"রসগোল্লার হাঁড়ি" |ম্যান্ডেলা আর্ট।|

in আমার বাংলা ব্লগlast year
আমার বাংলা ব্লগ বাসী

সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

রসগোল্লা শুধু এক প্রকার মিষ্টি নয়, এটি পুরো বাঙ্গালী জাতির আবেগ ও ভালোবাসা। আর যেই কারণে বাঙ্গালী যে কোনো আচার অনুষ্ঠানে রসগোল্লা ছাড়া যেনো জমেই না।অতিথি আপ্যায়নই হোক কিংবা টুকটাক মুখমিষ্টি, রসগোল্লার জুড়ি মেলা ভার।
রসগোল্লা তো আমার খুবই প্রিয় একটি মিষ্টি।আমি আগে মাঝে মাঝেই বাসায় রসগোল্লা বানিয়ে খেতাম।কিন্তু এখন আর খাওয়া হয় না।তার কারন দিন দিন এত্তো এত্তো মটু হয়ে যাচ্ছি যে কবে না খাওয়াই বন্ধ হয়ে যায়।অনেক কষ্টে এক চা চামচ চিনির পারমিশন পেয়েছি চা এ খাওয়ার জন্য আর সেখানে রসগোল্লা তো বিলাসিতা।🤭যাইহোক আমার দুঃখের কথা বলে লাভ নাই😔 তারচেয়ে বরং রসগোল্লার হাঁড়ি আর্ট টি দেখে নেওয়া যাক।
IMG_20230822_234857.jpg

চলুন তাহলে শুরু করি।

IMG_20230822_220248_268.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYwkUrqt5biu9Lay4yNSDTuz5JhL4DanyEKzhXm2j5Z9N4iuahnTkhyCNxC4kPs...12iRr7p3iZ8gN1hsNPYzktYPX5eztj3FvthS3xFkSGwKFhALK9Lx693R5xG8g9pwogF87NtFELPGfG75X1ezoufuJEjn2kLFtMPndDgWVuygM5bpbm4tjz5G86.png

১.মাটির ছোট বাটি
২.এক্রেলিক কালার
৩.তুলি

PhotoCollageMaker_20230822_220406320.jpg

ধাপ-১

প্রথমে লাল রং দিয়ে পুরো বাটি টা রং করে নিয়েছে।তারপর কয়েক ঘন্টার জন্য রেখে দিয়ে শুকিয়ে নিয়েছে।যাতে অন্য রং গুলো লেগে না যায়।
PhotoCollageMaker_20230822_220501770.jpg

ধাপ-২

রং শুকিয়ে গেলে সাদা রং দিয়ে রসগোল্লা গুলো এঁকে নিয়েছে।

IMG_20230823_002655.jpg

ধাপ-৩

এবার কালো রং দিয়ে হাঁড়ির আউটলাইন এঁকে নিয়েছে।
IMG_20230823_002708.jpg

ধাপ-৪

এবার মেটে রং দিয়ে হাঁড়ির পুরো অংশ টা এঁকে নিয়েছে।
IMG_20230823_002746.jpg

ধাপ-৫

এবার কালো রং দিয়ে হাঁড়ির মাঝামাঝি দুটো দাগ টেনে, তার উপর লাল রং দিয়ে ত্রিভুজ আকৃতির নকশা এঁকে নিয়েছে।
IMG_20230823_002812.jpg

ধাপ-৬

এবার সবুজ রং দিয়ে ছোট ছোট পাতার মতো নকশা এঁকে নিয়েছে।
IMG_20230823_002828.jpg

ধাপ-৭

এবার নকশার মাঝে ফাঁকা জায়গা গুলো লাল রং দিয়ে ছোট ছোট পাতা ও গোল গোল নকশা এঁকে নিয়েছে।
IMG_20230823_002853.jpg

ধাপ-৮

এবার হাঁড়ির মুখ টা গাঢ় মেটে রং দিয়ে এঁকে নিয়েছে এবং হলুদ রং দিয়ে পাশে একটা বড় পাতা এঁকে নিয়েছে।
IMG_20230823_002908.jpg

ধাপ-৯

এবার আরেক পাশে লতার মতো করে একটি ডিজাইন এঁকে নিয়েছে।

IMG_20230823_002938.jpg

ধাপ-১০

এবার সব শেষে বাটির উপরের অংশ টা ঝিরিঝিরি করে ডিজাইন এঁকে নিয়েছে।

IMG_20230823_002947.jpg

ফাইনাল লুক

IMG_20230822_220248_268.jpg

IMG_20230822_234857.jpg

আজ এখানেই শেষ করছি।আবার দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো নতুন আর্ট নিয়ে,সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

ধন্যবাদ সবাইকে।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoodq7ohHzgKQKDmTRgamvrYaPc7Ny9oprPnjvKn4VVe31vKbu8vULt4CSQiq...uovm5BerwrfKDqqbDvFiHGBek7HUUv8BDZ2jnuf6T86jmsigTWAREiwHxoiYBiBdqxHSneA4DCfz8yRGCyz8oRLxYjCQgJuf4U11dNVZU39jmAtkkcQo3oEpWJ.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

2GZpiygLZbndtMBNRVUJ19to2HA8AJHhDzhWy6HXkpbABs3wVi77RWv7qwHBXVEN3qzVymfDrdF7YupEDxp2dxQk8bz63txFqiUxURWQ1B...rqmazngaQSFCEE1jXrmR7g8aaRttRx4JkC2twxSFfTuT37LxyiG5FBmgWctHLy1bxhovdtRWRZAhst4UtrYW1GhfoWLVYrog3FtTpgC8XsdEsddY2raMrKZQgM.gif

Sort:  
 last year 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে রসগোল্লার হাঁড়ি ম্যান্ডেলা আর্ট তৈরি করে দুর্দান্তভাবে শেয়ার করেছেন। আসলে আপনার পোস্টা একদম ইউনিক একটি পোস্ট আপু। আপনার তৈরি ডিজাইন গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে আপু। আপনি বেশ সুন্দরভাবে ধাপে ধাপে তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

আমার পোস্ট টি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো।অসাধারণ একটি মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 last year 

রসগোল্লা যেটা আমি ছোট্টবেলা খেতে খুবই পছন্দ করতাম এখনো খেতে খুবই পছন্দ করি। ঠিকই বলেছেন রসগোল্লা বাঙালি জাতির আবেগ। রসগোল্লার হাঁড়ির দারুন একটি ম্যান্ডেলা আর্ট করেছেন খুবই সুন্দর হয়েছে। বিভিন্ন রঙে রঞ্জিত করে ফুটিয়ে তুলেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 last year 

রসগোল্লা আমারও খুব পছন্দের মিষ্টি।সুন্দর মন্তব্য করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year (edited)

রসগোল্লার হাঁড়ি ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর হয়েছে আপু। সকাল সকাল রসগোল্লা দেখে তো আমার খেতে ইচ্ছে করছে। হাঁড়ির ভেতর মনে হচ্ছে সত্যিই রসগোল্লা। আসলে রং তুলি দিয়ে আঁকা ম্যান্ডেলা গুলো দেখতে অনেকটা বাস্তবের মত লাগে। অনেক ধন্যবাদ আপু এরকম একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ এরকম রসগোল্লা দেখলে সত্যিই খেতে ইচ্ছে করে।ম্যান্ডেলা আর্ট টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু।আপনার জন্য শুভকামনা রইলো।

 last year 

ছোট বেলায় ফিরে গিয়েছিলাম। এখন আর ঢাকাতে রসগোল্লার হাঁড়ি দেখা যায়না। একটা সময় গ্রামে এই রসগোল্লার হাড়ির অনেক প্রচলন ছিলো। তবে এখন এগুলো বিলুপ্ত প্রায়। আপনার রসগোল্লার হাঁড়ি ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে আপু। ভালো লাগলো অনেক।

 last year 

ঠিক বলেছেন ভাইয়া। আগের দিনের মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে গেলে রসগোল্লা হাঁড়িতে করে নিয়ে যেতো।এখন আর সেই দৃশ্য কখনোই চোখ পড়ে না।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলেই আপনি অসাধারণ একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। ছোটবেলায় এরকম কত সুন্দর সুন্দর পেইন্টিং অথবা আর্ট করতাম কে জানে। বিশেষ করে ছোট ছোট রসগোল্লা হাড়ি দেখে খুব লোভ লেগে গেল। যদি সত্যিকারের রসগোল্লা হতো তাহলে তো বলতাম আমাদের জন্য পাঠিয়ে দিতেন। যাইহোক চমৎকার ভাবে আর্ট করে ধাপে ধাপে শেয়ার করেছেন আমাদের মাঝে। এরকম আর্ট আরো দেখতে চাই আপনার কাছ থেকে।

 last year 

অনেক সুন্দর করে রসগোল্লার হাঁড়ি পেইন্টিং করেছেন। এটা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 last year 

আপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই অনেক সুন্দর করে মতামত পোষণ করার জন্য।

 last year 

রসগোল্লা নাম শুনেই জিভে জল চলে আসার মতো একটি নাম।বাংগালীর যেকোনো অনুষ্ঠানে রসগোল্লা ছাড়া তো চলেই না।অসাধারণ পেইন্টিং। ধাপে ধাপে এতো সুন্দর করে শেয়ার করেছেন যে কেউ চাইলেই বানাতে পারবে খুব সহজেই।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।

 last year 

একদম তাই রসগোল্লা ছাড়া বাঙ্গালির কোনো অনুষ্ঠানই চলে না। অনেক সুন্দর একটি মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে।

 last year 

রস-গোল্লার হারির খুব সুন্দর একটি মেন্ডেলা আপনি অংকন করেছেন খুব সুন্দর হয়েছে আপনার অংকন। আসলেই রস গোল্লা বাঙ্গালির আবেগ। 😍😍😍

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া রসগোল্লা বাঙ্গালির আবেগের বড় একটা অংশ জুড়ে রয়েছে।অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

 last year 

আপনি তো দেখছি রসগোল্লার হাঁড়ির মধ্যে রসগোল্লার হাঁড়ি আরেকটা অংকন করেছেন। আবার রসগোল্লা ও অঙ্কন করেছেন। আপনার করা এত সুন্দর ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো অনেক বেশি মুগ্ধ হলাম। রসগোল্লা কিন্তু সবারই অনেক বেশি পছন্দের। আমার কাছেও রসগোল্লা খেতে অনেক ভালো লাগে। সম্পূর্ণ আর্ট এত সুন্দর করে করেছেন দেখে ভালো লেগেছে। সম্পূর্ণটা জাস্ট মনোমুগ্ধকর ছিল।

 last year 

ঠিকই বলেছেন কাকিমা,রসগোল্লা হল বাঙালীদের আবেগ।যে কোন আনন্দ অনুষ্ঠান, খুশির খবর রসগোল্লা ছাড়া জমেই না। আর আপনার রসগোল্লার পট টিও কিন্তু দারুন হয়েছে,একদম রসগোল্লার মতই কিউট দেখতে। ধন্যবাদ কাকিমা সুন্দর চিত্রকর্মটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.14
JST 0.028
BTC 58551.09
ETH 2617.32
USDT 1.00
SBD 2.44