মম ইন হোটেল এবং রিসোর্টে কাটানো কিছু সময়|| ১০%বেনিফিশিয়ারি shy-fox এবং ৫% abb-schoolকে বেনিফিশিয়ারি

3331f952-c36f-4ee1-bf8b-66002372440c.jpg

মম ইন হোটেল এবং রিসোর্ট এর ছবি

নমস্কার সবাইকে।

আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি মম ইন হোটেল এবং রিসোর্টে কাটানো কিছু সময় এর অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিব। আশা করি আপনাদের ভাল লাগবে। আসলে ঘুরতে কার না ভাল লাগে তেমন আমারও ঘুরতে খুব ভাল লাগে । তাই আমি ও মাঝে মাঝে ঘুরতে চলে যাই। এবার আসলে আমরা একটা অনুষ্ঠানের দাওয়াতে গিয়েছিলাম পিরগঞ্জ এ সেখান থেকে ফেরার পথে আমরা ঠিক করলাম মম ইন হোটেল এবং রিসোটে কিছু সময় কাটিয়ে যাই। আর সেখান থেকেই আমাদের প্লান এর শুরু।

4d5d03c1-0cd6-43cd-89c7-cbde96ac7c03.jpg


শুরুতে মম ইন হোটেল এবং রিসোটের লোকেশন সম্পর্কে একটু যেনে নেওয়া যাক। মম ইন হোটেল এবং রিসোটির লোকেশন ঢাকা-রংপুর রোড, নওয়াদাপাড়া, টিএমএসএস সিএনজি স্টেশনের পাশে ৫৮০০ বগুড়া, রাজশাহী বিভাগ, বাংলাদেশ। এই রিসোটি আসলে বগুড়া জেলার প্রাণকেন্দ্রেই অবস্থিত। হোটেলে একটি আউটডোর পুল এবং বারবিকিউ রয়েছে এবং অতিথিদের জন্য রেস্তোরাঁয় খাবার বা বারে পানীয় উপভোগ করার ব্যবস্থাও রয়েছে । রিসোটিতে ভাসমান নাস্তা করারও ব্যবস্থাও রয়েছে।


c99dc272-8c28-4e06-be5f-d39e66e5d0f2.jpg

আমরা আসলে এখানে খুব অল্প সময় এর জন্যই গিয়েছিলাম। তাই আমাদের রাত্রিযাপন বা নাস্তা কোনটাই করার সুযোগ হয়নি। আর যেহুতু আমাদের একটা অনুষ্ঠান শেষ করে যেতে হয়েছে তাই আমাদের যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আমরা পিরগঞ্জ থেকে বিকাল ৫.৩০ টার দিকে বের হই এবং মম ইন এ ৭ টার দিকে পৌঁছে যাই। যেহুতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই খুব বেশি ছবি তুলতে পারি নি । কিন্তু লেক এর পারে বসে আমরা অঙ্ক মজা করেছি এবং ঘুরে ঘুরে পুরোটা জায়গা দেখেছি। ওখানকার কফি শপ এবং কিছু জামা কাপড়ের দোকানও ঘুরে দেখেছি। রাত হওয়াতে বাতস খুব ভাল লাগছিলো। এরপর কিছুক্ষণ পর আমাদের রাতের খাবার জন্য লেক এর পারের একটা রেস্টুরেন্টে বসলাম এবং সেখানে বেশ কিছু সময় লেগে গেলো সেদিন শুক্রবার হওয়ায় জায়গাটায় ভালই ভিড় হয়েছিল। তাই বেশ দেড়ি হয়ে গেছিল অখান থেকে রওনা দিতে।

f628c5b4-b0ce-4292-a8ae-8d5dab535c11.jpg

201c06f3-962d-4354-9dcf-cb789151fa96.jpg

d3d22ef8-c01e-47a5-b8f9-3aad3ca4929b.jpg

এরপর আমরা ১০ টার দিকে রওনা হলাম আমাদের সিরাজগঞ্জের বাসার উদ্দেশে এবং রাত ১১.৩০ টার মধ্যে বাসায় পৌঁছে গেলাম। সারাদিন আসলে সবার সাথে আনন্দে কখন পাড় হয়ে গেল বুঝতাই পারি নি। পরিবারের সদস্যদের সাথে ঘুরতে যাওয়ার জন্য মম ইন হোটেলটা বেশ । আশা করি আপনারা ঘুরতে গেলেও ভাল লাগবে।

ক্যামেরা পরিচিতি : Real me GT master
লোকেশন :মম ইন হোটেল এবং রিসোটে (https://w3w.co/takeovers.rudder.tuck )
Sort:  
 2 years ago 

আপনার কাটানো মুহূর্তটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন।
আপনার জন্য শুভ কামনা রইল

 2 years ago 

আপনার ছবি দেখে বুঝা যাচ্ছে মম ইন হোটেল এন্ড রিসোর্টে কাটানো সময় গুলো ভাল ছিল। ছবিগুলো চমৎকার লাগছে। বগুড়া জেলায় গেলে ঘুরে আসব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.25
JST 0.040
BTC 94487.77
ETH 3419.70
USDT 1.00
SBD 3.51