৩য় বর্ষপূর্তি উপলক্ষে স্বরচিত কবিতা||আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি

in আমার বাংলা ব্লগ11 days ago

♥️আসসালামুআলাইকুম♥️

আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।

20240611_091925_0000.png

আজ আমার বাংলা ব্লগের তৃতীয় বর্ষপূর্তি।দেখতে দেখতে কিভাবে ৩টা বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।তবে মজার বিষয় হলো আমার বিবাহের ৩বছর পূর্ণ হয়েছে গত কিছুদিন আগেই,আর আমার বাংলা ব্লগের ৩ বছর পূর্ণ হলো আজ। একদম কাছাকাছি সময়ের মধ্যেই কিন্তু ২টো ইভেন্ট একসাথে হয়ে গেল। আমি চাই আমার বাংলা ব্লগ ধীরে ধীরে এভাবেই এগিয়ে যাক, দূর বহুদূর। আজ আমার বাংলা ব্লগকে নিয়ে একটা কবিতা লিখলাম।যদিও ভালোভাবে পারি না,তবুও চেষ্টা করেছি কবিতাটা আপনাদের মাঝে উপস্থাপন করার।

♥️আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি♥️

দেখতে দেখতে শেষ হলো,
বাংলা ব্লগের দ্বিতীয় বছর।
শুরু হলো সবার মাঝে,
ভীষণ আনন্দের বহর।

হাসি ঠাট্টা ও কবিতা গানে,
ভরে উঠুক সবার প্রাণ।
বাজুক সবার মনের মাঝে,
আজ আনন্দের কোলাহল।

সবাই মিলে করব উদযাপন,
আমার বাংলা ব্লগের তৃতীয় বছর।
চারিদিকে বইবে খুশির বন্যা,
আনন্দে কাটুক সবার প্রহর।

সুন্দর একটা ফুলের বাগান,
আমার বাংলা ব্লগ।
সেই বাগানে কত শত,
পাখির কলরব।

কেউ কেউ কবিতা দিয়ে রেখেছে মাতিয়ে,
কেউ বা আবার গান গেয়ে যাচ্ছে বাজিয়ে।
কেউ কেউ আর্ট করে সাজায় এ ব্লগ,
ভালোবাসি অনেক বেশি,আমার বাংলা ব্লগ।

বাংলা আমার মায়ের ভাষা,
তাই বাংলায় কথা বলি।
আমার বাংলা ব্লগ মানে,
স্বাধীনভাবে পথ চলি।

আমার অনুভূতি

দেখতে দেখতে ৩ বছর পার করে ফেললাম সবাই মিলে।ভিন্ন ভিন্ন আয়োজন আর ভিন্ন কিছু আবেগ অনুভূতি মিশিয়েই চলে গেল এই বছরগুলো।কেউ কবিতা লেখে,কেউ গান করে,কেউবা আবার বিভিন্ন রকম ক্রিয়েটিভিটি শেয়ার করে।যেটা আসলে আমার বাংলা ব্লগকে মাতিয়ে রেখেছে। আর এভাবেই এগিয়ে যাচ্ছে আমার বাংলা ব্লগ।

সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

♥️আল্লাহ হাফেজ♥️

images (4).png

20221126_200743.jpg

আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।

images (4).png

💦

💦 BRISTY 💦

💦

animasi-bergerak-terima-kasih-0078.gif

Sort:  
 11 days ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে বেশ দারুণ একটি কবিতা লিখে আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার লেখা কবিতার প্রতিটি লাইন আমাকে বেশ মুগ্ধ করেছে। ঠিক বলেছেন আপু আপনি আসলে আমরা সকলে মিলে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনেক আনন্দ উদযাপন করব সেটা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।

 11 days ago 

দারুন হয়েছে কবিতাটি। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর কবিতা আমাদের মাঝে আপনি উপহার দিয়েছেন। আসলেই সবাই কিছু না কিছু আমার বাংলা ব্লগ এ করছে কেউ গান গাচ্ছে গান গেয়ে মাতিয়ে রাখছে । কেউ কবিতা আর কেউ বা ফটোগ্রাফি এভাবেই তারা আমার বাংলা ব্লগ কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কবিতার লাইনগুলো খুব সুন্দর এবং সাবলীল ভাবে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপু আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 11 days ago 

ঠিক বলেছেন আপু কিভাবে তিনটা বছর চলে গেল বুঝতেই পারলাম না। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। খুব সুন্দর ছন্দ সাজিয়ে কবিতাটা লিখেছেন। প্রত্যেকটা লাইন পড়ে ভীষণ ভালো লাগলো।

দেখতে দেখতে শেষ হলো,
বাংলা ব্লগের দ্বিতীয় বছর।

আপু, এখানে সম্ভবত তৃতীয় বছর হবে। ধন্যবাদ আপনাকে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে এত সুন্দর একটি কবিতা লিখে শেয়ার করার জন্য।

 10 days ago 

৩য় বর্ষপূর্তি উপলক্ষে অসাধারণ একটি কবিতা উপহার দিয়েছেন আপনি। আপনার কবিতাটি অসাধারণ ছন্দময় ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64467.84
ETH 3492.64
USDT 1.00
SBD 2.54