আমাদের শিক্ষা ব্যবস্হার অবনতি

in #educationsystem6 years ago (edited)

আমাদের শিক্ষা ব্যবস্হার অবনতি

image source

আমাদের শিক্ষা ব্যবস্হা দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছে । আমাদের দেশে শিক্ষার মান নষ্ট হইয়া যাচ্ছে । কিছু কিছু কারনে এর সম্মুখীন হচ্ছে । কারন শিক্ষার সঠিক মূল্য না দেওয়া  এবং শিক্ষার মূল্য অনুযায়ী সঠিক চাকরি না দেওয়া । অনেক শিক্ষিত যুবক বেকার বসে আছে তাদের কোন চাকরি মিলছে না। চাকরি পেতে হলে শিক্ষার মূল্য না দিয়া ঘুষের টাকা দিতে পারলে চাকরি মিলে যাচ্ছে । এটাই হল আমাদের বাংলাদেশ । আমাদের দেশে যে চাকরি পাওয়ার যোগ্য তাকে চাকরি দেওয়া হয় না । কিন্তু যে যোগ্য নই তাকে চাকরিতে বসানো হচ্ছে । আবার শিক্ষা ব্যবস্হা হল বহুমুখী শিক্ষা । ক্লাস ১ এর বাচ্চা যত গুলি বই নিয়ে স্কুলে যাই আপনি দেখলে অবাক হবেন । তাদের ওজনের থেকে তাদের বই এর ওজন বেশি । কিন্তু উন্নত দেশের দিকে তাকালে দেখবেন ওরা যে কোন একটি দিক বেছে নিয়াছে । কিন্তু আমাদের দেশে এই বাবস্তা চালু করা নাই । যে বাচ্চা ডাক্তার হতে চাই তাকে ডাক্তার করান হয় । যে বাচ্চা শিক্ষক হতে চাই তাকে শিক্ষক বানানো হয়। যে বাচ্চা পাইলট হতে চাই তাকে পাইলট করা হয় । কিন্তু আমাদের দেশে বই এর বোঝা টানতে টানতে জীবন পার হইয়া যাই ।একটা ভাল জব তাই মেলে না। যদি আপনি ঘুস না দিতে পারেন । এত কষ্ট করে পড়াশুনা করে একটা ভাল চাকরীর আশাই কিন্তু সেই চাকরি পাওয়া যাই না। আবার এই বহুমুখী শিক্ষা অর্জন করতে গিয়া অনেকে সফল হয় আবার অনেকে ঝরে যাই । আবার অনেকে পাগল হয়ে যাই । পড়াশুনা করতে গেলে অনেক রকমের বই । এত বই পড়বে কখন  । পড়তে পড়তে মাথার তার কেটে যাই । আমি গল্প বলছি না । সত্য বলছি এটা আমাদের বাংলাদেশের সিস্টেম । 

image source

আমাদের কে নিয়া শিক্ষার সাথে খেলা করাচ্ছে । এই খেলাই কেউ টিকে থাকতেছে আবার কেউ ঝরে যাচ্ছে । আর শিক্ষা মুন্ত্রিরা মজা নিচ্ছে । পড়াশুনা করা অনেক কষ্ট । আমাদের দেশে কষ্টের পর সুখ পাওয়া সম্ভব নই । যে দেশে শিক্ষার মূল্য দেওয়া হয় না। সে দেশ কখনও উন্নত হতে পারে না । পুর সিস্টেম যে দিন পরিবর্তন হবে সেই দিন উন্নত সম্ভব । 

Sort:  

apni sotti bolchn...bortam bangladesh ar j poricthiti tate...onnoti na hoia shika r obonoti hoitache....akhon shikkar vitorao rajnite dukche....taka dia akhon shikka k kine felche...aj ai shikka muntrir jonno
...bangladesh ar shikka bebosta ta oboniti hocche...apni onk sundor o akta guropto purno post korchen....

@chuadanga ভাই জান তুমি অসাধারণ একটা লেখা লিখেছেন. এটা 100% সত্যি কথা. আজকের দিনে শিক্ষা ব্যবস্থা টা একদম rosa তলে চলে গেছে. এটা বাস্তব কথা, যারা ভালো students, যাদের ভালো রেজাল্ট, সে চাকরি পাচ্ছে না. কিন্তু যাদের খারাপ result, কিন্তু টাকা besi তারা চাকরি পাচ্ছে ঘুষ দিয়ে. আর বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বড় problems হচ্ছে,,, শুধু বাংলাদেশে না, ইন্ডিয়া তে ও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এই সবের vetore, "" রাজনৈতিক দল গঠন করা "" "" রাজনীতি এটা সব থেকে বেশি বড় problems. আর যারা রাজনীতির খেলাটা খেলছেন, তাদের ছেলে মেয়ে, কেউ AMERICA 🇺🇸, কেউ LONDON, কেউ SWEDEN 🇸🇪, e পড়া শোনা করছে, আরো অনেক কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা টা dhire dhire পিছিয়ে পড়ছে,,, কি বলেন আপনারা???

অসাধারণ মতবাদ দিয়াছেন ।অনেক ধন্যবাদ

vai job paita result laga naki quality laga?
amra to valovaba CV likhtai pari na,
interview a jai company somporka kno information na nea,
ar education jai desh a studen enginnering por BCS ar plan kora sai desh ar education koto developed hoba?
amr to sikhar jonno na certificate ar jonno study kori,
amr ak poricito Uncel asa ja ADEX ar corporation ar MD tar sath jokhn kotha bolcelam sa bollo job interview a amra certificate ar thalka basy jakhi quality,
but result onk valo but practicaly or oi topic ta nejar moto kora bujhatai para na tar mana ki sa just oi book gula mamorise korca bujhar try kora na.
bangladesh a prochuir job vacancy asa but joggo dar jonno,
dakhban onk a BUET or DU thaka bar hoya job pacca na but onk ai national university thaka porai job paya jacca.

apnar sathe ami ak mot .kintu sob khetre quality dekhe na .. age dekhe result abong ghus dite parbe kina ...ata bangladesh .,sob kichu somvob

vai mama chacha vula galan?mama chacha r jor o to asa resuly ghus and quality r aga.

vai post daor aga aktu bolan apnar kas thaka aktu curator hota parbo,
new to mentor pacci na

চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন শিক্ষা ব্যবস্থার অবনতি নিয়ে। আমি আপনার লেখার ভক্ত।

You got a 25.48% upvote from @oceanwhale With 35+ Bonus Upvotes courtesy of @chuadanga! Earn 100% earning payout by delegating SP to @oceanwhale. Visit www.OceanWhaleBot.com for details!

khub valo likhechen :)

You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.25
JST 0.040
BTC 96186.34
ETH 3344.71
USDT 1.00
SBD 3.50