আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তির কিছু সুন্দর মুহুর্ত।

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো বন্ধুরা"

আজকেরই এই দিনে সবকিছু হউক নতুন করে, সুখের স্মৃতিটুক থাক কাছে দুঃখগুলো যাক দুরে। শুভ জন্মদিন...আমার বাংলা ব্লগ♥️♥️

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?বেশ কয়েকদিন ধরেই শরীরটা অনেক খারাপ যাচ্ছে,তারপরও বলবো ঈশ্বরের অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি।

প্রথমেই আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।আজকের দিনটি আমার বাংলা ব্লগের প্রত্যেক ইউজার এর জন্যই অনেক খুশির দিন।কয়েকদিন থেকেই এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম।আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষ্যে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।

IMG_20230612_004954_654.jpg

গতকালই আমরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নেই যে কিভাবে আমরা দিনটিকে পালন করবো। আজকে একটু বাইরে ঘোরাঘুরি করে খেয়েদেয়ে বাসায় ফিরে কেক কাটার কথা ছিলো কিন্তু হঠাৎ করেই সিদ্ধান্ত একটু পাল্টাতে হয়েছে।তার কারন হলো বৃত্তর পরীক্ষা ছিলো আমার যদি বাইরে ঘুরতে যাই তাহলে ওকে রেখেই যেতে হবে কিন্তু আমরা সেটা কেউ-ই চাইনি কারন আমরা সবাই এখন একটি পরিবারের সদস্য হয়ে গেছি তাই কেউ কাউকে ছাড়া কোনো আনন্দের অনুষ্ঠান উপভোগ করা সম্ভব না।যাই করি না কেনো সবাই মিলে আনন্দ হৈ-হুল্লোড় করে সময় গুলো কাটাতে চাই।
IMG_20230612_005448.jpg

Screenshot_2023_0612_005526.jpg

Screenshot_2023_0612_005357.jpg

কেক অর্ডার করা বিরিয়ানি অর্ডার করা সবকিছুর দায়িত্ব বৃত্ত উপরে ছিলো।বৃত্ত পরীক্ষা শেষ করে আসার সময় সবকিছু নিয়ে আমাদের বাসায় হাজির।বৃত্ত আছে বলেই আমরা যেকোনো কাজ খুব সুন্দরভাবে করতে পারি।তার জন্য বৃত্ত কে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথমে শুভ ভাইয়ার বাসায় অনুষ্ঠান করার কথা ছিলো কিন্তু হঠাৎ আমার শরীর টা একটু খারাপ হওয়ায় আর রিতু আমিন ভাবির শারীরিক দিক বিবেচনা করে আমার বাসায় আয়োজন করা হয়।সন্ধ্যা সাতটায় শুভ ভাইয়া, হিরা ভাবি আমার বাসায় উপস্থিত হয়।রিতু ভাবি আমার মুখোমুখি ফ্ল্যাটে থাকে ভাবিও চলে আসে তারপর আমরা সবাই মিলে প্রথমে কেক কাটি,তারপর কেক খাওয়া হয়।কিছুক্ষণ সবাই অনেক গল্প গুজব করে সময় পার করি।তারপর যার যার বিরিয়ানির প্যাকেট নিয়ে খাওয়া শুরু করি।

IMG_20230612_004954_257.jpg

Screenshot_2023_0612_005418.jpg

বিরিয়ানি এতো বেশি ঝাল ছিলো যে খেতে গিয়ে সবার নাজেহাল অবস্থা হয়ে যায়।সাথে কোক ছিলো একবার করে কোক আর একবার করে বিরিয়ানি এভাবেই শেষ করা হলো খাওয়াদাওয়ার পর্ব।তারপর সবার জন্য একটা করে মিষ্টি পান ছিলো সবাই একটা করে মিষ্টি পান খেয়ে আরও কিছুক্ষণ আড্ডা দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
FB_IMG_1686510408263.jpg

সবমিলিয়ে আজকের অনুষ্ঠানের মুহুর্ত গুলো অসাধারণ ছিলো। এরকম দিন বার বার ফিরে আসুক খুশির বার্তা নিয়ে সেই প্রার্থনা করি ঈশ্বরের কাছে।🙏🙏🙏

ধন্যবাদ সবাইকে।

IMG_20230513_221751.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 2 years ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ। আমার বাংলা ব্লগে শুভ জন্মদিন আপনারা সবাই খুব সুন্দরভাবে উদযাপন করেছেন দেখে ভালো লাগলো। বৃত্ত দাদা কাজকর্মে অনেক একটিভ ব্যক্তি। সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আন্টি।

 2 years ago 

হ্যাঁ আমরা সবাই মিলে অনেক আনন্দ করে আমার বাংলা ব্লগ এর জন্মদিন পালন করেছি।বৃত্ত সবদিকেই পারদর্শী। ধন্যবাদ তোমাকেও।

 2 years ago 

শুভ জন্মদিন আমার বাংলা ব্লগ। এমন দিন বারবার ফিরে আসুক আমাদের সবারই জীবনে। সত্যি দিদি এত সব কিছু আয়োজন করার জন্য বৃত্ত ভাইয়ের মত লোক অবশ্যই থাকা দরকার।আসলে আপনারা এক জায়গায় কয়েক জন আছেন বলেই এভাবে আয়োজন করা সম্ভব হয়েছে। ধন্যবাদ দিদি আমাদের মাঝে সুন্দর কাটানো মূহুর্ত শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি আপু বৃত্তর মতো একজন মানুষ থাকলে যেকোনো আয়োজন করা খুব সহজ হয়ে যায়।সবাই মিলে একসাথে অনুষ্ঠান করার মজাই আলাদা। আপু আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমার বাংলা ব্লগের জন্মদিন উপলক্ষে ঘরোয়া পরিবেশে চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, সত্যিই দারুন আয়োজন ছিল। আর কেকটা কিন্তু বেশ সুন্দর। আমরা যদি আশেপাশে থাকতাম তাহলে হয়তো খেতে পারতাম 🤗
শুভ কামনা অবিরাম।

 2 years ago 

জ্বি ভাইয়া ঘরোয়া ভাবে অনুষ্ঠান টি আমরা সবাই মিলে পালন করেছি।সত্যিই কেকটা দারুণ ছিলো।হ্যাঁ পাশাপাশি হলে তো ভালোই হতো তাহলে আমাদের পরিবারের সদস্য সংখ্যা আরও বেড়ে যেতো আনন্দও দ্বিগুণ হতো।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

কি আর বলবো। কপাল নেহাত খারাপ। তানাহলেও আমিও তো থাকতে পারতাম আপনাদের সাথে। একা একা তো পালন করলেন। সবাই একত্রে আছেন দেখে। আমাকে একটু দাওয়াত করলে কি হতো। আমি তো আমাদের চেয়ে আরও বড় কেক নিয়ে আসতাম। যার ওজন হতো প্রায় ২০ পাউন্ড। হি হি হি। পেটে ব্যথা করবো এই কেক যারা যারা খেয়েছে। হি হি হি।

 2 years ago 

দাওয়াত দিলে কি আপনি আসতেন আপু!আপনি ২০ পাউন্ড কেক নিয়ে আসলে তো খুবই ভালো হতো তাহলে আমরা এলাকার সবাইকে সাথে নিয়ে ধুমধামে জন্মদিন পালন করতাম।দোয়া করেন আগামী বছর যেনো ২০ পাউন্ড কেক দিয়ে আমার বাংলা ব্লগ এর জন্মদিন পালন করতে পারি আপু।অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আমরা সবাই আমার বাংলা ব্লগ কমিউনিটির একটি পরিবার। সেই পরিবারের বন্ধন কিছুটা আপনাদের মাধ্যমে দৃশ্যমান দেখতে পেলাম । যেখানে সবার সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়ে একসাথে চলে থাকেন ।অনেক ভালো লাগলো এই বিশেষ দিনে সুন্দর মুহূর্ত উপভোগ করার মাধ্যমে আমাদের সাথে শেয়ার করলেন।

 2 years ago 

আমরা সবাই একই পরিবারের সদস্য তাই যে যাই করি না কেনো সবাই মিলে করার চেষ্টা করি।তাতে করে অনেক বেশি আনন্দ উপভোগ করতে পারি।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনারা তো দেখছি ছোটখাটো ভাবে খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে। আপনারা প্রথমে একটা প্ল্যান করেছিলেন, কিন্তু বৃত্ত ভাইয়ার পরীক্ষা থাকার কারণে আপনারা এটি ক্যানসেল করে দেন। আপনারা একে অপরকে ছাড়া কোথাও যান না, এটা জেনে অনেক ভালো লেগেছে। আর বৃত্ত ভাইয়া পরীক্ষা দিয়ে আসার সময় সবকিছু নিয়ে এসেছিল। এরপর সবাই বেশ আনন্দ সহকারে কেক কেটে ছিলেন এবং বিরিয়ানি খেয়েছিলেন। ভালো লাগলো আপনাদের মুহুর্তটা।

 2 years ago 

হ্যাঁ ছোটো-ছোটো ভাবে বেশ ভালোই একটা আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো।প্রথমে বাইরে যাওয়ার প্লান থাকলেও পরবর্তী সময়ে আর তা হয়নি বৃত্তর পরীক্ষার জন্য।ঘরোয়া ভাবেও অনেক আনন্দ উপভোগ করেছি।সবমিলিয়ে অসাধারণ ছিলো মুহূর্ত টি।ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনাদের এরকম আনন্দঘন মুহূর্ত দেখে আপনাদের আয়োজনটাকে বড্ড মিস করছি। আমার আবার এরকম আনন্দঘন মুহূর্ত দেখলে সেই আনন্দের শামিল হওয়ার ভীষণ ইচ্ছে হয়। তবে ছোট্ট পরিসরে আমার বাসায় আমার বাংলা ব্লগ ও আমার মেয়ে অদিলার জন্মদিন উপলক্ষে ছোট্ট আয়োজন করেছিলাম। আর সে বিষয়ে পোস্টও উপস্থাপন করেছি।সত্যিই আপু এরকম আনন্দঘন মুহূর্ত খুবই উপভোগ্য হয়। আমার বাংলা ব্লগের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে কেক কেটে, ঝাল ঝালবিরিয়ানি খেয়ে, আনন্দে মেতে উঠেছিলেন দেখে সত্যিই ভালো লাগছে। আপনাদের আনন্দঘন মুহূর্ত টুকু আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

সত্যি তাই ভাইয়া এরকম অনুষ্ঠানে যোগ দিতে পারলে খুবই ভালো লাগে।সবাই মিলে অনুষ্ঠান করতে পারা সত্যি অনেক আনন্দের।আশাকরি কোন একদিন আমার বাংলা ব্লগ পরিবারের সবাই একসাথে জন্মদিনের অনুষ্ঠান পালন করার সুযোগ হবে।আপনিও আদিলা মামনির জন্মদিন ও আমার বাংলা ব্লগ এর জন্মদিন একসাথে পালন করেছেন জেনে খুবই ভালো লাগলো।আদিলা মামনির জন্য অনেক অনেক শুভকামনা রইলো।♥️ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বর্ষপূর্তি উপলক্ষে আপনারা সকলেই খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন দেখেই বোঝা যাচ্ছে। বৃত্ত ভাইয়া আসলেই আপনাদের অনেক কিছুই খুব সহজ করে দিয়েছে যদিও তার পরীক্ষার কারণে আপনারা বাহিরে ঘোরাঘুরি করতে যাননি এই বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। একটা পরিবারের সঙ্গে একত্রে থাকার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করে সব সময় আপনাদের ক্ষেত্রে এরকম সুন্দর মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের সুন্দর মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জ্বি ভাইয়া বৃত্ত আমাদের প্রতিটা কাজ অনেক সহজ করে দেয়।ও আছে বলেই আমরা প্রতিটি অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করতে পারি।অনেক অনেক ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ কাকিমা এত গুলো ক্রেডিট দেওয়ার জন্য,যদিও আমার জন্যই ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়েছিল।তারপরেও সবাই মিলে দারুন সময় কেটেছে এটাই সব থেকে বড় কথা। আপনাকে ধন্যবাদ উদ্যোগ নেওয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

তুমি ছিলে বলেই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে আমরা করতে পেরেছি ড়তার জন্য ধন্যবাদ তোমার প্রাপ্য ছিলো।বাইরে ঘুরতে না গিয়ে ভালোই হয়েছে বাসার অনুষ্ঠানটি অনেক সুন্দরভাবে আমরা এনজয় করেছি।অনেক ধন্যবাদ তোমাকে।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.35
JST 0.033
BTC 115926.80
ETH 4496.48
SBD 0.85