি আমার কথা বলি। তাহলে এমন অনেক দিন গিয়েছে যে আমি প্রায় টানা ছয় ঘন্টা এক ভাবে বসে মানুষের হাতে মেহেদি পরিয়ে দিয়েছি এবং পরবর্তীতে আমি দুদিন সোজা হয়ে হাঁটতে পারিনি ব্যাক পেইনের জন্য।

তাই আজকের লেখাটি পড়ে অন্তত আফসোস করা বন্ধ করুন। অর্থাৎ যারা সবসময় আফসোস করে যে, মেহেদী পরাতে পারেন না কিংবা নিজের হাতে মেহেদি পরতে পারেন না। এটা আসলে একেবারেই উপহার স্বরূপ আপনাদের জন্য।কারন আপনি মেহেদি পরাতে পারেন না বলেই আপনাকে মানুষ এসে বিরক্ত করছে না। আর এই মেহেদি পরিয়ে দেওয়াটা আমার কাছে তখনই অনেক ভালো ব্যাপার মনে হবে। যখন কেউ পেমেন্ট করবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো, সেই পেমেন্ট কেউই করে না। অর্থাৎ পরিবারের লোকেরা কেউই এটা ভাবে না যে, আমি যে এতোক্ষণ ধরে কষ্ট করছি। তার একটি মূল্য দেওয়া উচিত।
Sort:  
 last month 

যেকোন অনুষ্ঠানের সময় দেখা যায় যে ব্যক্তি ভালো মেহেদি ডিজাইন করতে পারে তার কাছে সবাই ছুটে যাচ্ছে। একসময় সে নিজেও বিরক্ত হয়ে যায়। এটা অবশ্য ঠিক মেহেদী দিতে না পারলে আফসোস না করে বরঞ্চ বিষয়টা উপভোগ করা উচিত।

 29 days ago 

আপনার পোস্টের মাধ্যমে বাস্তব সত্য তুলে ধরেছেন। যারা মেহেদি লাগাতে পারেনা তাদের কোন জামেলাও নেই। যারা মেহেদি লাগাতে পারে তারা যেকোন অনুষ্ঠান কিংবা উপলক্ষকে কেন্দ্র করে ঘন্টার পর ঘন্টা অন্যের হাতে মেহেদি লাগিয়ে দিতে হয়। এটি কত যে বাজে অভিজ্ঞতা তা বলে শেষ করা যাবেনা। তাই যারা মেহেদি লাগাতে পারে না তারা আফসোস না করে শুকরিয়া করুন। যারা লাগাতে পারেন তারা মনের আনন্দে লাগিয়ে যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.028
BTC 65988.06
ETH 3414.25
USDT 1.00
SBD 2.67