স্বরচিত একগুচ্ছ অনুকবিতা।

in আমার বাংলা ব্লগ2 months ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একগুচ্ছ অনুকবিতা শেয়ার করার জন্য এলাম।

Screenshot_20230319-235826_Canva.jpg

আজ কয়েকদিন যাবৎ যে পরিমাণ গরম পড়ছে তা আসলে অতিমাত্রায়।গত পরশু রাতে বৃষ্টি হয়েছিল ঠিকই কিন্তু পরদিন সকাল হতে না হতেই কড়া রোদ। আর এই তীব্র গরমে ঘরে বাইরে কোথাও শান্তি নেই। এই যে আমাদের রুমে এক অসহ্য গরম,তাই ঠান্ডা আছে এমন একটা রুমে গেলাম,ওমা সেখানে দেখি একই অবস্থা।আর কয়েল দিয়েছিলাম তাই মুখ জ্বালাপোড়া করছে।আসলে গরমের মধ্যে মশারি টানানো যায় না,আর কয়েলের ধোয়াও সহ্য হয় না, পরে মুখ জ্বালা করে।এভাবে গতরাত অতি কষ্টে পার করেছি।আর এভাবেই প্রতিটা রাত অসহনীয় গরমের মাঝেই যায়। দিনের অর্ধভাগও এমন।যাইহোক অনেক কাজ পড়ে আছে,তাই ভাবলাম কয়েকটা অনুকবিতা লিখে পোস্ট করে ফেলি।

প্রতিনিয়তই চেষ্টা করি কবিতা না হয় অনুকবিতা আপনাদের মাঝে শেয়ার করতে। বিশেষত অনুকবিতাগুলো লিখতে বেশি ভালো লাগে। এর কারণ হলো এক একটা কবিতা এক একটা অনুভূতি নিয়ে লেখা হয়। এমনিতেই কবিতা লিখতে গেলে হয়তোবা অনেক ভাবনা চিন্তা করে লেখা হয়। যেখানে ভাবানুবেগ হতে হয় কবিতাকে ঘিরেই। কিন্তু যখন অল্প কিছু কল্পনার মাঝে অনু কবিতাগুলো লেখা যায় তখন আরো বেশি ভালো লাগে।

(১)
যতই করো উপকার তার, থাকবে না তো নাম,
করবে তুমি, সইবে তুমি, তারই অপমান,
জীবন দিয়েও মন ভরাতে পারবে না তো কারো,
অত্যাচারী হবেই শুধু শক্তিশালী আরো।

(২)
আমি সমুদ্র দেখেছি চোখের সন্নিকটে,
আমি পাহাড় দেখেছি সমুদ্র তীর ঘেষে,
এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়েছে তারা,
তারা যেন চলেই না একে অপরকে ছাড়া।

(৩)
যার নেই কোনো শুকরিয়া,
সে অল্পতে নয়তো তুষ্ট,
নিজের কলিজা ভুনা করলেও,
বলবে তা ছিল নষ্ট,
সবদিকে যেন অন্যায়ের হয় জয়গান,
ভালো রাখতে চাইলেও পাবে অপমান।

(৪)
নিরবতার মাঝে লুকিয়ে থাকে অশ্রুকণা,
দৃশ্যমান হলেই শুধু নয়তো কান্না,
নিরবতার আড়ালেই হয় অশ্রু বিসর্জন,
সেটা হয়তো সবারই রয় অজানা।

(৫)
আর কত বাহানা দেখবো ভালোবাসায়,
আর কত অশ্রু দেখবো চোখের কোণায়,
আর কত মিথ্যে দেখবো মুখোশের আড়ালে,
আর কত হাসি দেখবো মনে পাথর রেখে।

(৬)
নীল শাড়ি পড়ে হাটছো তুমি,
এ যেন সেই চিরচেনা পথ,
যেথায় হেটেছি তোমার সঙ্গ দিয়ে,
তোমাতে ডুবেছি সব ভালোবাসা নিয়ে,
আজ হঠাৎ তোমার দেখা,
নাকি এটাও কোনো মিথ্যে মায়া।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

মোবাইল ও পোস্টের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণএকগুচ্ছ অনুকবিতা
ক্যামেরা.মডেলজে৫ প্রাইম
ফটোগ্রাফার@bristy1
লোকেশনফেনী

images (4).png

20211121_200134.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 2 months ago 

আপনার অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর ভাবে অনু কবিতা লিখেছেন, ভাষাগুলো ছিল অসাধারণ, যার কারণে পড়ে অনেক ভালো লেগেছে আমার।

 2 months ago 

আপু আপনি ঠিকই বলেছেন অনু কবিতাগুলো এক একটা অনুভূতি নিয়ে লেখা। আর আপনার অনু কবিতা ও কবিতা লিখতে অনেক ভালো লাগে, আজকে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন, এই অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো।

 2 months ago 

ঠিক বলেছেন, অনু কবিতাগুলো এক একটা অনুভূতি নিয়ে লেখা হয় বলেই। আসলে আমরা যখন কবিতা লিখি তখন একটা বিষয় চিন্তা করেই লিখি। আর যখন প্রত্যেকটা আলাদা আলাদা বিষয় নিয়ে কবিতা লেখা হয়, তখন কিন্তু কবিতাগুলো ভীষণ ভালো লাগে পড়তে। প্রথম অনু কবিতা টা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে।

 2 months ago 

আর বলেন না আপু। গরমে তো আমি একদম শেষ। চোখে মুখে কিছুই দেখি না। শুধু অস্থির লাগে। যাই হোক একটা কতা কিন্তু বেশ সত্য যে আপনি কিন্তু প্রতি সপ্তাহেই আমাদের মাঝে নতুন নতুন অনু কবিতা শেয়ার করে আমাদের কে মুগ্ধ করেই চলছেন। আজও কিন্তু করেছেন। আমার কাছে আপনার অনুকবিতার প্রতিটি অনু কবিতাই বেশ ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর সুন্দর অনু কবিতা শেয়ার করার জন্য।

 2 months ago 

আবারও আমাদের মাঝে অনেক সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করেছেন আপু। আপনার লেখা এই ছোট কবিতা আবৃত্তি করতে বেশ ভালো লেগেছে আমার। আমি এমনিতেই কবিতা বেশি পছন্দ করে থাকি। আর বিভিন্ন অনুভূতিতে ছোট ছোট কবিতা লেখাগুলো বেশ ভালো লাগে।

 2 months ago 

নিজের কলিজা ভুনা করলেও,
বলবে তা ছিল নষ্ট,

কিছু কিছু মানুষের জন্য আপনি আমি সবকিছু করলেও বলবে আমরা কিছুই করিনি। এরা মূলত অকৃতজ্ঞ। তাকে নীল শাড়িতে দেখার ইচ্ছা ইচ্ছাই থেকে গেল আফসোস। দারুণ লিখেছেন অনুকবিতা গুলো আপু চমৎকার ছিল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 months ago 

প্রতিনিয়ত আপনার অনু কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। অনেক দারুন দারুন অনু কবিতা লিখেন আপনি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে যার কারণে পড়তে চলে আসলাম। কবিতার লাইন গুলো খুবই চমৎকার ভাবে গুছিয়ে লিখেছেন। এভাবে আরো সুন্দর সুন্দর কবিতা দেখতে চাই।

 2 months ago 

আমাদের এখানেও গরমের তীব্রতা অনেক। বিশেষ করে দিনের তুলনায় রাতে তাপমাত্রা অনেক বেশি মনে হয় আমার কাছে। আমি মনে করি বিল্ডিংয়ে রাতে বেশি গরম হয়। যাক কি আর করার সেই সব কিছু মিলিয়ে চলতে হবে আমাদেরকে। অনেক সুন্দর সুন্দর কবিতা লিখলেন। আপনার লেখা কবিতা গুলো পড়ে বেশ ভালো লেগেছে।

 2 months ago 

বাহ আপনি তো দেখতেছি খুব সুন্দর করে চমৎকার কিছু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো ছোট হলেও পড়তে বেশ ভালোই লাগে। তবে এটি ঠিক কবিতা লিখতে অনেক ভেবেচিন্তে লিখতে হয়। সত্যি আপু আপনার অনু কবিতার ভাষা অসাধারণ। এত সুন্দর অনু কবিতাগুলো লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.12
JST 0.026
BTC 57014.79
ETH 2478.23
USDT 1.00
SBD 2.29