শরৎকালের দৃশ্য |বোতল পেইন্টিং|

in আমার বাংলা ব্লগlast year (edited)

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি, সুস্থ আছি।

ঘর সাজানোর জন্য অনেক রকম ইনডোর প্লান্ট আছে তবে আজকে আমি জানাবো সহজে ঘর কে সবুজে ভরিয়ে তুলতে পারবেন এমন গাছ তথা মানিপ্লান্ট নিয়ে।গাছ লাগানো আমার প্রিয় একটি শখ বলতে পারেন তাই যেখানেই গাছ দেখি সেখান থেকেই গাছ সংগ্রহ করার চেষ্টা করি।মানিপ্লান্ট গাছ অনেক দিন ধরেই লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু হাতের নাগালে পাচ্ছিলাম না।হঠাৎ সেদিন মেয়ের কোচিংয়ে যাওয়ার পথে মাটিতে চোখ পড়লো,আর তাকিয়েই দেখি ছোট্ট ছোট্ট দুইটা মানিপ্লান্ট গাছ দেখা যাচ্ছে।নিতেও কেমন যেনো একটা ইতস্ত বোধ হচ্ছিলো,একটা বাসার সামনের রাস্তায় গাছ দুটো ছিলো।তুলে নেওয়ার সময় দেখলে কে কি ভাববে এটা ভেবেই একটু অস্বস্তিবোধ হচ্ছিলো।অনেক দিনের শখ বলে কথা তাই এদিক-ওদিক দেখে গাছ দুটো তুলে নিলাম।তারপর বাসায় এসে একটা কাঁচের বোতলে রেখে দিলাম যাতে শিকড় গজায় ভালোভাবে।

অনেকে আছে মানি প্লান্ট কে শুরুতেই মাটিতে পুতে দেয়।কিন্তু এটা ঠিক না। যদিও মাটিতে দিলেও এই গাছ হওয়ার সুযোগ আছে, তবে প্রথমে জলে রেখে ভালো করে শিকড় হওয়ার পর মাটিতে দিলে সেটাই ভালো। কারন এতে করে যেমন গাছটি মারা যাবার চান্স কমে তেমনি শক্ত শিকড় হওয়ায় বৃদ্ধিও পায়।কাঁচের বোতলে বেশ কিছুদিন রাখবো আর আমাদের বাসার জলে বেশ আয়রন আছে তাতে করে বোতলটা দেখতে খুব বাজে লাগবে। তাই বড় মেয়েকে বললাম একটু পেইন্ট করে দেওয়ার জন্য যাতে ভিতরে আয়রন পড়লেও বাইরে থেকে দেখা যায়।সাধারণ একটি সস এর বোতলকে রং তুলি দিয়ে শরৎকালের একটি দৃশ্য এঁকে দিলো,যা দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগলো। তাই আপনাদের সাথে শেয়ার করছি।

উপকরণ
সস এর বোতল
রং
তুলি

ধাপ-১

প্রথমে সস এর বোতলটি ঘণ্টা খানেক এর জন্য জলে ভিজিয়ে রেখেছিলো যাতে উপরের সিল এবং আঠা গুলো উঠে যায়।তারপর ভালোভাবে মুছে নিয়ে হালকা আকাশী রং দিয়ে পুরো বোতলটি রং করে নিয়েছে।

ধাপ-২

এবার গাঢ় সবুজ ও হালকা সবুজ রং দিয়ে কাশফুলের গাছগুলো এঁকে নিয়েছে।

ধাপ-৩

এবার সাদা রং দিয়ে কাশফুল গুলো এঁকে নিয়েছে এবং মাঝে মাঝে হালকা সবুজের ছোঁয়ায় কাশফুল গুলো এঁকে নিয়েছে।

ধাপ-৪

এবার সাদা রং দিয়ে উপরের দিকে খন্ড খন্ড মেঘের দৃশ্য এঁকে নিয়েছে।

ধাপ-৫

এবার সাদা ও কমলা রং দিয়ে কাশফুল ও মেঘের মাঝে মাঝে শিউলি ফুল একে নিয়েছে।আর এভাবেই শরৎকালের দৃশ্যটি আঁকানো শেষ হয়েছে।

ফাইনাল লুক

ধন্যবাদ সবাইকে।

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

শরৎকালের পেইন্টিং বোতলের মধ্যে খুব সুন্দর করে করেছেন। পুরনো বোতলের মধ্যে এই ধরনের পেইন্টিং গুলো দেখতে বেশ চমৎকার লাগে এবং বোতলটি ও ভিন্ন রকম হয়ে যায়।মানিপ্লান্ট গাছ গাছ দুটি বোতলের মধ্যে রাখাতে দেখতে বেশ চমৎকার লাগতেছে।মানিপ্লান্ট গাছ গাছগুলো আমাদের এলাকাতে অনেক দেখা যায় বিশেষ করে নদীর পাড়ে। যাই হোক আপনার শরৎকালের পেইন্টিং বোতলের মধ্যে অসাধারণ হয়েছে। তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে পেইন্টিংটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

মানিপ্লান্ট গাছ জলে ভিজিয়ে রাখলে বোতলে অনেক আয়রন পড়ে, তখন দেখতে খুবই খারাপ লাগে।তাই মেয়েকে বলে পেইন্টিং করে নিলাম এখন দেখতে খুবই ভালো লাগছে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমাদের এখানে সচারাচর মানিপ্লান্ট গাছ গুলো খুব একটা দেখতে পাওয়া যায় না।সাধারণ বোতলে পানি রাখলে কয়েকদিন পরেই লাল হয়ে যায় তাই মেয়েকে দিয়ে একটু হালকা করে পেইন্টিং করে নিয়েছি।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনার মত আমারও গাছ লাগানোর ভীষণ শখ । যেখানেই পছন্দের গাছ দেখি সেখান থেকেই পছন্দমত গাছ সংগ্রহ করার চেষ্টা করি ।তবে আপনার পছন্দের মানিপ্লান্ট দেখে তুলে এনেছেন জেনে ভালো লাগলো ।কারণ পছন্দের গাছ বলে কথা ।তবে শরৎকালের দৃশ্যটি বোতলে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে আপনার মেয়ে। দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ আপু পছন্দের গাছ হওয়ার জন্য কিছু না ভেবেই তুলে নিয়ে এসেছি।গাছ লাগাতে সত্যিই অনেক ভালো লাগে।ধন্যবাদ আপু।

 last year 

আপনার করা এত সুন্দর একটা পেইন্টিং দেখে আমি তো অনেক মুগ্ধ হলাম। আপনি অনেক সুন্দর করে শরৎকালের দৃশ্য পেইন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাও আবার বোতলের মধ্যে। বোতলের মধ্যে এরকম সুন্দর একটা পেইন্টিং দেখলে যে কেউ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে। বিশেষ করে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আপনার করা পেইন্টিং এর দিক থেকে। ধাপগুলো অনেক সুন্দর করে শেয়ার করার কারণে ভালো লেগেছে।

 last year 

ঠিক বলেছেন আপু সাধারণ একটি বোতল কে অনেক সুন্দর করে পেইন্টিং করার কারনে দেখতে খুবই ভালো লাগছে।ধন্যবাদ আপু।

 last year 

আসলে সৃজনশীলতা বুঝি এটাকেই বলে ফেল্ব দেওয়া জিনিস কে কতো সুন্দর রুপ দেওয়া যায়।এবং সেটা ঘরে রাখলে কতো সুন্দর লাগে দেখতে।অনেক সুন্দর লাগছে ধন্যবাদ আপু আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

জ্বি ভাইয়া ফেলে দেওয়া একটা বোতল কে সুন্দর করে পেইন্টিং করার জন্য ঘরের সৌন্দর্য অনেক গুন বেড়ে গেছে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

এক কথায় দূরদান্ত একটি অংকন হয়েছে কাঁচের বোতলে। মানিপ্লান্ট গাছ আমি নিজেও লাগিয়েছি বাসায়, এগুলো বাসার সৌন্দর্য বৃদ্ধি করে। আমিও আপনার মতো বাসার পাশের একটা জায়গা থেকে এগুলো সংগ্রহ করেছিলাম 😄
যাইহোক সবমিলিয়ে জিনিসটা এখন খুব সুন্দর দেখাচ্ছে, আর আপনার মেয়ে মাশাআল্লাহ গুনবতী।
দোয়া রইলো ওদের জন্য।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া আপনার মতো আমিও রাস্তা থেকে মানিপ্লান্ট গাছ সংগ্রহ করেছি।মানিপ্লান্ট গাছ ঘরের সৌন্দর্য এবং চোখের প্রশান্তি আনে।ধন্যবাদ ভাইয়া।দোয়া করবেন।

 last year 

শরৎ কালের দৃশ্য নিয়ে চমৎকার একটি বোতলের পেইন্টিং তৈরি করেছেন আপু। সত্যি বোতলটি দেখতে অনেক সুন্দর লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত অনেক সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 last year 

বাহ চমৎকার আপু। এককথায় অসাধারণ লাগছে। আপনার পোস্ট টা পড়ে গাছ লাগানোর জন্য কিছু ট্রিকস জানতে পারলাম। এই পদ্ধতিতে গাছ মারা যাওয়ার সম্ভাবনা একেবারেই কম। গাছ আপনার অনেক পছন্দের এটা শুনেও বেশ ভালো লাগল। আর বোতলের পেইন্টিং টা তো চমৎকার হয়েছে। দেখতে অসাধারণ লাগছে। দারুণ একটা পোস্ট ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া মানিপ্লান্ট গাছ এভাবে জলে ভিজিয়ে রেখে শিকড় বের হওয়ার পর লাগালে গাছ খুব সহজেই বাঁচে।ধন্যবাদ ভাইয়া।

 last year 

বোতলে শরৎকালের দৃশ্য পেইন্টিং টি বেশ ইউনিক একটি আইডিয়া। খুবই সুন্দরভাবে পেইন্টিংটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 last year 

সুন্দর করে একটি গঠনমূলক মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

মানি প্লান্ট গাছ গুলো দেখতে ভীষণ ভালো লাগে। বোতল পেইন্টিং টি দেখতে অসাধারন লাগতেছে। আর আপনি ঠিক বলেছেন মানি প্লান্ট গাছ গুলো প্রথমে মাটিতে না লাগিয়ে টবে পানি দিয়ে লাগালে ভীষণ ভালো লাগে। আপনার হাতের কাজ দেখে ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।

 last year 

মানিপ্লান্ট গাছ দেখতে আমারও খুব ভালো লাগে।জ্বি ভাইয়া প্রথমে জলে রাখলে গাছ অনেক ভালো হয়।ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে আপু আপনার গাছ লাগানো শখ জেনে অনেক ভালো লাগলো। আপনি শরৎকালে বেশ চমৎকার একটি প্রেইন্টিং করেছেন। যেহেতু রাস্তার সাইডের গাছ গুলো এনেছেন তাহলে কিসের সমস্যা। যাইহোক আপনার গাছ গুলো বোতলে প্রেইন্টিং করে রেখেছেন জেনে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

জ্বি আপু গাছ লাগানোর শখ আমার বরাবরই ছিলো।সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65769.61
ETH 2674.27
USDT 1.00
SBD 2.86