হেরে গিয়ে আবার জেতা
আমাদের এই জীবনটা অনেকটা জটিল্যমতম পথ। এই জটিলতম পথে যে আমরা সব সময় জয়ী হব কিংবা বিজয়ী হব এমনটা কিন্তু নয়। বরঞ্চ এই বিষয়গুলো অধ্যবসায়ের মাধ্যমে এচিভমেন্ট করতে হয় পৃথিবীর কোন মানুষ এই প্রথম প্রচেষ্টায় সফল হয়নি। বরঞ্চ বিভিন্ন জায়গায় ব্যর্থ হয়ে পরে কোন এক জায়গা থেকে সফলতা অর্জন করেছে। এটা কিন্তু একটি মানুষের গল্প নয়। যারা সফল হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টা সিমিলার ভাবে কাজ করে।
নিজের মনোবলকে এমন ভাবে শক্ত করতে হবে যেন সব সময় নিজের উপর ভরসা থাকে। জীবনে যেমনই পরিস্থিতি হোক না কেন জীবনে যতটাই দুঃসময় যাক না কেন নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে। নিজের উপর সেই বিশ্বাসটা রাখতে হবে। যে বিশ্বাসের উপরে আপনি আপনার জীবন অতিবাহিত করবেন তবে। হ্যাঁ সব সময় যে নিজের পরিকল্পনা মোতাবেক সবকিছু হবে সেটাও কিন্তু নয়। সেজন্য কিন্তু মনে মনে প্রস্তুত থাকতে হবে।
সব সময় মনে রাখতে হবে হেরে যাওয়া মানেই সবকিছু শেষ নয় বরং চোখ নতুন এক দিগন্তের শুরু। এই বিষয়টার যে মানুষ মনে বিশ্বাস করে নিজের কাজ অবিরাম ভাবে করতেই থাকবে। সে কোন না কোন জায়গা থেকে কোনো না কোনো ভাবে অবশ্যই জীবনে সফল হতে পারবে। ভালো কিছু করতে পারবে। এটা আমি ব্যক্তিগতভাবেই বিশ্বাস করি। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাবেন, ধন্যবাদ সবাইকে।