একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না হতে পারে।
♥️আসসালামুআলাইকুম♥️
আমার বাংলা ব্লগ এর প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে বেশ আনন্দ নিয়েই এই পোস্টটি শেয়ার করতে যাচ্ছি।আশা করি ভালো লাগবে।
দূর্ঘটনা নয়, দূর্ঘটনা ঘটার সম্ভাবনা এবং সচেতনতা নিয়ে আজকের ব্লগ। |
---|
তবে তখনো পর্যন্ত ওই ট্রাকটি মালামাল গুলো যথাযথ ছিলো।আমাদের সিএনজি ট্রাকটির পিছে পিছে যাচ্ছিল। ট্রাক ও অনেক দ্রুত চালাচ্ছিল, যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তায় অনেকগুলো মোড় ছিল। বিভিন্ন মোড় ফিরতে ধীরে ধীরে ওই ট্রাকটির মালামাল থেকে কয়েকটি বস্তা ধীরে ধীরে সাইড়ে চলে আসে।যদিও বস্তা গুলো বাধা ছিল।
কিন্তু ভালোভাবে বাধা ছিল না, অথবা ওভারলোড ছিল। যার কারণে এই বস্তা গুলো মোড়ে দিয়ে গাড়ি যেতে সেগুলো বাইরে পড়ে যাওয়ার উপক্রম হল। তখন কিছুটা রিস্কি হয়ে পড়েছিল। মাঝে মাঝে দেখতে পাই কিছু মোটর সাইকেল সেই বস্তার নিচে দিয়ে যাচ্ছে,আর আমার মনে হচ্ছিলো যে কোন মুহূর্তে কিন্তু বস্তা তার গায়ের ওপর পড়তে পারে।
Source
আবার দেখতে পেলাম অটোরিকশা করে মানুষ যাচ্ছে বস্তার নিচ দিয়ে। তাও কিন্তু রিস্ক থাকে যে, একটা বস্তা যদি তার মাথায় পড়তো এটা কিন্তু দুর্ঘটনা গড়তে পারতো। এদিক থেকে আমরা সিএনজিতে যাচ্ছি ট্রাকটি ও আমাদের সামনাসামনি ছিল। তখন আমি কয়েকটি ফটো তোলার চেষ্টা করেছি।
যদিও রাত্রিবেলা ছিল তাই বেশি ভালো ফটো তুলতে পারিনি।তবুও কয়েকটি ফটো তুলে নিলাম। তখন হঠাৎ করে একটি মোটর সাইকেল জোরে চালিয়ে গেয়ে সেই ট্রাকটির সামনে গিয়ে তাকে সিগন্যাল দিয়ে বলে সাইডে দাঁড়াতে। তখন ট্রাকটি সাইডে গিয়ে দাঁড়ায়।
Source
পরক্ষনে দেখি লোকটি ড্রাইভারকে বকাঝকা করছে। যাই হোক বন্ধুরা এরপর সেখানে কি ঘটেছে সেটা আমরা জানিনা।কারণ আমরা সিএনজি করে চলে এসেছি। তবে হয়তো সেই লোকটা আবার পুনরায় তার যে কয়েকটি বস্তা পড়ে যাচ্ছিল, সেগুলো হয়তো বেঁধে নিবে।
আসলে এখানে বিষয় হচ্ছে পথে ঘাট এই রকম আমরা অনেক ধরনের দুর্ঘটনার সম্ভাবনা দেখতে পাই।তখন যে কেউ আসলে তাদেরকে জানানো উচিত। যদিও এই মোটর সাইকেলের লোকটি গিয়ে তাকে জানানোর কারণে, সে গাড়িটা দাঁড় করিয়ে বিপদ থেকে রক্ষা পেল।
Source
সেদিনের এই ঘটে যাওয়া বিষয়টি আজকে সবার সাথে শেয়ার করতে মন চাইল। তাই বিষয়টি তুলে ধরলাম। এরকম কোনো দূর্ঘটনা সারাজীবনের কান্না হয়ে থেকে যেতে পারে।তাই সকলকে সচেতনভাবে চলতে হবে। কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাবেন।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | দুর্ঘটনার সম্ভাবনা |
ক্যামেরা.মডেল | M12 |
ফটোগ্রাফার | @bristy1 |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্রী। পড়ালেখার পাশাপাশি আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
এরকম রাস্তাঘাটে চলাচল করার সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে। আপনি ঠিকই বলেছেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে। মোটরসাইকেলের লোকটি ভালই করেছে। না হলে তো অনেক বড় একটি দুর্ঘটনা হয়েছে তো। ছোট একটি ট্রাক এ অনেকগুলো বস্তা দেখছি তাহলে তো দুর্ঘটনা হওয়ারই কথা। পরিমাণ মতো নিলেই তো হয়। যাইহোক যারা যেরকম বুঝে। আপনি আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করার জন্য ফটোগ্রাফি করেছেন। আসলে আমাদের সবাইকে সচেতন থাকা উচিত এরকম রাস্তাঘাটে। ধন্যবাদ।
ঠিক বলেছেন যে যেমন বুঝে সে তো তেমনি চলবে। কি আর করার এরকম অসচেতনতার কারণেই তো আমাদের দেশে দুর্ঘটনা প্রতিদিন হচ্ছে।
Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
এটাকে কি বলবো আমার জানা নেই,এভাবে কেউ মাল লোড করে গাড়িতে?
কোনো দূর্ঘটনা ঘটতে তো এক সেকেন্ড সময় লাগবেনা।বিষয়গুলো আমি একদম সহ্য করতে পারিনা।
যাইহোক,সাবধানে থাকবেন।শুভ কামনা রইলো 🖤।
জি ভাইয়া,বেশ ভয়ে ছিলাম সেদিন।একে তো রাত, তার উপরে আবার আমরা ট্রাকের পিছনে।আল্লাহর রহমত ছিল।
সত্যিই ওই মোটরসাইকেলের লোকটি যদি ট্রাকের ড্রাইভারকে না দাঁড়িয়ে বকাঝকা না করতো তাহলে হয়তো এক্সিডেন্ট হতো। সত্যি এরকম দুর্ঘটনা অনেক দেখা যায় আমাদের উচিত সচেতন করা। আপনি আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করেছেন দেখে ভীষণ ভালো লেগেছে। ঠিকই বলেছেন হয়তো ড্রাইভার সেই বস্তাগুলোকে সুন্দরভাবে বেঁধে নিয়েছিল। প্রথম ফটোগ্রাফিতে ট্রাকের পাশে যে মোটরসাইকেল টি ছিল আমি তো ভেবেছিলাম মোটরসাইকেল এর লোকটির উপর কোন বস্তা পড়ে গিয়েছে নাকি তাহলে তো একটি দুর্ঘটনা হয়েই যেত। যাইহোক আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাগ্য ভাল থাকার কারণে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনা ঘটার আগেই ড্রাইভারকে সচেতন করা গিয়েছে।
মোটরসাইকেল আরোহী নিশ্চয়ই একজন সচেতন লোক। এরকম অবস্থা আমরা পথে ঘাটে অনেক দেখতে পাই। আসলে আমরা নিতান্তই অসচেতন। আসলে একটি দুর্ঘটনা যে সারা জীবনের কান্না হতে পারে একটি ফ্যামিলির এটা আমরা কখনো মাথায় রাখিনা।। অনেক ভালো লাগলো আপনার পুরো পোস্টটি পড়ে।। সবথেকে বড় কথা আমাদের সচেতন হতে হবে।
ঠিকই বলেছেন ভাইয়া। ফ্যামিলির কারো দুর্ঘটনা হলে সেই ফ্যামিলিতে কি বয়ে যায় শুধু তারাই জানে। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
আসলে ট্রাক চালকদের এমন অসচেতনতার কারণে অহরহ দুর্ঘটনা ঘটে চলছে। ট্রাকটির নিজস্ব একটি ধারণ ক্ষমতা আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে ট্রাকটি ওভারলোড করে ফেলেছে। ওভারলোড করার কারণে রাস্তায় চলাচলের সময়, যেকোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমাদের সবার উচিত সচেতনতা বৃদ্ধি করা,কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অনেক ধন্যবাদ আপু এমন সচেতনতামূলক একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
একদম ঠিক বলেছেন ভাইয়া রাতের বেলায় ট্রাক ড্রাইভাররা যেন আরো অনেক বেশি অসচেতন হয়ে যায়। আর ওভারলোড এর কারণে তো অনেক বেশি ক্ষতি হয়।
সামান্য একটা দুর্ঘটনা আসলেই সারা জীবনের কান্না। ওভারলোড করে গাড়িটি অতিরিক্ত বোঝার কারণে যে কোন সময় একটি দুর্ঘটনা হতে পারে। সচরাচোর রাস্তা ঘাটে এসব দেখা যায়। আমরা খবরে প্রতিনিয়ত এসব দুর্ঘটনার কথা শুনে থাকি। দেখাই যাচ্ছে যে ট্রাক থেকে বস্তা গুলো একেবারে এক পাশে হয়ে গেছে।
জ্বী আপু বস্তা গুলো একদম পড়ে যাওয়ার মত অবস্থা। কিন্তু আমরা সিএনজি সামনে নিয়েও বলতে পারছিলাম না, এরকম অবস্থায় পড়ে গিয়েছিলাম।
https://twitter.com/bristy110/status/1607584102433329152?s=20&t=0vFRlOHKZiAP_4iMs3zmjA
আসলেই সেদিন কিন্তু অনেকটা ভয়ও লেগেছিল।কারন যে কোন মুহূর্তে যদি দুর্ঘটনা ঘটে তাহলে তো আমরাও সেই দুর্ঘটনার কবলে পড়তাম। কারণ ট্রাকের পিছনে আমরা ও ছিলাম। অবশেষে মোটর সাইকেলের লোকটা ভালো একটি কাজ করেছে। ধন্যবাদ সবার সাথে তুলে ধরার জন্য।
মোটরসাইকেলের লোকটা গিয়ে যে তাকে সচেতন করতে পেরেছে এজন্য হয়তোবা দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছে সবাই।
হুম কেউ না কেউ তো উপকারে এগিয়ে আসতে হবে। ধন্যবাদ ফিডব্যাক দেওয়ার জন্য।
আসলে আপু এভাবে অনাকাঙ্ক্ষিত অনেক দুর্ঘটনায় ঘটে যায় ওভারলোডের কারণে। অনেক সময় টার্নিং এ গিয়ে গাড়িগুলো উল্টে যায়। তার আশেপাশে এবং কি পিছনে সামনে যারা থাকে তারা অযথাই এক্সিডেন্টের কবলে পড়ে যায়। আর সেই অ্যাক্সিডেন্টটা তাদের সারা জীবনের কান্নার হয়ে দাঁড়ায়। তবে যারা রাস্তা দিয়ে ট্রাক কে ওভারটেক করে গিয়েছে তারা ছিল অসচেতন মানুষ। আর যে লোকটি মোটরসাইকেল টান দিয়ে ট্রাকের ড্রাইভারকে সিগন্যাল দিয়েছে সে লোকটি আসলে একজন ভালো মনের মানুষ এবং পরোপকারী আমাদের সাথে আপনার যাত্রার অ্যাক্সিডেন্টের অনুভূতিগুলো প্রকাশ করার জন্য শুভেচ্ছা রইল।
সচেতন সবাইকে থাকতে হবে ভাইয়া। আমরা সিএনজি নিয়ে সেই লোড করা গাড়ির নিচে দিয়ে যেতে পারছিলাম না। তাই আর তাকে সাবধান করতেও পারিনি।