কাঠের উপরে করা গাছের ডালে বসে থাকা দুটি লাভ বার্ডের পেইন্টিং
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আবার চলে এলাম আপনাদের মাঝে ভিন্ন ধরনের কিছু শেয়ার করার জন্য।কিছুদিন আগেই আমি কাঠের মধ্যে একটি প্রজাপতির পেইন্টিং শেয়ার করেছিলাম। আর এর আগেও কিছু কিছু জিনিস শেয়ার করেছি যেগুলো কাঠের মাঝে পেইন্টিং করেছিলাম। যাইহোক আজ আবারো চলে এলাম কাঠের মাঝে আরও একটু ভিন্ন ধরনের একটি পেইন্টিং নিয়ে। পেইন্টিং করতে খুবই ভালো লাগে তাই সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের মাঝে তুলে ধরতে। এই যে আজকে নিয়ে এলাম দুটো পাখি একটি ডালে বসে আছে সেটার পেইন্টিং।
আসলে আপনারা যারা পেইন্টিং করেন তারা নিশ্চয়ই জানেন যে নরমাল কাগজ বা ক্যানভাসে পেইন্ট করার চেয়ে অন্যান্য কিছু জিনিসে পেইন্টি করতে বেশি সময় প্রয়োজন হয়। এই পাখিটার পেইন্টিং যখন তৈরি করছিলাম তখন রং গুলো অনেক দিকে ছড়িয়ে যাচ্ছিল। তাই বেশ সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হয়েছে। আর বর্ডারে কালো রংটা দিতেই বেশি সমস্যা হয়েছিল। কারণ কাঠের মাঝে যখন তুলি ধরি, তুলটা একটু ছড়িয়ে যায় আর রংটাও এলোমেলো হয়ে যাচ্ছিল। যত চিকন তুলি দিয়েই করি না কেন সমস্যাটা হয়ে যায়। তাই একদম অল্প অল্প করে রঙ দিয়ে কাজটা শেষ করলাম। আর আপনাদের কাছে আমার তৈরি করার পেইন্টিংটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই পেইন্টিং একটা সুন্দর নাম দিয়েছি আমি তা হলো গাছের ডালে বসে থাকা দুটি লাভ বার্ড।
পেইন্টিং এর জন্য উপকরণসমূহ |
---|
- এক্রলিক পেইন্ট
- তুলি
- কাঠের টুকরো
প্রথম ধাপ |
---|
প্রথম ধাপে আমি সাদা রং দিয়ে কাঠের উপরে রং করে নিলাম।এটা শুকানোর পর একদম হালকা আকাশি রং দিয়ে আরেকবার রং করে নিলাম। এটাকেও শুকাতে দিয়ে দিলাম কিছুক্ষণ।
দ্বিতীয় ধাপ |
---|
এই ধাপে আমি ডানপাশ থেকে
একটা গাছের ডাল একে নেয়ার চেষ্টা করলাম। ডান পাশ থেকে বাম পাশে দিকে মাঝ বরাবর অংশে এটা এঁকে নিলামে খয়েরী রঙের সাহায্যে। একটু হলুদ রঙ দিয়ে একটা আলো ছায়া শেড তৈরি করলাম।
তৃতীয় ধাপ |
---|
এখন ডালের উপরিভাগে দুটো পাখি মুখোমুখি বসে আছে এটা পেন্সিল দিয়ে এঁকে নিলাম। তারপর বাম পাশের পাখিটাকে দুপাশ থেকে নীল রং করে নিলাম ।
চতুর্থ ধাপ |
---|
এই ধাপে পাখিটার মাঝখানে হলুদ রং দিলাম। চোখের অংশে বেগুনি রঙ এবং নিচের লেজটাকে নীল রং করে দিলাম।
পঞ্চম ধাপ |
---|
এই ধাপে আরেকটা পাখির দুই পাশের দুই ডানাতে প্রথমে লাল রং করলাম।তারপর মাঝখানের অংশে গোলাপি করে দিলাম।
ষষ্ঠ ধাপ |
---|
মাথার উপরের দিকেও লাল রং করে নিলাম। তারপর চোখের কাজ করে নিলাম।কালো রঙ দিয়ে টুকটাক রঙের কাজ করলাম।
সপ্তম ধাপ |
---|
এখন ডালের আশেপাশে কিছু ছোটখাটো পাতা এঁকে নিলাম। সবুজ এবং হলুদ রং ব্যবহার করে পাতাগুলো তৈরি করেছি। আর কালো রঙ দিয়ে থ্রিডি লুক আনার জন্য সবকিছুর কিনারার অংশ রঙ করে নিলাম।
ফাইনাল আউটলুক |
---|
এইতো অবশেষে তৈরি করে ফেললাম দারুন একটা পেইন্টিং।দুটো পাখি বসে আছে ডালে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
আপু আপনার লাভ বার্ড দুটো কেন জানি আমার দিকে চেয়ে আছে। আপনি কিন্তু দারুন সুন্দর দুটো কালার ফুল লাভ বার্ড অঙ্কন করেছেন। বেশ সুন্দর করে লাভ বার্ড অঙ্কন করার ধাপ গুলো আমাদের মাঝে শেয়ার করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে আপনার আজকের আর্টটি । ধন্যবাদ সুন্দর করে আর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হ্যাঁ আপু আপনার দিকেই তো তাকিয়ে আছে। কখন আপনি ডাকবেন আর কখন আপনার কাছে উড়ে চলে যাবে হাহাহা। যাইহোক খুব সুন্দর একটা মন্তব্য করেছেন আপু ভালো লাগলো।
https://x.com/bristy110/status/1824665849577537967
সুন্দর সুন্দর এই ধরনের আর্ট গুলো অঙ্কন করতে এবং আর্টগুলো দেখতে দুটোই আমার কাছে অসম্ভব ভালো লাগে। আপনি আজকে একটা পেইন্টিং করেছেন। অনেক সুন্দর করে এটার মধ্যে সবকিছুই এঁকেছেন আপনি। আমার কাছে দুটি লাভ বার্ডের দেখতে অসম্ভব ভালো লেগেছে। কালার গুলো এত সুন্দর ভাবে করেছেন যে দারুণভাবে ফুটে উঠেছে। যে কারো কাছে ভালো লাগবে আপনার করা এই আর্ট।
জি ভাইয়া কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগে। আর এই রঙিন পাখিগুলো দেখতেও আমার কাছে ভালো লাগে। তাই এটাই অংকন করলাম।
কিছুদিন আগে আপনি কাঠের উপর প্রজাপতির পেইন্টিং অংকন করেছিলেন যদিও সেটা দেখা হয়নি তবে আজকের এই লাভ বার্ডের পেইন্টিং দেখে মুগ্ধ হয়েছে। খুবই দারুণ একটা পেইন্টিং আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন বোঝাই যাচ্ছে অনেকটা সময় নিয়ে আপনি এই অংকন করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
যে কোন পেইন্টিং করতেই সময় লাগে। তবে ভিন্ন ভিন্ন কিছুর উপর পেইন্টিং করতে একটু বেশি সময়ের প্রয়োজন হয় ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার করা পেইন্টিং গুলো দেখলে জাস্ট তাকিয়ে থাকতে ইচ্ছা করে। আজকে আপনি কাঠের দুটি লাভ বার্ডের এক্রেলিক পেইন্টিং করেছেন দেখতে অনেক সুন্দর লাগছে। আপনার পেইন্টিং এর সাথে সাথে আর্টের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনাদের এত সুন্দর উৎসাহ মূলক মন্তব্য যখন দেখি তখন আরও বেশি ভালো লাগে,যে কোন নতুন কিছু আপনাদের মাঝে উপস্থাপন করতে। ধন্যবাদ আপনাকে ভাইয়া।
চমৎকার সুন্দর হয়েছে আপু আপনার কাঠের উপরে করা গাছের ডালে বসে থাকা দুটি লাভ বার্ডের পেইন্টিং টি।আপনার পেইটিং দেখে বোঝা যাচ্ছে কতোটা ধৈর্য ও দক্ষতার সাথে পেইন্টিং সম্পূর্ণ করেছেন। ধাপে ধাপে পেইন্টিং পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।
জি আপু এই কাজগুলো করতে একটু ধৈর্যের প্রয়োজন হয়। যারা করবে তারাই তো বুঝবে তাইনা আপু।ধন্যবাদ আপনাকে।
লাভ বার্ড দুইটি কিউট লাগছে দেখতে আপু।আপনার আঁকার দক্ষতা আসলেই প্রশংসনীয়।আর্ট এর সাথে কালার কম্বিনেশন এর দারুন ম্যাচ ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আসলে আপনাদের মন্তব্য দেখে অনেক বেশি উৎসাহ পাই। এজন্যই নতুন নতুন কিছুই শেয়ার করি।
আপনার শেয়ার করা পেইন্টিং গুলো দারুন হয় আপু। সব সময় দেখার চেষ্টা করি অনেক ভালো লাগে দেখতে। এর আগেও কাঠের উপরে খুব সুন্দর একটি পেইন্টিং করেছিলেন যা খুব সুন্দর ছিল। আজকে আবারো কাঠের উপরে দুটি লাভ বার্ড পাখির পেইন্টিং করেছেন দেখে খুবই ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আসলে কাঠের উপরে পেইন্টিং করার ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল। আর আগেও করেছিলাম যদিও হয়তো অনেক দেরি হয়ে গেছে। তাই নতুন করে ভাবলাম ভিন্ন কিছু আপনাদের মাঝে শেয়ার করা যাক। ধন্যবাদ আপনাকেও আপু।
এর আগেও আপনার এরকম একটা আর্ট দেখেছিলাম আপু। কাঠের উপর অনেক সুন্দর করে আপনি পেইন্টিং করেছেন আজকেও। এরকম কাঠ গুলোর উপরে পেইন্টিং করলে কিন্তু অনেক বেশি দারুন লাগে দেখতে। দুই কালারের দুইটা লাভ বার্ড পাখি অঙ্কন করেছেন, যেগুলো গাছের ডালে বসে রয়েছেন। দেখতে কিন্তু সত্যি খুব কিউট লাগছে। পুরো পেইন্টিংটা কমপ্লিট করে শেষে অনেক সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। সেই ফটোগ্রাফি গুলো দেখে তো মনে হচ্ছে বাস্তবের একটা গাছের ডালে এই পাখিগুলো বসে রয়েছে।
আসলে আপু ভিন্ন কিছু করার ট্রাই করি সব সময়। এজন্যই ভাবলাম এই ছোট ছোট পাখিগুলো আঁকা যাক। ধন্যবাদ আপনাকে।
কাগজে আর ক্যানভাসে পেইন্টিং করলে খুব সহজেই রঙগুলো মিশে যায়। কিন্তু এরকম কাঠের উপরে পেইন্টিং করলে রংগুলো সহজে মিশতে চায় না। এজন্যই আশেপাশের ছড়িয়ে যায়। আপনার কাঠের উপরে পাখির আর্টটি কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। বিশেষ করে পাতার ভিতরে রেখে ছবি তোলার কারণে আরো বেশি ভালো লাগছে দেখতে।
একদম ঠিক বলেছেন আপু। আসলে এই জন্যই একটু কষ্ট হয় আর সময় বেশি লাগে কাঠের উপরে পেইন্টিং করতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মতামত দেয়ার জন্য।