স্বরচিত কবিতা||সফলতার সিঁড়ি।

in আমার বাংলা ব্লগ9 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

png_20230819_103855_0000.png

প্রতিনিয়তই আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করি। যদিও মাঝেমধ্যে অনেক ব্যস্ততা এবং সময় স্বল্পতার কারণে হয়তোবা কবিতা নিয়ে আসতে পারি না। তবে চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি হলেও কবিতা লেখার। কারণ কবিতার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে।
সবসময় নিজের মনের অনুভূতিগুলোকে শেয়ার করার চেষ্টা করি।তবে আজকের কবিতায় শেয়ার করলাম এমন একজন মানুষের মনে আবেগ যেখানে রয়েছে তার সফলতার সিড়ি বেড়ে উঠার ধাপ।আমরা কিন্তু নিজেদের জীবনকে সুন্দর করতে অনেক রকম লক্ষ্য নির্ধারণ করি।কিন্তু এক্ষেত্রে আমাদের জীবনে অনেক রকম বাধা আসে। সবমিলিয়ে সমাজ পিছনে টানলেও এগিয়ে যেতে হবে।যাইহোক,কথা আর না টেনে চলে যাই কবিতায়....

♥️সফলতার সিঁড়ি ♥️

দীপ্ত আলোয় উজ্জিবিত আজ আমি,
আমার পিছনের সংগ্রাম শুধু আমিই জানি,
আমার শত্রুতার দল ছিল বড় শক্ত,
আমার আমি নিজেতেই ছিলাম মত্ত।

সফলতা কভু আসে না নিজে নিজে,
আনতে হবে তাকে স্ব-সম্মানে কাছে,
সফলতার সিঁড়ি বাড়া নয়তো অত সহজতর,
নিজের স্বপ্ন পূরণে নিজেকেই হতে হয় অগ্রসর।

আমাকে গড়তে হবে আমার মত করে,
লক্ষ্যভেদ করতে হলে শক্ত হতে হবে,
বিনিদ্রা বিনাবিশ্রামে মানাতে হবে জীবনকে,
লক্ষ্য স্থির করে এগোতে হবে নিজেকে।

নষ্ট সমাজ বিশ্রান্ত হবে না আমার সফলতায়,
এগোবো আমি লড়বো লড়াই করবোনা কো বড়াই,
হাজার চেষ্টা বৃথা যাবে তবুও এগোবো আমি স্বগতিতে।
ইচ্ছে করেনা ফিরে যেতে নষ্ট সমাজের অতীতে।

অন্যায়ের কাছে যত আছে, আমার হেরে যাওয়ার গল্প।
সফলতার কাছে সব খুলে বলবো, করে অল্প অল্প।
ছিলো কত বাধা বিপত্তি, এই ছোট্ট জীবনকে ঘিরে।
তবুও নিজের প্রচেষ্টায় ফিরবো আমি সফলতার নীড়ে।

আমার অনুভূতি

আমরা চারিদিকে তাকালেই দেখবো সফলতার পিছনের গল্পটা ভিন্নরকম হয়।সফল বা সফলতার দিকে অগ্রসর একজন মানুষের আত্মকথা কবিতার মাধ্যমে শেয়ার করলাম।কবিতার ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম যে সমাজ কখনো কারো সফলতায় খুশি নয়।সফল হওয়ার আগে তাদের একরকম হিংস্র ভাব থাকে আবার সফল হওয়ার পরও তারা শান্ত হয় না।কিন্তু তা দেখে পিছিয়ে থাকলে হবে না,সফলতার পিছনে নিজেকেই দোড়াতে হবে।নিজের সফলতা নিজের কাছে, অন্যের তিরষ্কার মাথায় নিলে জীবন রঙিন হবেনা ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 9 months ago 

আসলে একজন মানুষ অনেক বাধা বিপত্তি পার করেই সফল হয়। মানুষের সফলতার পেছনে অনেক গল্প থাকে। একজন সফল মানুষের আত্মকথা গুলো কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আমার কাছে খুবই ভালো লেগেছে কবিতাটি। খুব সুন্দর ভাবে কবিতা টি লিখেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 9 months ago 

প্রতিটি মানুষের সফলতার পিছনে থাকে একটি গল্প। সেটা কারোর ভালোর মধ্যে দিয়ে হয় আবার কারোর খারাপের মধ্যে দিয়ে হয়। আপু আপনি আজকে সফলতা নিয়ে বেশ চমৎকার একটি কবিতা লিখেছেন। কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 9 months ago 

সফলতা সিঁড়ি নিয়ে খুবই সুন্দর কবিতা লিখেছেন। এই কবিতাটি পড়ে খুবই ভালো লাগলো। আসলে কবিতার মধ্যে সফলতার মূলমন্ত্র যেন আপনি উল্লেখ করেছেন। পড়ে তাই অনেক বেশি ভালো লেগেছে আমার।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 9 months ago 

যেকোনো সফলতার পিছনে অনেক গল্প লেখা থাকে জীবনের সংগ্রাম এবং চেষ্টার মাধ্যমে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হয়। প্রতিটা সফল ব্যক্তির ক্ষেত্রেই সেই রকম গল্প অন্তর্নিহিত ঠিক সেই বিষয়টি আপনার কবিতার মধ্যে উপলব্ধি করলাম। সফলতার সিঁড়ি পার হতে গেলে সে রকম নিজের চেষ্টা দিয়ে এগিয়ে যেতে হয় খুবই সুন্দর কবিতা লিখেছেন ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 9 months ago 

অবশ্যই আপু সফলতার পিছনে সবসময় নিজেকেই দৌড়াতে হবে। আসলে সফলতাটা কেউই এনে দেয় না। আপনার স্বরচিত "সফলতার সিঁড়ি" কবিতা পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপু প্রায় প্রতি সপ্তাহে লক্ষ্য করি আপনি একটি করে কবিতা শেয়ার করেন। আজ কিন্তু তাই করলেন। আজকের কবিতাটা আমার অনেক ভালো লেগেছে। সফলতার সিঁড়ি। আহ্ কি সুন্দর একটি নাম। কবিতার প্রতিটি লাইন যেন মনকে ছুঁয়ে যায়। তবে আমার কাছে কিন্তু নিচের কয়েকটি লাইন বেশ ভালো লেগেছে।

আমাকে গড়তে হবে আমার মত করে,
লক্ষ্যভেদ করতে হলে শক্ত হতে হবে,
বিনিদ্রা বিনাবিশ্রামে মানাতে হবে জীবনকে,
লক্ষ্য স্থির করে এগোতে হবে নিজেকে।

Posted using SteemPro Mobile

 9 months ago 

আপনার স্বরচিত কবিতা সফলতার সিঁড়ি পড়ে খুব ভালো লাগলো। সত্যি সফলতা এমনি এমনি আসে না আপু । তার জন্য অনেক পরিশ্রম, ধৈর্য এবং নিজের অনেক কিছুই ত্যাগ করতে হয়। সফলতা অর্জনের প্রতিটি মোড়ে মোড়ে অনেক বাধা-বিপত্তি থাকে ঐ সব বাধা বিপত্তি গুলো ডিঙ্গিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারলে সফলতা ছোঁয়া যায়। আপনার লেখা এই ছন্দ গুলো খুবই ভালো লেগেছে আমার।

সফলতার কাছে সব খুলে বলবো, করে অল্প অল্প।
ছিলো কত বাধা বিপত্তি, এই ছোট্ট জীবনকে ঘিরে।
তবুও নিজের প্রচেষ্টায় ফিরবো আমি সফলতার নীড়ে।

এত চমৎকার কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.032
BTC 59249.61
ETH 2526.11
USDT 1.00
SBD 2.46