আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪৫ |"ভেজ পালং বিরিয়ানি"|

in আমার বাংলা ব্লগlast year

হ্যালো বন্ধুরা

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও ভালো আছি।

প্রথমেই আমাদের শ্রদ্ধেয় ফাউন্ডার @rme দাদা,কো-ফাউন্ডার ব্ল্যাক্স দাদা,এডমিন ভাইয়া আপু এবং মডারেটর ভাইয়া আপুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা।আমার বাংলা ব্লগ এ আসার পর থেকেই প্রতিযোগিতা গুলো দেখে আসছি।কখনো নিজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি কয়েকবার পুরস্কারও জিতেছি।কখনো বা অসুস্থতার কারনে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি,তারপরও প্রতিযোগিতার ফলাফল ঘোষণার দিন খুব এক্সাইটেড থাকি কে প্রথম দ্বিতীয় তৃতীয় হবে জানার জন্য।এটা অন্য রকম ভালো লাগার একটি মুহূর্ত যা ভাষায় প্রকাশ করার মতো নয়।দেখতে দেখতে আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ৪৫ এ পৌঁছে গেছে আর এটা খুবই আনন্দের বিষয়।আমাদের সকলের প্রিয় এডমিন @hafizullah ভাইয়া যখনই শাক নিয়ে প্রতিযোগিতার ঘোষণা দিয়েছেন তখন থেকেই ভাবছিলাম এবার অবশ্যই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবো।তার কারন হলো নতুন নতুন রেসিপি করা আমার একটি প্রিয় শখ বলতে পারেন, তারপর আবারও পছন্দের শাক দিয়ে রেসিপি তৈরি করতে হবে।তাই আর দেরি না করে এই সুযোগ টা লুফে নিতে তৈরি করে ফেললাম আমার প্রিয় পালংশাক দিয়ে বিরিয়ানি রেসিপি টি।

PhotoCollageMaker_20230929_144448416.jpg

IMG_20230929_143420.jpg

পালংশাক শীতকালীন শাক যা সকলেরই খুব পছন্দের শাক।আমার মনে হয় যে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যে সে পালংশাক পছন্দ করেন না।আমার তো খুবই পছন্দের একটি শাক শীতকালে প্রায় প্রতিদিনই কমবেশি পালংশাক খাওয়া হয়ে থাকে।এখন বাজারে খুব একটা পালংশাক পাওয়া যায় না মাঝে মধ্যে চোখে পড়ে তবে প্রতিদিন নয়।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পালংশাক বাছাই করেছি কিন্তু মুশকিল হলো বাজারে তো এখন সচারাচর পালংশাক পাওয়া যাচ্ছে না।তাই @shyamshundor কে বললাম এনে দেওয়ার জন্য।বৃত্ত সকালবেলা গোটা বাজার খুঁজে পালংশাক না পেয়ে,পরে কয়েক কিলোমিটার দূরে একটা বড় বাজার আছে সেখান থেকে আমার পছন্দের পালংশাক এনে দিয়েছে।তার জন্য বৃত্ত কে অসংখ্য ধন্যবাদ জানাই।
IMG_20230929_135054_353.jpg

আমি নিরামিষ খাবার খেতে খুব পছন্দ করি তাই আজকের রেসিপি টি আমি পেঁয়াজ রসুন ছাড়া
সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করেছি।চলুন তাহলে ভেজ পালং বিরিয়ানি রেসিপি টি জেনে নেওয়া যাক।

IMG_20230929_143033.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPbr3NLMLZnhrdRqPwLyGfo67pSFwzw2EEaCftUfSziyJ2xFDia62QkbkJFNz7...xX4hK8ieFFZh8sFdRCNoFpBkuAvG3N8eHd8PXq7t9a7mTbUzUC5gL813RXd81WPUvj47XJZygHxLYQ8C8LKFh8Gug6o3jLjoMerfxUdATkNUBsBUGED6uL86xv.png

উপকরণপরিমাণ
পালংশাকহাফ কেজি
চিনিগুঁড়া চালহাফ কেজি
আলু৩ টা
কাঁচামরিচ৮-১০ টা
আদাবাটা২ চা চামচ
জিরাগুঁড়াদেড় চা চামচ
গোলমরিচগুঁড়াপরিমাণমতো
এলাচিগুঁড়াপরিমাণমতো
জায়ফলঅর্ধেক
জয়ত্রী২ টুকরো
পোস্তদানা১ চা চামচ
কিসমিস১০-১৫ টা
বাদাম৬-৭ টা
আলুবোখারা৬-৮ টা
টকদইহাফ কাপ
টমেটো সস১ চা চামচ
সয়াসসহাফ চা চামচ
কেওরাজলপরিমাণমতো
লবণস্বাদমতো
হলুদপরিমাণমতো
বেসনপরিমাণমতো
ঘি২ টেবিল চামচ
চিনিস্বাদমতো
তেলভাজার জন্য

PhotoCollageMaker_20230929_131155353.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPopZf4WzLkLt2GM6eX9AHLDkSq2jR6LAJKegZpLRTntzQJw24KesnUfWmiusx...hPHYN46GXsQv3YEp1AiuaFhfZeN3NHKWdnrggvu6y3TeYFmmwouceCJ3h2gQeHaWGztv9Ppb6ugQeC92xtAcNMzvtQdvLkmz665ZBGqmuTXi3GViaGNHqp21DQ.png

ধাপ-১

প্রথমে একটা বড় পাত্রে জল বসিয়ে দিয়েছি তারপর সয়াবিন তেল ও গরম মসলা দিয়ে ফুটতে দিয়েছি।জল ফুটে উঠলে ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল গুলো দিয়ে দিয়েছি।তারপর চাল সিদ্ধ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে একটা ছাকনির মধ্যে ঢেলে দিয়েছি।ভাতের মার ঝরে গেলে বড় একটা প্লেটে ভাতগুলো ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য।
PhotoCollageMaker_20230929_131425375.jpg

IMG_20230929_144215.jpg

ধাপ-২

পালংশাক গুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে কুঁচি কুঁচি করে কেটে নিয়েছি।
PhotoCollageMaker_20230929_131215931.jpg

ধাপ-৩

এবার পালংশাক গুলোর মধ্যে মরিচ কুচি স্বাদমতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিয়েছি।তারপর পরিমাণ মতো বেসন আদাবাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি ।
PhotoCollageMaker_20230929_131233056.jpg

ধাপ-৪

এবার মাখানো পালংশাক গুলো ছোট ছোট বড়ার আকারে তৈরি করে নিয়েছি।তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি।তেল একটু গরম হয়ে আসলে বড়ার গুলো তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।কিছুক্ষণ অপেক্ষা করার পর বড়া গুলো উল্টিয়ে দিয়েছি,দুপাশে ভালো করে ভেজে তুলে নিয়েছি।
PhotoCollageMaker_20230929_131248097.jpg

ধাপ-৫

এবার তেলের মধ্যে কেটে রাখা আলু গুলো দিয়েছি।তারপর নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি।আলু থেকে তেল কমিয়ে নিয়েছি।এবার পরিমাণ মতো ঘি দিয়েছি।
PhotoCollageMaker_20230929_131304515.jpg

ধাপ-৬

এবার আদাবাটা কাঁচামরিচ বাটা বিরিয়ানির মসলাবাটা গুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি।তারপর ফেটানো টকদই দিয়েছি।
PhotoCollageMaker_20230929_131319126.jpg

ধাপ-৭

টকদই দেওয়ার পর টমেটো সস সয়াসস এলাচি গুঁড়া ও গোলমরিচের গুঁড়া,স্বাদমতো লবণ স্বাদমতো চিনি,আলুবোখারা,কিসমিস দিয়েছি।তারপর অল্প আঁচে নেড়েচেড়ে মসলাগুলো কষিয়ে নিয়ে পরিমাণমতো জল দিয়েছি।
PhotoCollageMaker_20230929_131336915.jpg

ধাপ-৮

জল দেওয়ার পরে ঝোল ফুটে উঠলে ভেজে রাখা পালংশাকের বড়া গুলো দিয়ে দিয়েছি।তারপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি।ঝোল শুকিয়ে মাখোমাখো হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি।

PhotoCollageMaker_20230929_131358384.jpg

ধাপ-৯

এবার কড়াই থেকে অর্ধেক তরকারি তুলে নিয়েছি।তারপর রান্না করা ভাত উপর দিয়ে বিছিয়ে দিয়েছি।
আবার উপর দিয়ে আলু সহ পালংশাকের বড়া এবং ঝোল দিয়েছি।তারপরে আবার এক লেয়ার ভাত দিয়ে ঢেকে দিয়েছি উপর দিয়ে ঘি ছড়িয়ে দিয়েছি।এভাবে কয়েক লেয়ারে সাজিয়ে উপর দিয়ে আবারও ঘি কেওরাজল ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়েছি কয়েক মিনিটের জন্য।
PhotoCollageMaker_20230929_131503155.jpg

PhotoCollageMaker_20230929_131523281.jpg

শেষ ধাপ

কয়েক মিনিট পর চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি।
IMG_20230929_143033.jpg

পরিবেশন

নিরামিষ রেসিপি তাই মাছ মাংস ডিম বাদে আলু ভাজা,বেগুন ভাজা,পটল ভাজা,শসা,লেবু দিয়ে একটা প্লেট সাজিয়ে নিয়েছি।আর এভাবেই পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেলো মজাদার ভেজ পালং বিরিয়ানি রেসিপি টি।
IMG_20230929_133751_093.jpg

এই ছিলো আমার আজকের রেসিপি আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে।সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি।

ধন্যবাদ সবাইকে।🙏

আমাদের উইটনেস কে সাপোর্ট করুন।

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzLdXDsNijBKWNGJn5ogmozSiA7cyReMsKwomyC79dv8nHgZj3RKbXhPtULzHvi...hMHPzmtXdqcE25kuBukgtAciNVXSHonSRqmAmfHf9YgyuYwwZo1Nd9dUCogeVvSsKh3MRCxw1Khi2NyeZh4Rt4J9n7wTsZvJ1tiUMafwrMjZ5AQz2ERchsjjJv.png

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

6bhseHAdLtYRoe4mZ6fU3gFc8eKGc3JgYMfqGaKxkR3mYxjKJArHq7pMcxbrR68rpWSk5szypPkRxehi1ennJCAQns4ZHJhX3jZu9bF4dM...QupMZMXmBS4xXZG99M87px48bfqKir7P6LAFLX7xazKN9GzHCW8CsKaSYT34EZ1QWUFNrxTRnr5Kt6t6MpkUnx83wmMV94xMPanMdFywnT1Trh7TnqzMYjNjth.gif

Sort:  
 last year 

প্রথমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই কনটেস্টে অংশগ্রহণ করার জন্য,অনেক অনেক ভালো লেগেছে সুন্দরভাবে আপনি আমাদের মাঝে দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে এই সমস্ত রেসিপি তৈরি করা নিজের প্রতিভা। আর সেই প্রতিভা দিয়ে আপনি আমাদের মাঝে চেষ্টা করেছেন রেসিপি প্রস্তুত করার সমস্ত কার্যক্রম। সুন্দর এর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

গঠনমূলক একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 last year 
 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অনেক অনেক অভিনন্দন জানাই আপু। মনে হচ্ছে আপনি প্রথম অংশগ্রহণ করী। বৃত্ত ভাইয়া আপনার কি হয় ? যাইহোক বেশ কষ্ট করতে হয়েছে বৃত্ত ভাইয়াকে। আর তাছাড়া নতুন একটি রেসিপি দেখলাম বেশ ভালো লেগেছে এই নতুন রেসিপিটি।

 last year 

জ্বি আপু এবারের প্রতিযোগিতায় আমি প্রথম অংশগ্রহণকারী।বৃত্ত আমার ভাতিজা এবং মেয়ের টিচার।হ্যাঁ ও অনেক দূর থেকে পালংশাক সংগ্রহ করে দিয়েছে আপু।ধন্যবাদ আপু।

 last year 

বিরিয়ানির সাথে আমরা সবাই খুব পরিচিত তবে মটন,চিকেন, এসব বিরিয়ানি সচারাচর খেয়ে থাকি কিন্তুু আজ আপনি পালং শাকের বিরিয়ানি বানিয়ে অবাক করে দিয়েছেন। অসাধার সুন্দর হয়েছে তা পুরা রেসিপিটি দেখেই বুঝতে পারছি। খেতে দারুণ মজা হয়েছে তা রান্নার প্রস্তুত প্রনালি দেখেই বোঝা যাচ্ছে।সব মিলিয়ে অসাধারণ রেসিপি। এতো সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।প্রতিয়োগিতায় অংশগ্রহণ করেছে এই সুন্দর রেসিপি দিয়ে খুব ভালো হয়েছে। শুভ কামনা রইলো।

 last year (edited)

প্রতিযোগিতা মানেই তো নতুন কিছু শেখা বা জানা তাই নতুন একটি রেসিপি শেয়ার করেছি।তোমাদের ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো।অসম্ভব সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

 last year 

খুবই ইউনিক একটা রেসিপি আপু এটা। আপনার তৈরি রেসিপিটা তো আমার খুবই পছন্দ হয়েছে। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেতে। এত ইউনিক এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আশা করি এবারের প্রতিযোগিতায় খুব ভালো একটা অবস্থান পাবেন।

 last year 

আমার রেসিপি টি আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো আপু।সত্যিই বিরিয়ানি রেসিপি টি খেতে অসাধারণ হয়েছিলো।শুভকামনা জানিয়ে মন্তব্য টি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 last year 

প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য অভিনন্দন আপু। এভাবেও বিরিয়ানি তৈরি করা যায় এটা একদমই জানা ছিল না। বেশ ইউনিক ছিল রেসিপিটি। পালং শাক খুঁজতে তো বেশ কষ্ট করা লাগলো। রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে। নতুন একটি রেসিপি শিখতে পারলাম আপু। ধন্যবাদ আপনাকে।

 last year 

জ্বি আপু পালংশাক পেতে বেশ কষ্ট হয়েছিলো।হ্যাঁ আপু বিরিয়ানি অনেক ভাবেই তৈরি করা যায়।অনেক সুস্বাদু হয়েছিলো আপু।ধন্যবাদ আপু।

 last year 

পালং বিরিয়ানি ব্যাপারটি ভাবতেই বেশ ভালো লাগছে। সত্যি দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। একেবারে নতুন ধরনের একটি রেসিপি দেখতে পেলাম। আশা করছি প্রতিযোগিতায় ভালো কিছু পাবেন। শুভকামনা রইল আপু।

 last year 

হ্যাঁ এই রেসিপি টি আসলেই অনেক দারুণ হয়েছিলো।আশাকরি আপনার থেকেও নতুন কিছু দেখতে পাবো।ধন্যবাদ আপু।

 last year 

এবারের রেসিপি টা একেবারেই অন্য ধরনের রেসিপি হয়ে গিয়েছে আপু। ভেজ পালং বিরিয়ানি নামটা দেখেই মনে হয়েছে এটার প্রধান উপাদন পালং শাক। এইধরনের বিরিয়ানি প্রথমবার দেখলাম। তবে দেখে কিন্তু বেশ লোভনীয় লাগছে। দারুণ তৈরি করেছেন। এবং এটার জন্য যে উপাদন প্রয়োজন সেটার লিস্ট তো অনেক বড়। চমৎকার ছিল রেসিপি টা আপু। আশাকরি আপনি প্রতিযোগিতায় ভালো একটা অবস্থানে থাকবেন।।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ ভাইয়া এবারের রেসিপির প্রধান উপকরণ ছিলো পালংশাক।অনেক বড় লিস্ট হওয়ার কারন হলো আমি প্যাকেটের মসলা ব্যবহার করিনি,সম্পূর্ণ ঘরে থাকা মসলা দিয়ে বিরিয়ানি টি রান্না করেছি।ধন্যবাদ ভাইয়া।

 last year 

বিরিয়ানি আমাদের সবারই অনেক পরিচিতি। অনেক কিছু দিয়ে বিরিয়ানি খেয়েছি তবে এভাবে শাক দিয়ে যে বিরিয়ানি তৈরি করা যায় আমার জানা ছিল না। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। খেতে নিশ্চয় অনেক মজা হয়েছিল। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

জ্বি আপু শাক দিয়ে রান্না করা বিরিয়ানি খেতে খুবই মজাদার হয়েছিলো।আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা-৪৫ এর প্রথম প্রতিযোগী হিসেবে আপনাকে দেখলাম। এখানে পালং শাকের বড়া রেসিপি টাই বেশি আকৃষ্ট করেছে আমাকে। লোভনীয় রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 last year 

পালংশাকের বড়া খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়।ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.15
JST 0.030
BTC 65628.71
ETH 2669.64
USDT 1.00
SBD 2.86