নাটক রিভিউ-: গাধা একটা।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷ সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম।নাটক দেখতে খুবই ভালো লাগে।মাঝে মাঝেই নাটক দেখা হয়।আজকের এই নাটকটা খুবই সুন্দর ছিল। এখানে আসলে ভালোবাসার বিষয়টা একদম অনাকাঙ্ক্ষিত ভাবেই ঘটেছে। আর মিলটাও একটু আলাদাভাবে হয়েছে।যাইহোক আশা করি আজকের নাটক রিভিউটা আপনাদেরও ভালো লাগবে।
গাধা একটা নাটকের রিভিউ।
নাটকের নাম | গাধা একটা |
---|---|
পরিচালক | মেহেদী হাসান জনি |
অভিনয় | আরোশ খান, তানিয়া বৃষ্টি সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ১৮ এপ্রিল ২০২৪ |
আজকে খুবই সুন্দর একটি নাটকের রিভিউ নিয়ে চলে আসলাম৷ এই নাটকের মধ্যে প্রথমে নায়ককে দেখানো হয়৷ সে নতুন সাইকেল চালানো শিখছিল৷ সে যখন সাইকেল চালানো শিখছিল তখন সেখানে একটা রাস্তা দিয়ে সে সাইকেল চালাচ্ছিল৷ সে সাইকেল চালাতে চালাতে যখন অনেকটা সামনের দিকে এগিয়ে যেতে থাকে তখন সেখানে নায়িকা এবং নায়িকার একজন বন্ধু হেঁটে যাচ্ছিল৷ তখন সেখানে নায়ক তাদের মেরে দেয়৷ তারা সবাই সেখানে পড়ে যায়৷ তখন নায়ক অনেকটা ব্যথা পায়।
এর পরবর্তীতে সেখানে নায়িকা এবং নায়কের যে বন্ধু ছিল সে নায়ককে বকাবকি করতে থাকে এবং বলতে থাকে যে এরকম সাইকেল নিয়ে সে রাস্তায় কেন বের হয়ে পড়েছে৷ সে যদি সাইকেল চালাতে না পারে তাহলে কেন সে এখানে চলে এসেছে৷ এর পরবর্তীতে নায়িকাও একদিন ভাবে যে সে সাইকেল চালানো শিখবে৷ সে সাইকেল চালানো শেখার জন্য তাদের বাসার সামনে সাইকেল নিয়ে যাচ্ছিল৷ সে যখন সাইকেল চালাচ্ছিল তখন সেখানে নায়ক চলে আসে৷ নায়িকা নায়ককে মেরে দেয়৷ তারা সবাই সেখানে পড়ে যায়৷ নায়ক যখন নায়িকাকে দেখতে পায় তখন সে অনেক রাগান্বিত হয়ে যায়৷ নায়ক বলছিল যে তাদেরকে সে মেরেছিল আর আজকে নায়িকা কেন নায়ককে মেরেছে৷ তখন নায়িকা বলে যে সে ঐদিন মেরেছিল তার প্রতিশোধ আজকে নিয়ে নিয়েছে৷ এর পরবর্তীতে তারা সেখান থেকে চলে যায়৷
এর পরবর্তীতে নায়ক এবং নায়িকার সাথে অনেক ধরনের কথাবার্তা হতে থাকে। তারা একে অপরের সাথে কথাবার্তা বলতে বলতে তাদের সম্পর্ক অনেকটাই ভালো হয়ে যায়৷ তারা একে অপরের বাসাও চিনত যার ফলে তারা একে অপরের সাথে কথাবার্তা বলার পাশাপাশি তাদের বাসার সামনে গিয়েও কথাবার্তা বলার চেষ্টা করত। এর পরবর্তীতে একদিন সেখানে নায়িকা যখন হেঁটে যাচ্ছিল তখন সেখানে এলাকার একজন বড় ভাই নায়িকাকে পছন্দ করত৷ তবে নায়িকা তাকে পছন্দ করত না৷ ফলে নায়িকা সেখানে ওই ব্যক্তির সামনে থেকে চলে যায়৷
ওই ব্যক্তির হাতে একটি গিফট ছিল নায়িকাকে দেয়ার জন্য৷ তবে নায়িকা সে গিফট না নিয়ে সেখান থেকে চলে যায় ৷ এর পরদিন নায়ক নায়িকার পেছন পেছন আসতে থাকে৷ নায়িকাকে বলে যে সে যেহেতু সাইকেল চালানো শিখতে চায় তাই নায়ক তাকে সাইকেল চালানো শিখাবে৷ পরবর্তীতে তাদের মধ্যে অনেকটাই ভাব জমতে থাকে৷ এরপর একদিন নায়িকা তার যে বন্ধু ছিল তারা মিলে ওই বড় ভাইকে মারতে গিয়েছিল৷ তবে সেখানে তারা তাকে মারতে পারেনি৷ উল্টো সেখান থেকে ভয় পেয়ে চলে আসে৷
তবে যখন নায়ক এই কথাটি শুনতে পায় তখন সে অনেকটা রাগান্বিত হয়ে যায়৷ সে বলে যে সে নায়িকাকে বিপদ থেকে রক্ষা করবে। সে একদিন এলাকার বড় ভাইয়ের কাছে গিয়ে তার যে সকল লোকজন রয়েছে তাদের সামনে তাকে অনেক মারতে থাকে৷ যখন নায়ক তাকে মারে তখন তার যে সকল কর্মীরা ছিল তারা সেখান থেকে পালিয়ে যায়৷ তারা ভাবছিল যে তারা আসলে কি করবে৷ তাদের বসকে এভাবে নায়ক মেরে ফেলছে তো তাদেরকেও নায়ক অনেক বেশি মারবে৷ তাই তারা সেখান থেকে চলে যায়৷
এর পরবর্তী সে লোকটি বলে সে আর কখনো নায়িকাকে ডিস্টার্ব করবে না৷ সে ভালো হয়ে যাবে৷ কোনভাবেই সে নায়িকার মুখ দেখবে না৷ এর পরবর্তীতে সে সমস্যার সমাধান হয়ে যায়৷ যখন নায়িকা এই কথাটি শুনে তখন সে বলে যে এখন নায়কের মায়ের সাথে সে দেখা করবে৷ সে তাকে ভালবাসে এবং তাকে বিয়ে করবে৷ যখন নায়িকা নায়কের বাসায় যায় তখন সেখানে নায়িকা ড্রেসআপ ভিন্ন ধরনের ছিল৷ যার ফলে সেখানে নায়কের মা যখন নায়িকাকে দেখতে পায় তখন তিনি তাকে একটু বাঁকা চোখে দেখেছিলেন৷ তবে নায়িকা সে বিষয়টি বুঝতে পারে৷ কারণ নায়কের মা অনেক পর্দাশীল ব্যক্তি ছিলেন। তিনি সবসময় পর্দার ভেতরে থাকতেন। তাই নায়িকা যখন এই বিষয়টি দেখতে পায় পরদিন থেকে সে পর্দার মধ্যে চলে আসে৷ এভাবেই তাদের মিল হয় এবং নাটকটি শেষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর একটি নাটক ছিল এটি৷ প্রথমে যখন নায়ক সাইকেল চালানো শিখে এবং সে যখন নায়িকাকে মেরে দেয় পরবর্তীতে তাদের মধ্যে যে প্রতিশোধের একটি বিষয় ছিল সেটি অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে গিয়েছিল ৷ যখন তাদের এই প্রতিশোধের বিষয় থেকে তাদের সম্পর্ক অনেকটা ভালোর দিকে চলে যায়। তখন তাদের সম্পর্ক প্রতিনিয়ত ভালো হতে থাকে। তারা নিজেদের সম্পর্কে অনেকটা গভীরভাবে তৈরি করে নিচ্ছিল। তবে নায়ক কোন ভাবেই তার পিতা মাতাকে বলতে চাচ্ছিল না যে আসলে সে নায়িকাকে ভালোবাসে৷ তবে নায়িকা অনেকটাই চতুর প্রকৃতির ছিল৷ যার ফলে সে সব ধরনের কথাই বলে দিত৷ সে বলছিল যে নায়কের মায়ের সাথে সে দেখা করবে। সে তাদের বিয়ের কথা বলবে৷ তবে নায়ক কোনভাবেই কোন কিছু বুঝতে রাজি ছিল না৷ সে বলতেও রাজি ছিল না৷ যার ফলে সে একটা গাধার মতো কাজ করছিল৷ যার ফলে এই নাটকের নামটি এখানে এসেছে৷ পরবর্তীতে যখন নায়িকা নায়কের বাসায় যায় এবং নায়কের বাসায় গিয়ে যখন সে তার মায়ের কাছে তাদের বিয়ের কথা বলে তখন তিনি অনেক খুশি হন। এরপর তিনি রাজি হয়ে যান৷ পরবর্তী দিন থেকে নায়িকা বুঝতে পারে যে সে পর্দার মধ্যে থাকলে তার শ্বশুর-শাশুড়ি তাকে আরও ভালো চোখে দেখবে৷ সে পরদিন থেকে পর্দা শুরু করে দেয়৷ নায়ক তার পর্দাশীল এই মুখ দেখে আরো অনেক অবাক হয়ে যায়। এর পরবর্তীতে তাদের মিল হয় এবং তারা তাদের জীবন অতিবাহিত করতে থাকে৷ আসলে আমাদের বাস্তব জীবনে আমরা এমন অনেক ঘটনা দেখতে পাই৷ কিছু কিছু মানুষ থাকে যারা একেবারে গাধার মত হয়ে থাকে৷ তারা যেন কিছুই বুঝে না৷ সে ক্ষেত্রে তাদের জীবনসঙ্গী চতুর প্রকৃতির হলেই তাদের জীবন সুন্দর হয় ৷
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৮/১০
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
সবসময় আপনি খুব সুন্দর কিছু নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করে থাকেন৷ আজকেও আপনি খুবই সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত সুন্দর একটি নাটক এর রিভিউ পড়ে খুব ভালো লাগলো৷ যেভাবে আপনি আজকের সুন্দর নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ নাটকের রিভিউ দেখে মনে হচ্ছে নাটকটা অনেক সুন্দর হবে৷ আমি অবশ্যই সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করব৷
নাটকের রিভিউ গুলো পড়লে আসলে নাটকের অনেকটাই বোঝা যায়। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।
নাটকটি বেশ হাস্যকর তবে নাটকটি দেখা হয়নি রিভিউ পড়ে বুঝা গেল যে নাটকটি বেশ হাস্যকর। সুন্দর নাটকের রিভিউ শেয়ার করেছ ধন্যবাদ তোমাকে ভালো থেকো।
নাটকটা দেখে খুব ভালো লেগেছিল।ভিন্ন রকম করে করা হয়েছে এটা।
অনেক দারুন একটি নাটক রিভিউ শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা নাটক রিভিউ উপরে অনেক ভালো লাগলো। সম্পূর্ণ নাটকটি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।