"শ্রী কৃষ্ণের" মুখের সুন্দর একটি স্কেচ। shy-fox 10%

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো বন্ধুরা"

সবাইকে আমার নমস্কার,আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি,সুস্থ আছি।

আমি আমার পরিচয় পর্বে বলেছিলাম আমার মেয়ে আর্ট গান এসব বিষয়ে কিছুটা হলেও দক্ষতা রয়েছে যেগুলো আমি আপনাদের সামনে মাঝে মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমার বড় মেয়েকে আপনারা সবাই কমবেশি চেনেন ওর গান আপনারা সবসময়ই শোনেন এবং বেশ প্রশংসাও করেন। আজকে আমি ওর একটি পেন্সিল স্কেচ নিয়ে হাজির হয়েছি। ভগবান শ্রী কৃষ্ণের মুখের সুন্দর একটি স্কেচ এঁকেছে।স্কেচ টি ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করবো, আশাকরি আপনাদের ভালো লাগবে।
IMG_20221212_224724.jpg

"প্রয়োজনীয় উপকরণ"

ক্রমিক নংউপকরণ
অফসেট পেপার
2B,8B পেন্সিল
রাবার
স্কেল

IMG_20221212_200326.jpg

ধাপ-১

প্রথমে লম্বা একটি দাগ টেনে নিয়েছে।তারপর মাঝখানে তিনটি দাগ টেনে নিয়েছে।প্রথম টি ৯ সেন্টিমিটার,দ্বিতীয় টি ৩.৩ সেন্টিমিটার,তৃতীয় টি ৪ সেন্টিমিটার।
IMG_20221212_215654.jpg

ধাপ-২

৯ সেন্টিমিটার দাগটির শেষে একটি চোখের আকৃতি দিয়েছে।৩.৩ সেন্টিমিটার দাগটির মধ্যে নাকের আকৃতি দিয়েছে।তারপর ৪ সেন্টিমিটার দাগে ঠোঁটের আকৃতি দিয়েছে।
IMG_20221212_215703.jpg

ধাপ-৩

কপাল থেকে শুরু করে থুতনি পর্যন্ত মুখের আকৃতি দিয়েছে।
IMG_20221212_215713.jpg

ধাপ-৪

এবার লম্বা দাগটি রেখে মাঝের তিনটি দাগ মুছে দিয়েছে।
IMG_20221212_215722.jpg

ধাপ-৫

এবার চোখের উপরে ভ্রু এঁকে নিয়েছে। তারপর 8B পেন্সিলের সাহায্যে দাগ গুলো গাঢ় করে নিয়েছে।
IMG_20221212_215734.jpg

ধাপ-৬

এবার সাথার পাগড়ি ও পাগড়ির মাঝের ফুলের আকৃতি দিয়েছে।
IMG_20221212_215751.jpg

ধাপ-৭

এবার পাগড়ির ভিতরের ভাজ গুলো সাইডে একটি ফুল ও সামনের ফুলটি পুরোপুরি এঁকেছে।
IMG_20221212_215800.jpg

ধাপ-৮

এবারে পাগড়ির ভিতরটা পেন্সিল দিয়ে ভরাট করে স্কেচ করে নিয়েছে।
IMG_20221212_215818.jpg

ধাপ-৯

পাগড়ি স্কেচ করার পর 8B পেন্সিল দ্বারা মাঝের ভাজ গুলো গাঢ় করে এঁকে নিয়েছে।
IMG_20221212_215842.jpg

ধাপ-১০

এবার কপালের তিলক এঁকে নিয়েছে।
IMG_20221212_215855.jpg

ধাপ-১১

এবারে লম্বা দাগটিকে একটি বাঁশির আকৃতি করে এঁকে নিয়েছে।
IMG_20221212_215904.jpg

IMG_20221212_215914.jpg

ধাপ-১২

এবারে বাঁশির ছিদ্র গুলো এবং ময়ুরের পালকের মাঝের অংশটি এঁকে নিয়েছে।
IMG_20221212_215921.jpg

ধাপ-১৩

এবারে ময়ুরের পাকলটি পুরোপুরি এঁকে নিয়েছে।এবং সেই সাথে ভগবান শ্রী কৃষ্ণের মুখের সুন্দর স্কেচ টি আঁকা হয়ে গেলো।

IMG_20221212_215955.jpg

IMG_20221212_224724.jpg

আজ এখানেই শেষ করছি।আশাকরি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

ধন্যবাদ সবাইকে।

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1sefARzQ4umEaVnACt7EhZ7HtZptMxzro5QTgdDee1hoAESzxDSA6tWv6bTHZts...rGayf7jEb7c9MejBLbkjsacpcbx9geoo9iPLE2x7UAeqbKz6DD59FP3G7REzFUcGaozcC4H4RxtMdkCMCZ5jb7EnMy3K3M5GoDJ38rZPv8azXAGEgG2D8QBUtn.png

Sort:  
 2 years ago 

বাপরে বাপ এ আমি কাকে দেখছি। আপু তো দেখছি বেশ সুন্দর একটি আর্ট করলেন। আপনি যে এত সুন্দর আর্ট করতে পারেন তা তো আমার জানা ছিল না। অসাধারণ হয়েছে আজকের পোস্টটি আপু।

 2 years ago 

আপু আমি একেবারেই আঁকতে পারিনা তাই কখনো চেষ্টাও করিনি। এটা আমার বড় মেয়ে এঁকেছে ওর জন্য দোয়া করবেন আপু।ধন্যবাদ।

 2 years ago 

আমি মনে করি,পড়াশুনার পাশাপাশি প্রতিটা মানুষকে কো-কারিকুলার অ্যাকটিভিটিসেও একটু আকটু দক্ষতা থাকাটা আবশ্যক।কারণ, এই যুগে যেকোনো দক্ষতাই অতি গুরুত্বপূর্ণ।

খুব সুন্দর আঁকিয়েছে ঐশী।দোয়া করি,ভালো মানুষ হয়ে উঠুক,আপনাদের মুখ উজ্জ্বল করুক।

 2 years ago 

একদম ঠিক বলেছো ভাই, আমি মেয়েদেরকে সবসময়ই এই কথাটা বলি যে কিছু হোক বা নাই হোক নিজের আত্মতৃপ্তির জন্য হলেও জ্ঞান অর্জন করা দরকার। দোয়া করিও ভাই তাই যেনো হয়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে।

 2 years ago 

আপু অনেক সুন্দর হয়েছে পেন্সিলে আঁকা ছবিটি। আপনার বড় মেয়ে গান,আর্ট সবকিছুতেই সমান পারদর্শী হয়ে উঠছে। অনেক শুভকামনা রইল আপু।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য। দোয়া করবেন আপু আরও ভালো কিছু যেনো করতে পারে।

 2 years ago 

আপু আপনার বড় মেয়ে দেখছি সব গুণে পারদর্শী। আপনার মেয়ের গান শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। আজ তার হাতের এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। খুব সুন্দর আর্ট করেছে। আমার কাছে পেন্সিল স্কেচ দেখতে অনেক ভালো লাগে। আপনার মেয়ের জন্য আর্শীবাদ রইল। ধন্যবাদ।

 2 years ago 

আপু আমি সবসময়ই চেয়েছিলাম যে আমার মেয়েরা সব বিষয়ে পারদর্শী হয়ে উঠুক তাই ওদের ইচ্ছে থাক বা না থাক তবুও প্রতিটি বিষয় শেখানোর চেষ্টা চালিয়ে গেছি যাতে করে বড় হলে বলতে পারে আমি সবকিছুই পারি। আর এই পারাটার মধ্যে কত যে আনন্দ তা একমাত্র যে পারে সেই জানে।আপনাদের আশীর্বাদ আমার মেয়ের জন্য অনেক বড় পাওয়া। ধন্যবাদ আপু।

 2 years ago 

চমৎকার এঁকেছেন আপনার বড় মেয়ে দিদি ৷ আসলেই অনেক সুন্দর হয়েছে শ্রী কৃষ্ণের মুখের স্কেচটি ৷ আপনার বড় মেয়ে দেখি সব দিক দিয়েই বেশ দক্ষ ৷ আজকের আর্টটি অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছে ৷ অনেক ভালো লাগলো আর্টটি দেখে ৷ ধন্যবাদ দিদি আপনাকে সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য ৷আপনার এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল ৷

 2 years ago 

ভাইয়া আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর একটি মন্তব্য করার জন্য।

এ ধরনের স্কেচ দেখলে এমনিতেই মন ভরে যায়। কমেন্ট করে রেটিং দেওয়ার মতো ছবি এগুলো না। আপনার মেয়ে তো দেখছি সব দিক থেকেই গুনবতী দিদি।

 2 years ago 

ঠিকই বলেছেন দাদা এরকম স্কেচ গুলো দেখলে সত্যিই মন ভরে যায়।ভগবানের অশেষ কৃপায় আমার মেয়ে একটুকু করতে পেরেছে সেটাই আমার সৌভাগ্য। আপনাদের সুন্দর মন্তব্য গুলো আমার মেয়ের জন্য আর্শীবাদের মতো। অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.028
BTC 74278.59
ETH 2576.65
USDT 1.00
SBD 2.42