শুভ বোন দিবস।❤️❤️

in আমার বাংলা ব্লগ9 months ago

আমার বাংলা ব্লগবাসী

হ্যালো বন্ধুরা,
মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশর গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।আজ তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমি লাইফ স্টাইল পোস্ট নিয়ে হাজির হলাম।তবে চলুন কথা আর না বাড়িয়ে আজকের লাইফ স্টাইল পোস্টটি শেয়ার করি।

বোনকে বলা হয় স্রষ্টার পক্ষ থেকে উপহারস্বরূপ। বোনের ভেতরে নাকি মায়ের প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এটি একেবারে অসত্যও নয়। যার একজন বোন আছে, তার খুব বেশি বন্ধু না থাকলেও চলে। বোন হলো এমনই একজন, যাকে না চাইতেই বন্ধু করে পাওয়া যায়। দুই বোন পাশাপাশি বড় হতে হতে কত সুখ আর দুঃখের গল্প জমা হয়। কত ভালোলাগা, মন্দলাগা, মান-অভিমান, ঝগড়া-খুনসুটিতে কাটে সময়। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো আমার নিজের কোনো বোন নেই।আমি বাবা-মার একমাত্র কন্যাসন্তান।

নিজের বোন না থাকলেও আমার বোনের ভালোবাসার কোনো কমতি নেই।আমার বাবা কাকা মিলে আমরা তিন বোন বাড়িতে।আমি সবচেয়ে বড় তারপর আমার বড় কাকার একমাত্র কন্যা @tithyrani ছোটবেলা থেকে একটা কথায় সবসময়ই মনে করে এসেছি যে আমার যত ভাইবোন আছে সবাই আমার নিজের ভাইবোন কখনো কাকাতো মামাতো বা অন্য কোনোকিছু মনে করিনি।তিথীর সাথে অনেক বেশি সময় কাটিয়েছি।ঢাকায় থাকার সুবাদে প্রায়ই কাকার বাসায় ঘুরতে যাওয়া হতো থাকা হতো।তখন তিথী এবং আমি সারাদিন একসাথে শুয়ে-বসে গল্প করে দিন কাটাতাম।তারপর ও যখন চাকরি পেলো তখন ওর ছুটির দিন দেখে যেতাম যাতে করে ওর সাথে গল্প আড্ডা দিতে পারি।তারপর বিয়ে হয়ে গেলো আমিও ঢাকা ছেড়ে চলে আসলাম তাই দুজনের মধ্যে বেশ বড় একটা গ্যাপ হয়ে গেলো।আমাদের খুব কম কথা হতো কিন্তু মনের টান ভালোবাসা ঠিক আগের মতোই ছিলো আছে এবং সারাজীবন থাকবে।

Screenshot_2023_1207_160357.jpg

আর মেজো কাকার একমাত্র কন্যা তৃষা ও বয়সে খুবই ছোট আমার বড় মেয়ের সমবয়সী।তৃষা আমাদের বাড়ির সবচেয়ে ছোট বোন ও খুবই গম্ভীর টাইপের।সারাদিন রুমে থাকা বই পড়া এগুলো নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে।ও আমাদের থেকে সম্পূর্ণ আলাদা তারপরও আমাদের ভালোবাসার কোনো কমতি নেই।

IMG_20231207_234528.jpg

তন্বী আমার ছোট পিসির একমাত্র কন্যা।তন্বী যখন আমাদের বাড়িতে ঘুরতে আসতো তখন ওর খাওয়াদাওয়া স্নান করানো থেকে শুরু করে জামাকাপড় পড়ানো সবকিছুই আমি করতাম।ও কারো কাছে কিছুই করবে না যাকিছু সব দিদিভাই এর কাছে করতে হবে এরকম ছিলো।তারপর বড় হলো তখন আমি ওর বান্ধবী হয়ে গেলাম।ওর ভালো মন্দ সবকিছুই আমার সাথে শেয়ার করতো।আমরা দুজন খুব ঘোরাঘুরি ছবি তোলা এগুলো পছন্দ করতাম।আমি কোথাও যাওয়া মানেই তন্বী কেও সেখানে যেতে হবে।এখন বিবাহিত স্বামী সংসার চাকরি নিয়ে বেশ সুখে শান্তিতে আছে।প্রতিদিন একবার হলেও আমার খোঁজ রাখে কথা হয়।ভালোবাসা গুলো এখনো ঠিক আগের মতোই আছে।
IMG_20231207_234257.jpg

জনি দিদি কে নিয়ে আগেও একটি পোস্ট শেয়ার করেছিলাম।উনি আমার আত্মীয় বা রক্তের সম্পর্কের কেউ না।জনি দিদি আমার হাসবেন্ড এর বন্ধুর বউ।আমার বিয়ের পর থেকে তার সাথে যখন কথা বলা শুরু হয় তখন থেকেই ওনাকে আমার খুব ভালো লাগে।আর আস্তে আস্তে আমাদের সম্পর্কটা গভীর হতে থাকে।একটা সময় যখন খুবই মানসিকভাবে বিপর্যয়ে ছিলাম তখন জনি দিদি ছিলো আমার একমাত্র ভরসা।সে প্রতিনিয়ত আমাকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে।তার ভালোবাসাগুলো আমার কাছে ঈশ্বরের আশীর্বাদ এর মতো মনে হয়।আমি চাই সারা জীবন তার সাথে যেনো আমার এই সম্পর্ক অটুট থাকে।
Screenshot_2023_1207_161047.jpg

পরিশেষে আমার দুই কন্যা সন্তান তাদের দুই বোনের সম্পর্কে আর কি বা বলি।এক কথায় দুইটা চিড়িয়া বলা যেতে পারে।😃সারাদিন দুজন মিলে খুনসুটি ঝগড়া মারামারি এসব করতেই থাকে।ওদের এসব কর্মকাণ্ডে আমি অনেক বিরক্ত হয়ে যাই, তখন দুজনকে খুব বকাঝকা করি।দুজন দুজনের থেকে যখন আলাদা হয় তখন ওরা বুঝতে পারে যে ওরা দুজন দুজনকে কতটা ভালোবাসে।একজন আরেকজনের জন্য অস্থির হয়ে ওঠে তখন তাদের ভালবাসাগুলো অনুভব করতে পারে।খুনসুটি ভালোবাসা নিয়েই বেড়ে উঠুক এই প্রার্থনা করি।
Screenshot_2023_1208_000320.jpg

কমিউনিটির সকল বোনদের কে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোন সময় অন্য কোন নতুন বিষয় নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রার্থনা করি।

IMG_20230307_020842.png

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt2ZiuB4UwXiaLrysjtrVMUbAZMrqbsT8opre1BTbbmPnF1NuhTfmhXvmcf2NQCbDFv833qFTc4KQk2SYu8z.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 9 months ago (edited)

জানু আপনার কথা পড়তে পড়তে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। অনেক বাস্তব এবং সুন্দর কথা আজ আপনি তুলে ধরছেন। সুন্দর করে গুছিয়ে বোনের ভালোবাসা নিয়ে যে এত সুন্দর করে কিছু কথা উপস্থাপন করা যায় সেটা কিন্তু মাথায় ছিল না। মায়ের পেটের বোন না থাকলেও কিন্তু আপনার চারপাশে যারা আছে তারা তার চেয়ে অনেক বেশী। সুন্দর করে এমন একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু,মায়ের পেটের বোন না হলেও বোনের ভালোবাসার কোন কমতি নেই আমার।ধন্যবাদ আপু।

 9 months ago 

বোন দিবস উপলক্ষে আপনি খুবই সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। তিথিরানী আপুর সাথে যে আপনার বোনের সম্পর্ক সেটা আজ আপনার এই পোস্টের মাধ্যমে জানতে পারলাম। যাহোক বোনের সাথে বোনের সম্পর্ক আরো বেশি মজবুত হোক এমনটাই আমি প্রত্যাশা করি।

 9 months ago 

তিথী রানী আমার ছোট বোন।দোয়া করবেন আমরা যেন সারাজীবন ভালবেসে একা করে সাথে থাকতে পারি। ধন্যবাদ।

 9 months ago 

আসলে আমাদের এক একটা বোন সৃষ্টিকর্তার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আপনার আপন বোন না হলেও আপনি সবাইকে আপন মনে করে আসছেন। আপনাদের সবার সম্পর্ক এতটা ভালো, এটা শুনে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি যেন আপনাদের সবার সম্পর্কটা সারা জীবন এরকম থাকে। আর আপনার দুই মেয়ের জন্য ও অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। দুই বোন যেন সব সময় ভালো থাকে এবং অনেক দূর যেতে পারে দোয়া করি সব সময়।

 9 months ago 

বোন সত্যি সৃষ্টিকর্তা দেওয়া সেরা উপহার।বোনকে নির্দ্বিধায় যে কথাটা বলা যায় সে কথার অন্য কাউকে বলা যায় না।দোয়া করবেন ভাইয়া আমরা যেন মিলেমিশে সারা জীবন এভাবেই থাকতে পারি।ধন্যবাদ ভাইয়া।

 9 months ago 

একদম ঠিক বলেছেন আপু যাদের বোন আছে তাদের আর বান্ধবীর প্রয়োজন হয় না। বোনের সঙ্গে বান্ধবীর মতো চলা যায়। বোনের জন্য কোন দিবসের প্রয়োজন পড়ে না। বোনের ভালোবাসা সম্পর্কে খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে মায়ের ফটো পেটের বোন না হলেও বোনের মত অনেককেই ভালোবাসা যায়। আপনি ঠিক সেরকমই ভালবেসেছেন। ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে।

 9 months ago 

জ্বি আপু বোন একটা বান্ধবীর চেয়ে হাজারগুন ভালো হয়।বান্ধবী একটা সময়ে গিয়ে ক্ষতি করার চিন্তা করতে পারে,কিন্তু একজন বোন আর একজন বোনের ক্ষতি কখনো করতে পারে না।ধন্যবাদ আপু।

 9 months ago 

ঠিক বলেছেন যার একটি বোন আছে তার বেশি বান্ধবীর দরকার নেই। সমবয়সী বা ছোট বোন থাকলে তার সাথে অনেক কিছু শেয়ার করা যায় সুখ-দুঃখের গল্প করা যায়। তবে আবার অনেকে বলে বড় বোনের কাছে মায়ের ছায়া পাওয়া যায়। তবে এক বোন এক বোনের জন্য সব সময় অনেক আন্তরিকতা থাকে। বোন দিবস উপলক্ষে আপনি খুব মূল্যবান একটি পোস্ট করেছেন। ধন্যবাদ আপনাকে পোষ্টটি আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 9 months ago 

বোনের কাছে একটা বান্ধবীর কোন তুলনা হয় না।আমি তো আমার সকল বোনকে আমার বান্ধবী বলেই মনে করি এবং ওরাও তাই আমাকে মনে করে।সব মিলিয়ে আমাদের সম্পর্ক অনেক অনেক ভালো আপু ধন্যবাদ।

 9 months ago 

বোনে আসলেই সৃষ্টিকর্তার আশির্বাদ! সেই ছোটবেলায় যখন গ্রামে যেতাম, সবসময় তোমার সাথে চ্যাপকায় থাকতাম! 😅 অবশ্য সাথে ছোড়দি-ফুলদি আসলে ছোটবেলায় পাত্তা পাইতাম না 😥। ঢাকায় থাকা অবস্থায় মাঝেমাঝে যখন তুমি আমাদের বাসায় আসতে বা আমরা তোমাদের বাসায় যেতাম, খুব মজা হতো একসাথে!! প্রতিবছর দুর্গাপূজার সময়ও তাই! কত কত স্মৃতি ভালোলাগার 😍😍। ভালোবাসা সবসময় অমলিন থাকুক। তোমার মতো বড়বোন পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার দিদিভাই। ❤️❤️

Posted using SteemPro Mobile

 9 months ago 

ছোটবেলার কথাগুলো যখন মনে পড়ে তোমাদেরকে খুব মিস করি।তোমাদেরকে স্নান করানো খাওয়ানো জামা কাপড় পড়িয়ে দেওয়া সবকিছু অনেক ভালো লাগতো আমার কাছে।আসলে ফুলদি ছোড়দি দ আর আমি এক সমান ছিলাম আর তোমরা তখন ছোট তাই তোমাদেরকে সাথে নিলে গল্পের ব্যাঘাত ঘটতো।😁তোমাদের বোন আছে জন্যই আমি ভালো আছি মনা। মতোঅনেক অনেক ভালোবাসি তোমাকে। ❤️❤️

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 58793.48
ETH 2508.69
USDT 1.00
SBD 2.44